Menu

তুলনামূলক ভাষাবিজ্ঞানের বৈশিষ্ট্য

তুলনামূলক ভাষাবিজ্ঞানের সংজ্ঞা, বৈশিষ্ট্য; আমাদের আজকের এই আর্টিকেলের আলোচনার বিষয় হল দ্বাদশ শ্রেণীর বাংলা সিলেবাসের ভাষাবিজ্ঞান ও তার শাখার দুটি গুরুত্বপূর্ণ প্রস্ন ও তাদের উত্তর, যেগুলি হল – তুলনামূলক ভাষাবিজ্ঞানের বৈশিষ্ট্য নির্দেশ করো? এবং ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের বৈশিষ্টগুলি সূত্রাকারে লেখো, যা তোমাদের আগামী পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নোত্তরগুলিঃ

 

প্রশ্নঃ তুলনামূলক ভাষাবিজ্ঞানের সংজ্ঞা ও বৈশিষ্ট্য নির্দেশ করো?

উত্তরঃ পৃথিবীতে প্রচলিত একাধিক ভাষার মধ্যে তুলনা করে তাদের উৎস, অতীত রূপ প্রকৃতি ও ক্রমবিকাশের ধারা নিয়ে ভাষাবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় তুলনামূলক ভাষা বিজ্ঞান।

তুলনামূলক ভাষাবিজ্ঞানের বৈশিষ্ট গুলি নীচে ব্যাখ্যা করা হল –

১) তুলনামূলক ভাষা বিজ্ঞান পূর্বে ভাষা তত্ত্ব নামে পরিচিত ছিল বলে প্রাচীন ভাষার ঐতিহ্য, উপাদান সংস্কৃতি বিষয়ে খুব খতিয়ে দেখা হত। কিন্তু এখন তুলনামূলক ভাষাবিজ্ঞানে যে কোনো ভাষার ভাষাগত বিশ্লেষণ করা হয়ে থাকে।

২) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান যেমন ভাষার শব্দ বা ধ্বনির উৎস ইতিহাস ও ক্রমবিকাশের ধারা নিয়ে আলোচনা করে তেমনি তুলনামূলক ভাষাবিজ্ঞান ও এই সকল বিষয় নিয়ে আলোচনা করে থাকে।

৩) তুলনামূলক ভাষা বিজ্ঞান কোনো ভাষার আলোচনা প্রসঙ্গে তার দূর বা নিকট সম্পর্কিত ওপর ভাষার সঙ্গেও তার সম্পর্ক আলোচনা করে।

তুলনামূলক ভাষাবিজ্ঞানের বৈশিষ্ট্য নির্দেশ করো?ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের বৈশিষ্ট
তুলনামূলক ভাষাবিজ্ঞানের বৈশিষ্ট্য নির্দেশ করো?ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের বৈশিষ্ট

প্রশ্নঃ ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের বৈশিষ্টগুলি সূত্রাকারে লেখো।

ভাষাবিজ্ঞানের যে শাখায় কোনো ভাষার উৎস ইতিহাস, ক্রমবিবর্তনের রূপরেখা কালক্রমিক দৃষ্টিতে আলোচনা করা হয় তাকে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান বলে।

ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের বৈশিষ্টগুলি নীচে একে একে আলোচনা করা হলঃ

১) ভাষার ইতিহাস রচনা করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে নানা তথ্য প্রমান, প্রাচীন পুঁথি ইত্যাদির সাহায্য নেওয়া হয়।

২) ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের এই পদ্ধতির মাধ্যমে ভাষার উৎস, ইতিহাস, ক্রমবিবর্তনের রূপ প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়।

৩) এই পদ্ধতিতে ভাষার বিশ্লেষণ একটি কালের মধ্যে সীমাবদ্ধ না থেকে অতিক্রম করে যায়।

৪) আধুনিককালে ব্যবহৃত কোনো বাংলা শব্দের আদি রূপ কী ছিল, কেমনভাবে তা ক্রমিক রূপান্তরের মাধ্যমে বর্তমান রূপটি লাভ করলো তা আলোচনা করে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান।

 

আরো পড়ুন ভাষাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর

 

বিঃ দ্রঃ এই আর্টিকেলের তুলনামূলক ভাষাবিজ্ঞানের বৈশিষ্ট্য নির্দেশ করো? এবং ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের বৈশিষ্ট গুলি সূত্রাকারে লেখো প্রশ্নোত্তর গুলি কিছু অভিজ্ঞ শিক্ষক ও কিছু বইয়ের সাহায্যে এবং নিজের চেষ্টায় তৈরি। শিক্ষকদের অনুমতি নেওয়া হলেও প্রকাশকদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়ে ওঠেনি। এবিষয়ে আপনাদের কারো যদি কোনো অসুবিধা থাকে তবে যোগাযোগ করুন আমাদের সাথে এবং জানান আপনার কথা। আমাদের ইমেল [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!