দশকুমারচরিতম সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ; আজকের আমাদের আর্টিকেলের আলোচনার বিষয় দশকুমারচরিতম সংক্ষিপ্ত প্রশ্নোত্তর যা WBCHSE Board এর একাদশ শ্রেণীর সংস্কৃত সিলেবাসের অন্তর্গত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাইতো আমরা এই দশকুমারচরিতম সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলি তৈরি করেছি যাতে তোমাদের বার্ষিক পরীক্ষায় কোনো সমস্যা না হয়।
দশকুমারচরিতম সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
১. পুস্পপুরী নগরীর অসংখ্য বিপণিতে কী ছিল?
উত্তরঃ পুস্পপুরী নগরীর অসংখ্য বিপণিতে বিক্রয়ের জন্য অগণিত রত্নরাশি ছিল।
২. রাজহংস কে ছিলেন?
উত্তরঃ মগধের রাজা রাজহংস সমুদ্রবেলাভূমির মেঘলাসদৃশ পৃথিবীর অধীশ্বর ছিলেন।
৩. মগধরাজ ও মালবরাজের যুদ্ধের পরিনতি কী হয়েছিল?
উত্তরঃ মগধরাজ ও মালবরাজের যুদ্ধে উভয়পক্ষের বহুসেনা হতাহত হয়েছিল।
৪. দশকুমারচরিতম – এর কটি ভাগ আছে?
উত্তরঃ দশকুমারচরিতম – এর মোট তিনটি ভাগ আছে পূর্বপীঠিকা, মূল অংশ এবং উত্তর পীঠিকা।
৫. মগধরাজের মন্ত্রিদের নাম নাম কী?
উত্তরঃ মগধরাজের মন্ত্রীদের নাম – ধর্মপাল, পদ্মোদ্ভব ও সিতবর্মা।
৬. ত্রিবিক্রম – কোন দেবতার উপাধি?
উত্তরঃ ত্রিবিক্রম – ভগবান বিষ্ণুর উপাধি।
৭. দশকুমারচরিতম – এর পূর্বপীঠিকার প্রথম উচ্ছ্বাসের নামান্তর কী?
উত্তরঃ দশকুমারচরিতম এর পূর্বপীঠিকার প্রথম উচ্ছ্বাসের নামান্তর ‘কুমারোৎপত্তিঃ।‘
৮. চতুরঙ্গ সেনা বলতে কী বোঝায়?
চতুরঙ্গ সেনা বলতে বোঝায় রথ, অশ্ব, হস্তী ও পদাতিক।
৯. দণ্ডীর রচনার বিশিষ্ট কী?
উত্তরঃ দণ্ডীর রচনার বিশিষ্ট হল তাঁর পদলালিত্য।
১০. মগধের রাজধানীর নাম কী ছিল? সেটি কেমন নগরী ছিল?
উত্তরঃ মগধের রাজধানীর নাম ছিল পুস্পপুরী, সেটি সমস্ত নগরীর আদর্শ স্বরূপ ছিল।
Read More তেলেনাপোতা আবিষ্কার বড়ো প্রশ্নোত্তর একাদশ শ্রেণী
১১. মগধরাজের মহিষীর নাম কী? তিনি কেমন নারী ছিলেন?
উত্তরঃ মগধের মহিষীর নাম বসুমতী। তিনি ছিলেন শুভবুদ্ধি সম্পন্না, লীলাময়ী এবং নারী কুলের শ্রেষ্ঠ।
১২. সমুৎকটমানসার পদের অর্থ কী?
উত্তরঃ সমুৎকটমানসার পদের অর্থ যার মান বা অহংকার অত্যন্ত উৎকর্ষ বা উগ্র।
১৩. সত্যবর্মা কে ছিলেন? তিনি দেশ দেশান্তরে ভ্রমণ করতেন কেন?
উত্তরঃ সত্যবর্মা ছিলেন মন্ত্রী সিতবর্মার কনিষ্ঠপুত্র। সংসারের অসারতার কারনে তিনি দেশ দেশান্তরে ভ্রমণ করতেন।
১৪. মগধরাজ, মালবরাজকে পরাজিত করার পর কী করলেন?
উত্তরঃ পরাজিত করার পর মালবরাজকে জীবন্ত ধরে এনে আবার তাঁকে স্বরাজ্যে প্রতিষ্ঠিত করলেন।
১৫. কামপালের চরিত্র কেমন ছিল?
উত্তরঃ কামপাল ছিলেন অত্যন্ত দুর্বিনীত ও গনিকাসক্ত। অর্থাৎ তিনি অত্যন্ত অসৎ চরিত্রের ছিলেন।
১৬. মগধরাজ শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণদের কীভাবে পালন করতেন?
উত্তরঃ মগধরাজ শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণদের যজ্ঞানুষ্ঠানের দক্ষিনা দ্বারা পালন করতেন।
১৭. সমুদ্র যাত্রা কে এবং কেন করেছিল?
উত্তরঃ মন্ত্রী পদ্মোদ্ভবের কনিষ্ঠ পুত্র রথোদ্ভব বাণিজ্যের উদ্দেশ্য সমুদ্র যাত্রা করেছিলেন।
১৮. রাজহংস তাঁর ভুজদণ্ডের সাহায্যে কী করতেন?
উত্তরঃ রাজহংস তাঁর ভুজদণ্ডের সাহায্যে সমুদ্ররূপ শত্রুপক্ষকে মন্থন করতেন।
১৯. বন্দী ও পরাজিত মালবরাজ কীভাবে স্বরাজ্যে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন?
উত্তরঃ স্বভাবে দয়ালু মগধরাজ দয়াপরাবশ হয়ে মালবরাজকে স্বরাজ্যে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন।
২০. শতধৃতি – কোন দেবতার উপাধি?
উত্তরঃ শতধৃতি ব্রহ্মার উপাধি।
Read More দ্বীপান্তরের বন্দিনী বড়ো প্রশ্নোত্তর, কবি কাজী নজরুল ইসলাম
২১. পদ্মোদ্ভবের কতজন পুত্র ছিল এবং তাদের নাম কী?
উত্তরঃ পদ্মোদ্ভবের দুজন পুত্র ছিল, তাদের নাম – সুশ্রৃত ও রত্নোদ্ভব।
২২. সিতববর্মার কতজন পুত্র ছিল? তাদের নাম কী?
উত্তরঃ সিতবর্মার দুজন পুত্র ছিল, তাদের নাম সত্যবর্মা এবং সুমতি।
২৩. দণ্ডী কার প্রপৌত্র?
উত্তরঃ দণ্ডী ভারবির প্রপৌত্র।
২৪. আয়ুধম শব্দটির সংস্কৃত প্রতিশব্দ লেখো।
উত্তরঃ আয়ুধম শব্দটির সংস্কৃত প্রতিশব্দ অস্ত্রম।
২৫. শরদিন্দুকুন্দঘনসার – এখানে শরদিন্দু শব্দের অর্থ লেখো।
উত্তরঃ দশকুমারচরিতের প্রথম উচ্ছ্বাসের বর্ণিত শরদিন্দু শব্দের অর্থ হল – শরৎকালের চন্দ্র।
২৬. তস্য বসুমতী নাম …রমনী বভূব – কার রমনীর কথা বলা হয়েছে? রমণী পদটির একটি সংস্কৃত প্রতিশব্দ লেখো।
উত্তরঃ দশকুমারচরিতের প্রথম উচ্ছ্বাসে রাজা রাজহংসের পত্নীর কথা এখানে বলা হয়েছে।
রমণী – পদের একটি সংস্কৃত প্রতিশব্দ হল নারী।
২৭. মন্ত্রী পুত্রদের মধ্যে ধর্মশীল কে ছিলেন?
উত্তরঃ মন্ত্রী পুত্রদের মধ্যে ধর্মশীল ছিলেন সত্যবর্মা।
২৮. মন্ত্রী পুত্রদের মধ্যে দুর্বিনীত কে ছিলেন?
উত্তরঃ মন্ত্রী পুত্রদের মধ্যে দুর্বিনীত ছিলেন কামপাল।
২৯. কন্দর্পসৌন্দর্য – এখানে কার কথা বলা হয়েছে? কন্দর্প সৌন্দর্য কী?
উত্তরঃ এখানে রাজহংসের কথা বলা হয়েছে। কন্দর্পসৌন্দর্য এর মানে অপরূপ সৌন্দর্য।
৩০. তত্র…ভুজদন্ডঃ উৎস কী, কার কথা বলা হয়েছে?
উত্তরঃ আলোচ্য উদ্ধৃতিটি দণ্ডীর দশকুমারচরিতম নামক গদ্যকাব্যের অন্তর্গত। এখানে মগধরাজ রাজহংসের কথা বলা হয়েছে।
এই পুরো আর্টিকেলটির PDF রূপ পেতে ক্লিক করুন এখানে।
আরো পড়ুন প্রাচীন লিপি বাংলা লিপির উদ্ভব ক্রমবিকাশ প্রশ্নোত্তর
অবশেষে আপনাকে/তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় করে দশকুমারচরিতম সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্বটি পুরোপুরি পড়ার জন্য। এভাবেই চীরদিন আর্টস স্কুল ডট ইন এর পাশে থেকে তোমাদের সাপোর্ট দেখিয়ো যাতে ভবিষ্যতে আমরা দশকুমারচরিতম সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এর মতো আরো গুরুত্বপূর্ণ তথ্য বা নোটস তোমাদের সামনে তুলে ধরতে পারি এবং সেগুলো পড়ে তোমরা তোমাদের জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করে তুলতে পারো।
বিঃদ্রঃ দশকুমারচরিতম সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলি তৈরি করা হয়েছে কিছু কিছু অভিজ্ঞ শিক্ষক এবং পাঠ্য বইয়ের সাহায্য নিয়ে। যদিও শিক্ষকদের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়েছে কিন্তু কোনো প্রকাশকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি। তাই দশকুমারচরিতম সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলি নিয়ে আপনাদের কারো যদি কোনোরকম সমস্যা থাকে তবে আমাদের ইমেল করুন [email protected] এই ঠিকানায়।