Menu

জাতী ও রাষ্ট্র সমার্থক কিনা আলোচনা করো

জাতী ও রাষ্ট্র সমার্থক কিনা; আজকের আমাদের এই আর্টিকেলের আলোচনার বিষয় হল  পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা পরিষদের (WBCHSE)  একাদশ শ্রেণির  রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অন্তর্গত জাতীয়তাবাদ,  জাতি ও রাষ্ট্র অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার যথার্থ উত্তর;  যা তোমাদের আগামী বার্ষিক পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ.  তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নোত্তরটি-

প্রশ্নঃ জাতী ও রাষ্ট্র সমার্থক কিনা আলোচনা করো। 

উত্তরঃ অনেক সময় জাতীয় রাষ্ট্রের ধারণা কে সমার্থক ভাবা হয়. কিন্তু আসলে জাতীয় রাষ্ট্র শব্দটি অর্থগত দিক থেকে সম্পূর্ণ আলাদা.  জাতি বলতে মূলত সাংস্কৃতিক বা জীবন ধারণাগত মিলের ভিত্তিতে ঐক্যবদ্ধ ও রাজনৈতিকভাবে সচেতন জনসমষ্টিকে বোঝায়.  অন্যদিকে একই ভাষা ধর্ম ইতিহাস ইত্যাদি যারা ব্যবহার করেন অথবা একই ভৌগলিক অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করার কারণে যখন একটি জনসমষ্টি ঐতিহ্যের ও মূল্যবোধের অংশীদার হয় এবং রাজনৈতিক স্বাতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ব্যক্ত করে তখন সেই জনসমষ্টিকে আমরা একটি জাতি বলে চিহ্নিত করে.

জাতী ও রাষ্ট্র সমার্থক কিনা আলোচনা করো।
জাতী ও রাষ্ট্র সমার্থক কিনা আলোচনা করো।

কিন্তু অন্যদিকে,  রাষ্ট্র একটি পুরোপুরি রাজনৈতিক সংঘ বা প্রতিষ্ঠানের.  রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল রাষ্ট্র একটি নির্দিষ্ট ভূখন্ড একটি সার্বভৌম ক্ষমতা  বা সর্বোচ্চ  ও অনিয়ন্ত্রিত ক্ষমতা ভোগ করে.  সব জাতি রাষ্ট্র গঠন করে বা করতে চায়.  সব জাতির রাজনৈতিক ক্ষমতা  বা আত্মনিয়ন্ত্রণের অধিকার এর প্রয়োজন  কিন্তু সব রাষ্ট্র জাতি নয়.  বহু জাতি আছে যারা রাষ্ট্র গঠন করতেই পারেনি.  আবার বহু রাষ্ট্র আছে যেগুলি বহুজাতিক.  তথাপি একথা বলতেই হবে যে বর্তমানে জাতীয় রাষ্ট্র দুটোই প্রয়োজন।  একটি যেন অন্যটির পরিপূরক হিসেবে অবস্থান করে বর্তমান বিশ্ব সমাজে অবস্থান করছে।  তাই বলা যায় জাতি ছাড়া যেমন একটা রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয়,  তেমনি রাষ্ট্র ছাড়াও একটি জাতির অস্তিত্ব খানিকটা মানানসই।

 

আরো পড়ুনজাতীয়তাবাদের বৈশিষ্ট্য গুলো কি কি তা বিশদে আলোচনা করো.

 

বিঃ দ্রঃ  আজকে আমাদের  আর্টস স্কুল ডট ইন  এর এই আর্টিকেলের আলোচনার বিষয় ছিল জাতী ও রাষ্ট্র সমার্থক কিনা?  যেটি তৈরি করার জন্য আমাদের কিছু রেফারেন্স বইয়ের সাহায্য নিতে হয়েছে.  যদি এর জন্য আমাদের তরফ থেকে কোনো প্রকাশকের সঙ্গে যোগাযোগ করা হয়ে ওঠেনি;  তাই আমাদের আজকের এই আর্টিকেলটি নিয়ে আপনাদের কারো যদি কোনরকম সমস্যা হয়ে থাকে;  তাহলে আমাদের ইমেইল করুন [email protected]  এই ঠিকানায় আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার সমস্যা দূর করার।  ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!