Menu

চোদ্দো দফা নীতি – উড্রো উইলসন ইতিহাস নবম শ্রেণী

চোদ্দো দফা নীতি বিশ্ব ইতিহাসে যার প্রবক্তা হিসেবে পরিচিত তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন। wbbse board এর নবম শ্রেণীর ইতিহাসের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাই আজকের আর্টিকেলে উড্রো উইলসনের চোদ্দো দফা নীতি এর প্রশ্নটি এবং তার উত্তর তুলে ধরা হল-

চোদ্দো দফা নীতির প্রেক্ষিত

প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন যুদ্ধের বীভৎসতা দেখে আতঙ্কিত সমগ্র বিশ্বের শান্তিকামী মানুষ বিশ্বশান্তি রক্ষার দাবী তুলতে থাকে। বিশ্বযুদ্ধের শেষকালে ১৯১৭ খ্রিষ্টাব্দের ২ এপ্রিল যুদ্ধে যোগদান করে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন ঘোষণা করেছিলেন, “ গণতন্ত্রের জন্য বিশ্বের নিরাপত্তার প্রয়োজন। রাজনৈতিক স্বাধীনতার ওপর বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে হবে। স্বার্থ চরিতার্থ বা রাজনৈতিক প্রভুত্ব স্থাপন আমাদের উদ্দেশ্য নয়। মানবাধিকার রক্ষাই আমাদের একমাত্র লক্ষ।“

উড্রো উইলসনের চোদ্দো দফা নীতি
উড্রো উইলসনের চোদ্দো দফা নীতি

চোদ্দ দফা নীতি কী?

জার্মানির আত্মসমর্পণ বা প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির আগেই অর্থাৎ ১৯১৮ সালের ৮ই জানুয়ারি বিশ্বের স্থায়ী শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষা এবং ইউরোপের পুনঃগঠনের উদ্দেশ্যে মার্কিন মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট উড্রো উইলসন  তার ঐতিহাসিক ‘ চোদ্দো দফা নীতি ‘ ঘোষণা করেন।

চোদ্দো দফা নীতির শর্তগুলিঃ 

১. গোপন কূটনীতি ত্যাগ করে খোলাখুলি বৈদেশিক নীতি রুপায়ন করা।

২. যুদ্ধ ও শান্তির সময় দেশের উপকূল ছাড়া সমগ্র সমুদ্রকে উন্মুক্ত রাখা।

৩. আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিধিনিষেধ রহিত করা।

৪. দেশের অভ্যন্তরীণ চাহিদা ছাড়া অস্ত্র উৎপাদন হ্রাস।

৫. উপনিবেশে বসবাসকারী মানুষের স্বার্থ বিবেচনা করা।

৬. রাশিয়াকে তার হৃত অঞ্চল ফিরিয়ে দিয়ে স্বাধীনরূপে গড়ে উঠতে সাহায্য করা।

৭. বেলজিয়ামকে স্বাধীন রাষ্ট্র রূপে প্রতিষ্ঠা করা।

৮. আন্তর্জাতিক বাণিজ্যের ওপর বিধিনিষেধ হ্রাস করা।

৯. শিল্প – সমৃদ্ধ আলসাস – লোরেন ফ্রান্সকে ফিরিয়ে দেওয়া।

১০. ইটালির রাজ্যসীমা পুনর্গঠন  করা।

১১. স্বাধীন রাজ্য হিসাবে পোল্যান্ডের পুনর্গঠন করা।

১২. অষ্ট্রিয়া – হাঙ্গেরিকে স্বায়ত্বশাসন অধিকার প্রদান করা।

১৩. তুরস্কের অ-মুসলিমদের স্বায়ত্বশাসন এবং দার্দানালিস প্রণালীতে নিরপেক্ষ অঞ্চল হিসেবে চিহ্নিত করা।

১৪. বিশ্বের সমস্ত রাষ্ট্রের স্বাধীনতা বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তোলা।

মূল্যায়নঃ

উড্রো উইলসন আশা প্রকাশ করেছিলেন যে, তার চোদ্দো দফা নীতি – র ভিত্তিতে নতুন পৃথিবী গড়ে তোলা হবে। কিন্তু বাস্তবে নানা প্রতিবন্ধকতায় তা মেনে চলা সম্ভব হয়নি।

আরো পড়ুন সিন্ধুতীরে কবিতার ছোট প্রশ্নোত্তর – মাধ্যমিক বাংলা

 

অবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে এই উড্রো উইলসনের চোদ্দো দফা নীতি এর পুরো আর্টিকেলটি পড়ার জন্য, এভাবেই চিরদিন আর্টস স্কুল ডট ইন এর পাসে থেকে তোমাদের সাপোর্ট দেখিয়ো যাতে ভবিষ্যতে এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরতে পারি এবং সেগুলো পড়ে তোমরা তোমাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারো।

Comments 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!