Menu

জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নোত্তর

জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ; আজকের আমাদের এই আর্টিকেলের আলোচনার মূল বিষয় হল জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও তাদের উত্তর, যা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজকের জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ অধ্যায়ের ছোট প্রশ্ন উত্তর গুলি ভালো করে পড়ে নিলে আপনাদের কোনো অসুবিধার কথা নয়।

তবে সবার আগে আপনাদের বা তোমাদের কাছে একটাই অনুরোধ যে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ এর গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তরগুলি পড়ার আগে একটিবার WBBSE BOARD নির্দেশিত তোমাদের পাঠ্য বই থেকে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ অধ্যায়টি পড়ে নিও যাতে প্রশ্ন উত্তরগুলি বুঝতে তোমাদের কোনো অসুবিধা না হয়।

 জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ অধ্যায়ের কীছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নোত্তর।

জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ

অষ্টম শ্রেণী

 

) জাতীয় কংগ্রেস কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৮৫ খ্রিষ্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।

) জাতীয় কংগ্রেস এর প্রথম অধিবেশন কোথায় ঘটেছিল?

উঃ বোম্বাইতে(১৮৮৫খ্রিঃ) প্রথম জাতীয় কংগ্রেস এর অধিবেশন বসেছিল।

) সভাসমিতির যুগ বলতে কী বোঝায়?

উঃ মূলত কলকাতা বোম্বাই ও মাদ্রাস প্রেসিডেন্সি তিনটিতে আঞ্চলিক গোষ্টিস্বার্থকে প্রাধান্য দিয়ে আরও অনেক সভাসমিতি গড়ে উঠতে থাকে ১৮৫৭ খ্রিস্টাব্দ থেকে ১৮৫৮ খ্রিষ্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে তাই অনেকেই সভাসমিতির যুগ বলেছেন।

জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ
জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ

) ভারতসভা কে প্রতিষ্ঠা করেন?

উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু (১৮৭৬খ্রিঃ)ভারতসভাপ্রতিষ্ঠা করেন।

) জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হন কে?

উঃ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হন ।

) জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়?

উঃ অ্যালান অক্টোভিয়ান হিউমকে জাতীয় কংগ্রেসের জনক বলা হয়।

) বিধির বিধান বলতে কাকে বোঝানো হয়েছে?

উঃ ব্রিটিশ শাসককে(অধিকান্ত নরমপন্থীদের কাছে) বিধির বিধান বলে বোঝানো হত।

) বঙ্গভঙ্গ আন্দোলনের সিদ্ধান্ত  কে নিয়েছিলেন?

উঃ লর্ড কার্জন বঙ্গভঙ্গ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিলেন।

 আরো পড়ুন মেঘ বৃষ্টি অষ্টম শ্রেণীর ভূগোল, ছোট প্রশ্নোত্তর

) কে কাদের পৌরুষহীন জাতি বলে বর্ণনা করত?

উঃ উপনিবেশিক সরকার ভারতীয়দের পৌরুষহীন জাতি বলে বর্ণনা করত।

১০) শিবাজি উৎসব কার নেতৃত্বে চালু হয়?

উঃবালগঙ্গাধর তিলকের নেতৃত্বে শিবাজি উৎসব চালু হয় ।

১১) স্বরাজ আমার জন্মগত অধিকার আমরা তা অর্জন করবউক্তিটির বক্তা কে?

উঃ স্বরাজ আমার জন্মগত অধিকার আমরা তা অর্জন করব- উক্তিটির বক্তা বালগঙ্গাধর তিলক।

১২) হিউমের আত্মজীবনী কে লেখেন?

উঃ হিউমের আত্মজীবনী উইলিয়াম অয়েডার বার্ন লেখেন।

১৩) হিউমের আত্মজীবনী কী নামে পরিচিত?

উঃ হিউমের আত্মজীবনী হিউম-ডাফরিন ষড়যন্ত্রতত্ত্ব।

১৪) নরমপন্থী কাদের বলা হত?

উঃ প্রথম দু-দশকের কার্যকলাপের নিরিখে বিচার করলে কংগ্রেসের আদিপর্বের নেতৃত্বকে নরমপন্থী বলা হয়।

১৫) অর্থনৈতিক জাতীয়তাবাদে কাদের ভূমিকা উল্লেখযোগ্য?

উঃ অর্থনৈতিক জাতীয়তাবাদে দাদাভাই নৌরজি, মহাদেব গোবিন্দ রানাডে, রমেশচন্দ্র দত্তের ভূমিকা উল্লেখযোগ্য।

আরো পড়ুন ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া প্রশ্নোত্তর অষ্টম শ্রেণী

১৬) বিপ্লববাদের জনক কাকে বলা হয়?

উঃ বালগঙ্গাধর তিলককে বিপ্লববাদের জনক বলা হয় ।

১৭) লাল বাল পাল বলতে কী বোঝ?

উঃ বিপিনচন্দ্র পাল, বালগঙ্গাধর তিলক ও লালা লাজপত রায় এদের তিনজনকে একসঙ্গে লাল-বাল-পাল বলা হয়।

১৮) জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কত খ্রিঃ ঘটেছিল?

উঃ ১৯০৭ খ্রিঃ জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন বসেছিল ।

১৯) কত খ্রিঃ বঙ্গ লক্ষী পাট মীল চালু হয়?

উঃ ১৯০৬ খ্রিঃ বঙ্গ লক্ষী পাট মীল চালু হয়।

২০) বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মা সিউটিক্যাল ওয়ার্ক এর প্রতিস্টাতা কে?

উঃ বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মা সিউটিক্যাল ওয়ার্ক এর প্রতিস্টাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়।

২১) জাতীয় শিক্ষা পরিষদ কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

উঃ জাতীয় শিক্ষা পরিষদ ১৯০৬ খ্রিঃ( national council of education) প্রতিষ্ঠিত হয়।

২২) জাতীয় কংগ্রেসের প্রথম প্রতিস্টিত সমিতির নাম কী?

উঃ জাতীয় কংগ্রেসের প্রথম প্রতিস্টিত সমিতির নাম অনুশীলন সমিতি।

আরো পড়ুন শিলা অধ্যায়ের ছোট প্রশ্নোত্তর, অষ্টম শ্রেণী ভূগোল

২৩) প্রথম অনুশীলন সমিতি কত খ্রিঃ প্রতিষ্ঠিত হয়?

উঃ প্রথম অনুশীলন সমিতি ১৯০২ খ্রিঃ( সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন) প্রতিষ্ঠিত হয়।

২৪) ঢাকাই তৈরি অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে?

উঃ ঢাকাই তৈরি অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কুলিনবিহারী দাস (১৯০৬ খ্রিঃ)।

২৫) বঙ্গভঙ্গ আন্দোলন কত খ্রিষ্টাব্দে শুরু হয়?

উঃ বঙ্গভঙ্গ আন্দোলন ১৯০৫ খ্রিঃ শুরু হয় ।

২৬) বাংলার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার উদ্যোগ কারা কারা নেন?

উঃ ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী( এর কারনে ক্ষুদিরামকে ১৯০৮ খ্রিঃ ফাঁসি দেওয়া হয়) বাংলার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার উদ্যোগ নেন।

আরো পড়ুন উপনিবেশিক অর্থনীতির চরিত্র অষ্টম শ্রেণী ছোট প্রশ্নোত্তর

২৭) বঙ্গভঙ্গ কত খ্রিষ্টাব্দে রোধ হয়?

উঃ ১৯১১ খ্রিষ্টাব্দে বঙ্গভঙ্গ রোধ হয়।

২৮) বাঘাযতীন নামে কে পরিচিত?

উঃ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় পরিচিত।

২৯) গদর কথার অর্থ কী?

উঃ গদর কথার অর্থ  বিদ্রোহ।

৩০) কে বাংলাকে দুভাগ করতে চেয়েছিল?

উঃ লর্ড কার্জন বাংলাকে দুভাগ করতে চেয়েছিল।

আরো পড়ুন অস্থিত পৃথিবী অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর

অবশেষে আপ্নাকে/তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় করে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ অধ্যায়ের এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি পুরো পড়ার জন্য। এভাবেই চিরকাল www.artsschool.in এর পাশে থেকে তোমাদের সাপোর্ট দেখিয়ো যাতে ভবিষ্যতে আমরা জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ এর গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নোত্তরের মতো আরো উন্নত মানের তথ্য তোমাদের সামনে তুলে ধরতে পারি।

বিঃ দ্রঃ জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নোত্তরগুলি কিছু অভিজ্ঞ শিক্ষক ও পাঠ্যবইয়ের সাহায্যে তৈরি করা হয়েছে। যদিও শিক্ষকদের কাছ থেকে অনুমতি নেওয়া হলেও পুস্তক প্রকাশকদের সাথে যোগাযোগ করা সম্বভ হয়ে ওঠেনি। তায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ অধ্যায়ের এই প্রশ্নোত্তর গুলি নিয়ে আপনাদের কারো যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তবে আমাদের জানান আপনার কথা ইমেল এর মাধ্যমে। আমাদের ইমেল ঠিকানা- [email protected]  ধন্যবাদ 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!