Menu

জাতীয়তাবাদের বৈশিষ্ট্য গুলো কি কি

জাতীয়তাবাদের বৈশিষ্ট্য গুলো কি কি; আজকের আমাদের এই আর্টিকেলে আমরা তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি; বিশেষত পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা পরিষদের (WBCHSE) একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের জাতীয়তাবাদ, জাতীয় রাষ্ট্র অধ্যায়ের একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন- জাতীয়তাবাদ এর বৈশিষ্ট্য গুলো কি কি তা বিষদে আলোচনা করো। যা তোমাদের আগামী পরীক্ষার জন্য প্রয়োজনীয়। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নের উত্তরটি –

প্রশ্নঃ জাতীয়তাবাদের বৈশিষ্ট্য গুলো কি কি তা বিশদে আলোচনা করো.

জাতীয়তাবাদ হল এমন একটি মতাদর্শ যা জাতির আত্মপ্রতিষ্ঠার দাবী কে বাস্তবায়িত করে.  কোন সমাজের মধ্যে বংশ, ধর্ম, ভাষা সাহিত্য, সংস্কৃতি প্রভৃতি নানা কারনে যখন গভীর একাত্মবোধ সৃষ্টি হয় এবং এই একাত্মবোধ এর জন্য জনসমাজের প্রত্যেকে যখন সুখ দুঃখ, ন্যায় অন্যায়, মান অপমানের সমান অংশীদার বলে মনে করে তখন জাতীয়তাবোধের জন্ম হয়।

জাতীয়তাবাদের বৈশিষ্ট্য গুলো কি কি তা বিশদে আলোচনা করো
জাতীয়তাবাদের বৈশিষ্ট্য গুলো কি কি তা বিশদে আলোচনা করো
 জাতীয়তাবাদের বৈশিষ্ট্যঃ 

জাতীয়তাবাদের একাধিক বৈশিষ্ট্য লক্ষণীয়, যার মধ্যে কয়েকটি সম্পর্কে নিচে  উল্লেখ করা হলো যেগুলো সম্পর্কে আমাদের জ্ঞান থাকা আবশ্যক; ক) ঐতিহাসিক অপরিবর্তনশীল প্রকৃতি। খ) বিবিধ রূপে বিষয় গুলি প্রকাশিত হয়। গ) ভাবগত ঐক্যের সহায়ক। ঘ) রাষ্ট্রের মুখ্য উপাদান হিসেবে বিবেচিত হয়। ঙ) এখানে গণ সার্বভৌমিকতার আদর্শ স্বীকৃত। চ) নেতিবাচক ও ইতিবাচক উভয় দিকের অস্তিত্ব বিদ্যমান। ছ) মুক্তির দিশারী হয়ে কাজ করে। জ) জাতি অভিমানের প্রতীক এবং ঝ) আন্তর্জাতিক সমপ্রীতির সহায়ক।

 আদর্শ জাতীয়তাবাদের মূল কথাঃ

আদর্শ জাতীয়তাবাদ বলতে আমরা যা বুঝি তা হল; নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও। আদর্শ জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার পরিপূরক। কিন্তু উগ্র জাতীয়তাবাদ বিকৃত জাতীয়তাবাদের রুপ নেয়। তবুও বিশ্ব শান্তি ও মানব সভ্যতার সংরক্ষক।

 

আরো পড়ুন – বর্তমানে জাতী ও রাষ্ট্র এর ভূমিকা কতখানি তা বিশদে আলোচনা করো।

 

বিঃ দ্রঃ আমাদের এই ব্লগ অর্থাৎ  আর্টস স্কুল ডট ইন  এর আজকের আলোচনার বিষয় ছিল  একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন;  যা কিনা জাতীয়তাবাদের বৈশিষ্ট্য গুলো কি কি তা বিশদে আলোচনা করো। আজকের এই প্রশ্নটির উত্তর তৈরি করার জন্য আমাদের কিছু রেফারেন্স বইয়ের সাহায্য নিতে হয়েছে;  যদিও এর জন্য আমাদের তরফ  থেকে কোন প্রকাশকের সঙ্গে যোগাযোগ করা হয়ে ওঠেনি;  তাই আমাদের আজকের এই আর্টিকেলটি নিয়ে আপনাদের কারো যদি কোন রকম সমস্যা থেকে থাকে তাহলে আমাদের ইমেইল করুন [email protected]  এই ঠিকানায়;  আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার সমস্যা দূর করার। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!