Menu

জাতিসংঘ এবং সন্মিলিত জাতিপুঞ্জ SAQ নবম শ্রেণি ইতিহাস

জাতিসংঘ এবং সন্মিলিত জাতিপুঞ্জ SAQ; আজকের এই আর্টিকেলে আমরা নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পরিষদের অন্তর্গত নবম শ্রেণীর ইতিহাস সিলেবাসের একদম শেষ অধ্যায় জাতিসংঘ এবং সন্মিলিত জাতিপুঞ্জ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি যা তোমাদের আগামী বার্ষিক পরিক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ; তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নোত্তর গুলি-

জাতিসংঘ এবং সন্মিলিত জাতিপুঞ্জ SAQ; পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ; নবম শ্রেণি; ইতিহাস গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর;

১. কাকে জাতিসংঘের জনক বলা হয়?

উত্তরঃ মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন কে জাতিসংঘের জনক বলা হয়ে থাকে।

২. কবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯১৯ খ্রিষ্টাব্দের ২৮শে এপ্রিল জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।

৩. কবে প্রথম লিগের অধিবেশন বসে?

উত্তরঃ ১৯২০ খ্রিষ্টাব্দের ১০ই জানুয়ারী প্রথম লিগের অধিবেশন বসে।

৪. চোদ্দ দফা আইন অথবা চোদ্দ দফা শর্ত কে জারী করেছিলেন?

উত্তরঃ মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন চোদ্দ দফা আইন অথবা চোদ্দ দফা শর্ত জারী করেছিলেন।

৫. কী কী নিয়ে জাতিসংঘ গড়ে উঠেছিল?

উত্তরঃ জাতিসংঘ মূলত একটি সাধারণ সভা, একটি পরিষদ বা কাউন্সিল এবং একটি সচিবালয় নিয়ে গড়ে উঠেছিল।

৬. জাতিসংঘের প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় স্থাপিত হয়েছিল?

উত্তরঃ জাতিসংঘের প্রধান কার্যালয় বা সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে স্থাপিত হয়।

৭. লিগের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী অংশের নাম কী?

উত্তরঃ লিগের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী অংশের নাম সাধারণ সভা।

৮. লিগের যাবতীয় কাজকর্ম পরিচালনা করত কে?

উত্তরঃ লিগের যাবতীয় কাজকর্ম পরিচালনা করত লিগ পরিষদ।

৯. কতজন সদস্য নিয়ে লিগ পরিষদ গড়ে উঠেছিল?

উত্তরঃ প্রথমে ৫জন স্থায়ী ও ৪ জন অস্থায়ী সদস্য নিয়ে লিগ পরিষদ গঠিত হয়েছিল।

১০. লিগ পরিষদের ৫ জন স্থায়ী সদস্যের নাম লেখ?

উত্তরঃ লিগ পরিষদের ৫ জন স্থায়ী সদস্য হল- ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, জাপান ও আমেরিকা। জদিও পরবর্তিকালে রাশিয়া এই স্থায়ী সদস্য পদ লাভ করতে সক্ষম হয়।

আরো পড়ুনঃ প্রথম বিশ্ব যুদ্ধের কারন গুলি সংক্ষেপে আলোচনা করে লেখ? অথবা প্রথম বিশ্ব যুদ্ধের প্রধান প্রধান কারন গুলি কি ছিল?

১১. পরবর্তিকালে লিগের সদস্য পদ কত হয়?

উত্তরঃ পরবর্তিকালে লিগের স্থায়ী ৬ জন এবং অস্থায়ী ৯ জন মিলিয়ে মোট ১৫ জন সদস্য হয়।

১২. লিগ পরিষদের প্রধান কাজ কী?

উত্তরঃ লিগ পরিষদের প্রধান প্রধান কাজগুলি হল- আন্তর্জাতিক সন্মেলন আহবান করা, আন্তর্জাতিক সমস্যার সমাধান, আন্তর্জাতিক গণ্ডগোলের মীমাংসা এবং যুদ্ধ বন্ধের উপায় নির্ধারণ করা।

১৩. লিগের প্রথম সচিব কে ছিলেন?

উত্তরঃ লিগের প্রথম সচিব ছিলেন – স্যার এরিক ড্রমন্ড।

১৪. আন্তর্জাতিক বিচারালয়ের কাজ কি?

উত্তরঃ আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান প্রধান কাজগুলি হল – আন্তর্জাতিক বিরোধের মীমাংসা, আন্তর্জাতিক আইন ও চুক্তির ব্যাক্ষা, বিচার এবং নিষ্পত্তি করা।

১৫. আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

উত্তরঃ আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয় নেদারল্যান্ডের রাজধানী হেগ শহরে অবস্থিত।

১৬. জাতিসংঘের প্রধান কাজ কী?

উত্তরঃ জাতিসংঘের প্রধান কাজ হল- বিশ্বশান্তি ও নিরাপত্তা বজায় রাখা।

১৭. জেনেভা প্রটোকল কবে রচিত হয়?

উত্তরঃ ১৯২৪ খ্রিষ্টাব্দে জাতিসংঘের তত্ত্বাবধানে জেনেভা প্রটোকল রচিত হয়।

১৮. লোকার্নো চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

উত্তরঃ ১৯২৫ খ্রিষ্টাব্দে লোকার্নো চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল?

উত্তরঃ ১৯৩৯ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল।

২০. কবে লিগের অবলুপ্তি ঘটে?

উত্তরঃ ১৯৩৯ খ্রিষ্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে লিগের অবলুপ্তি ঘটে।

আরো পড়ুনঃ টীকা লেখ বাস্তিল দূর্গের পতন অথবা ফরাসি ক্ষিপ্ত জনতা কেন বাস্তিল দুর্গ আক্রমণ করে এবং তার পতন ঘটায় সংক্ষেপে আলোচনা করে লেখ।

২১. UNO এর পুরো কথা কী?

উত্তরঃ UNO এর পুরো কথা United Nations Organization বা সন্মিলিত জাতিপুঞ্জ।

২২. কবে সন্মিলিত জাতিপুঞ্জ বা United Nations Organization গঠিত হয়?

উত্তরঃ ইংল্যান্ড, আমেরিকা এবং রাশিয়ার প্রচেষ্টায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ১৯৪৫ খ্রিষ্টাব্দের ২৪শে অক্টোবর সন্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়।

২৩. লন্ডন ঘোষণাপত্র কবে জারী করা হয়?

উত্তরঃ ১৯৪১ খ্রিষ্টাব্দে লন্ডন ঘোষণাপত্র জারী করা।

২৪. আটলান্টিক সনদ কবে অনুষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৪১ খ্রিষ্টাব্দের ৯ই আগস্ট আটলান্টিক সনদ অনুষ্ঠিত হয়।

২৫. কোন জাহাজে আটলান্টিক সনদ প্রকাশিত হয়?

উত্তরঃ প্রিন্স অব ওয়েলস নামক জাহাজে আটলান্টিক সনদ প্রকাশিত হয়।

২৬. ইয়াল্টা সন্মেলন কবে অনুষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৪৫ খ্রিষ্টাব্দে ইয়াল্টা সন্মেলন অনুষ্ঠিত হয়।

২৭. কবে জার্মানী মিত্রপক্ষের কাছে আত্ম-সমর্পন করে?

উত্তরঃ ১৯৪৫ খ্রিষ্টাব্দের ৭ই মে জার্মানী মিত্রপক্ষের কাছে আত্ম-সমর্পন করে।

২৮. পটসডাম সন্মেলন কবে অনুষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৪৫ খ্রিষ্টাব্দে পটসডাম সন্মেলন অনুষ্ঠিত হয়।

২৯. সনদ কাকে বলা হয়?

উত্তরঃ সন্মিলিত জাতিপুঞ্জের সংবিধান বা শাসন তন্ত্রকে সনদ বা Charter বলা হয়ে থাকে।

৩০. সন্মিলিত জাতিপুঞ্জের সনদে কটি অধ্যায় ও কটি ধারা ছিল?

উত্তরঃ সন্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট ১৯টি অধ্যায় এবং ১১১টি ধারা ছিল।

আরো পড়ুনঃ টীকা লেখ উড্রো উইলসনের চোদ্দ দফা আইন অথবা মার্কিন প্রসিডেন্টের চোদ্দ দফা আইন সম্পর্কে যা জানো সংক্ষেপে আলোচনা করে লেখ।

৩১. কাকে জাতিপুঞ্জের আয়না বলা হয়ে থাকে?

উত্তরঃ প্রস্তাবনাকে জাতিপুঞ্জের আয়না বলা হয়ে থাকে।

৩২. প্রথমে মোট কটি দেশ নিয়ে সন্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়েছিল?

উত্তরঃ পথেছিল বিশ্বের মোট ৫১টি দেশ নিয়ে সন্মিলিত জাতিপুঞ্জ গড়ে উঠেছিল।

৩৩. বর্তমানে সন্মিলিত জাতিপুঞ্জের মোট সদস্য সংখ্যা কত?

উত্তরঃ বর্তমানে বিশ্বের মোট ১৯৩টি দেশ সন্মিলিত জাতিপুঞ্জের একটিভ সদস্য।

৩৪. কবে UNO DAY বা সন্মিলিত জাতিপুঞ্জ দীবস পালন করা হয়ে থাকে?

উত্তরঃ প্রতিবছর ২৪শে অক্টোবর দিনটিকে UNO DAY বা সন্মিলিত জাতিপুঞ্জ দীবস হিসাবে পালন করা হয়ে থাকে।

৩৫. FAO এর পুরো কথা লেখ।

উত্তরঃ FAO এর পুরো কথা- Food and Agricultural Organization.

৩৬. UNESCO এর পুরো কথা কী?

উত্তরঃ UNESCO এর পুরো কথা United Nation Educational Scientific of Cultural Organization.

৩৭. WHO এর পুরো কথা লেখ।

উত্তরঃ WHO এর পুরো কথা World Health Organization.

৩৮. IMF এর পুরো নাম কী?

উত্তরঃ IMF এর পুরো নাম International Monetery Fund.

৩৯. UNICEF এর পুরো কথা লেখ।

উত্তরঃ United Nation International Children Emergency Fund.

৪০. WB এর পুরো নাম কী লেখ।

উত্তরঃ WB এর পুরো কথা হল- World Bank.

৪১. সন্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের লেখ।

উত্তরঃ সন্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম অ্যান্টানিও গুটার।

আরো পড়ুনঃ রাশিয়ায় বলশেভিক বিপ্লবের প্রভাব আলোচনা করো।

জাতিসংঘ এবং সন্মিলিত জাতিপুঞ্জ SAQ নবম শ্রেণি ইতিহাস
জাতিসংঘ এবং সন্মিলিত জাতিপুঞ্জ SAQ নবম শ্রেণি ইতিহাস

বিঃ দ্রঃ আমাদের আজকের জাতিসংঘ এবং সন্মিলিত জাতিপুঞ্জ SAQ প্রশ্নোত্তর গুলি তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে। তোমাদের তাই বলা হচ্ছে পরিক্ষায় ভালো ফল করতে হলে অবশ্যই এই জাতিসংঘ এবং সন্মিলিত জাতিপুঞ্জ SAQ গুলি ভালো করে পরতে হবে; তাঁর সাথে সাথে অবশ্যই তোমাদের যে পাঠ্যবই রয়েছে সেটাও কিন্তু ভালো করে পরবে।

এছারাও যদি ইতিহাসের জাতিসংঘ এবং সন্মিলিত জাতিপুঞ্জ অধ্যায় থেকে অতিরিক্ত কোনোরকম প্রশ্নোত্তর নিয়ে আলোচনা তোমাদের প্রয়োজন হয়; তাহলে নীচে কমেন্ট করে জানিও; আমরা অবশ্যই চেষ্টা করবো তোমাদের সেই বিষয়টি নিয়ে আলোচনা করার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!