Menu

 দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর  অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর; আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের নবম শ্রেণীর ইতিহাস সিলেবাস এর অন্তর্গত দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর অধ্যায়ের গুরুত্বপূর্ণ  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলি।  আশা করি  দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর অধ্যায়ের  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলি  পরলে  আগামী নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের  দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এর জন্য কোনো রকম কোনো সমস্যায় পড়তে হবে না।  তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর অধ্যায়ের গুরুত্বপূর্ণ  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

নবম শ্রেণীর ইতিহাস

 দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর  অতি সংক্ষিপ্ত (SAQ) প্রশ্নোত্তর 

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর –  অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর –  একটি বাক্যে উত্তর দাও। 

১.  ফ্যাসিবাদ ও নাৎসিবাদ এর মূল বৈশিষ্ট্য কি?

 উত্তরঃ  ফ্যাসিবাদ ও নাৎসিবাদ এর মূল বৈশিষ্ট্য হলো একনায়কতন্ত্র। 

২.  ফ্যাসিবাদ ও নাৎসিবাদ এর আদর্শ লেখ?

 উত্তরঃ  ফ্যাসিবাদ ও নাৎসিবাদ এর উল্লেখযোগ্য আদর্শ গুলি হল  এক জাতি,  একরাস্ট্র  এবং একনায়ক।

৩.  ফ্যাসিবাদের প্রবক্তা কে?

 উত্তরঃ  ফ্যাসিবাদের প্রবক্তা হলেন ইতালির বেনিতো মুসোলিনি।

৪.  নাৎসিবাদের প্রবক্তা কে?

 উত্তরঃ  জার্মানির নাৎসিবাদের প্রবক্তা হলেন অ্যাডলফ হিটলার। 

৫. ফ্যাসিবাদ ও নাৎসিবাদ এর জনক কাকে বলা হয়ে থাকে?

 উত্তরঃ  ফ্যাসিবাদের জনক নামে পরিচিত ইতালির মুসোলিনির  এবং  নাৎসিবাদের জনক হিসেবে পরিচিত অ্যাডলফ হিটলার।

৬. সকলেই রাষ্ট্রের অভ্যন্তরে,  কেউ রাষ্ট্রের বাইরে নয়-  কার উক্তি?

 উত্তরঃ  সকলেই রাষ্ট্রের অভ্যন্তরে কেউ রাষ্ট্রের বাইরে নয় –  উক্তিটির প্রবক্তা হলেন ইতালির বেনিতো মুসোলিনি।

৭.  লাল কুর্তা বাহিনীর স্রষ্ঠা কে?

 উত্তরঃ  লাল কুর্তা বাহিনী এর স্রষ্টা হলেন  বেনিতো মুসোলিনি।

৮.  গোষ্ঠাপো বাহিনীর স্রষ্টা কে?

 উত্তরঃ গোষ্ঠাপো বাহিনীর স্রষ্টা হলেন  অ্যাডলফ হিটলার।

৯.  কবে জার্মানির আইনসভায় আগুন লাগে?

 উত্তরঃ 1933 খ্রিস্টাব্দের 28 শে ফেব্রুয়ারি  জার্মানির আইনসভায় আগুন লাগে।

১০.  গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য লেখ।

 উত্তরঃ  গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো জনগণের রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতার স্বীকৃতি।

Read More: প্রথম বিশ্বযুদ্ধের কারণ গুলি সংক্ষেপে আলোচনা করো।

১১. ভীরুতা  কাপুরুষের লক্ষণ,  স্ত্রীলোকের যেমন মাতৃত্ব  কাম্য,  তেমনি পুরুষের যুদ্ধ কাম্য –  উক্তিটি কার? 

 উত্তরঃ ভীরুতা  কাপুরুষের লক্ষণ,  স্ত্রীলোকের যেমন মাতৃত্ব  কাম্য,  তেমনি পুরুষের যুদ্ধ কাম্য –  উক্তিটি করেছেন বেনিতো মুসোলিনি।

১২.  কোন কোন দেশ নীতি অবলম্বন করেছিল?

 উত্তরঃ  ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে তোষণ নীতি অবলম্বন করেছিল।

১৩.  দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান কারণ কি ছিল?

 উত্তরঃ  দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান কারণ ছিল ইঙ্গ-ফরাসি তোষণ নীতি।

১৪.  হিটলারের আত্মজীবনীর নাম কি?

 উত্তরঃ হিটলারের আত্মজীবনীর নাম হল আমার সংগ্রাম বা মেইন ক্যাম্প।

১৫.  কবে বিশ্বব্যাপী মহানন্দা দেখা দেয়?

 উত্তরঃ ১৯২৯ খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী মহামন্দা দেখা দেয়।

১৬.  কবে হিটলার জার্মানির প্রধানমন্ত্রী নির্বাচিত হন?

 উত্তরঃ ১৯৩৩  খ্রিস্টাব্দে হিটলার জার্মানির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

১৭.  কবে হিটলার জার্মানির রাষ্ট্রপতি নির্বাচিত হন?

 উত্তরঃ ১৯৩৪ খ্রিস্টাব্দে হিটলার জার্মানির রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৮.  কবে হিটলার ইংল্যান্ডের সঙ্গে নৌ চুক্তি স্বাক্ষর করেন?

 উত্তরঃ ১৯৩৫ খ্রিস্টাব্দে হিটলার ইংল্যান্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত করেন।

১৯.   কবে হিটলার  রাইনল্যান্ড  জয় করেন?

 উত্তরঃ ১৯৩৭ খ্রিস্টাব্দে হিটলার রাইনল্যান্ড জয় করেন।

২০.  কবে হিটলার অস্ট্রিয়া দখল করেন?

 উত্তরঃ ১৯৩৮ খ্রিস্টাব্দের 14 ই মার্চ হিটলার অস্ট্রিয়া দখল করেন।

Read More: বাস্তিল দুর্গের পতন টীকা লেখ? অথবা ফরাসি জনতা কেন বাস্তিল দুর্গ আক্রমণ করে?

২১.  মিউনিখ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

 উত্তরঃ ১৯৩৮ খ্রিস্টাব্দে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়।

২২.  লেনিনগ্রাদের লড়াই কবে সংঘটিত হয়?

 উত্তরঃ ১৯৪১ খ্রিস্টাব্দের  22 শে জুন  লেনিনগ্রাদের লড়াই সংঘটিত হয়।

২৩.   কবে হিটলার রাশিয়ার সাথে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত করেন?

 উত্তরঃ ১৯৩৯খ্রিস্টাব্দের 23 শে আগস্ট,  হিটলার রাশিয়ার সাথে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেন।

২৪. হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করে?

 উত্তরঃ ১৯৩৯ খ্রিস্টাব্দের পহেলা সেপ্টেম্বর  হিটলার পোল্যান্ড আক্রমণ করে।

২৫.   কবে রাশিয়া ফিনল্যান্ড দখল করে?

 উত্তরঃ ১৯৩৯ খ্রিস্টাব্দের  30 শে নভেম্বর  রাশিয়া ফিনল্যান্ড দখল করে।

২৬.  কবে রাশিয়া  বাল্টিক অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রজাতান্ত্রিক রাষ্ট্রগুলি দখল করে নেয়?

 উত্তরঃ ১৯৪০  খ্রিস্টাব্দের জুন মাসে  রাশিয়া বাল্টিক অঞ্চল এর ক্ষুদ্র ক্ষুদ্র প্রজাতান্ত্রিক রাষ্ট্রগুলি দখল করে নেয়। 

২৭.  কবে জার্মানি ডেনমার্ক  ও নরওয়ে আক্রমণ করে?

 উত্তরঃ ১৯৪০ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে  জার্মানি ডেনমার্ক ও নরওয়ে আক্রমণ করে।

২৮.  হিটলার কবে বেলজিয়াম,  লুক্সেমবার্গ ও হল্যান্ড দখল করে?

 উত্তরঃ ১৯৪০ খ্রিস্টাব্দের মে মাসে  হিটলার বেলজিয়াম লুক্সেমবার্গ ও হল্যান্ড দখল করেন।

২৯.  রোম বার্লিন টোকিও চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

 উত্তরঃ ১৯২২ খ্রিস্টাব্দের 25 শে নভেম্বর  রোম বার্লিন টোকিও চুক্তি স্বাক্ষরিত হয়।

৩০.  কবে হিটলার রাশিয়ার সাথে করা অনাক্রমণ চুক্তি ভঙ্গ করেন এবং রাশিয়া আক্রমণ করে?

 উত্তরঃ ১৯৪১ খ্রিস্টাব্দের 22 শে জুন  হিটলার রাশিয়ার সাথে করা অনাক্রমণ চুক্তি ভঙ্গ করে রাশিয়া আক্রমণ করেন।

Read More: চোদ্দো দফা নীতি বিশ্ব ইতিহাসে যার প্রবক্তা হিসেবে পরিচিত তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।

৩১.  কবে ইঙ্গ-রুশ চুক্তি স্বাক্ষরিত হয়?

 উত্তরঃ ১৯৪১ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল রাশিয়ার সাথে ইঙ্গ-রুশ  চুক্তি স্বাক্ষর করেন।

৩২.  কবে  জাপান চীন আক্রমণ করে?

 উত্তরঃ ১৯৩৭  খ্রিস্টাব্দে জাপান চীন আক্রমণ করে?

৩৩.  জাপান কবে ইতালি ও জার্মানির সঙ্গে রোম বার্লিন টোকিও চুক্তি সম্পাদন করেন?

 উত্তরঃ ১৯৪০ খ্রিস্টাব্দে জাপান ইতালি ও জার্মানির সঙ্গে রোম বার্লিন টোকিও চুক্তি সম্পাদন করেন।

৩৪.  কবে জাপান পার্ল হারবার এর ওপর বিমান আক্রমণ করে তা ধ্বংস করে দেয়? 

 উত্তরঃ ১৯৪১ খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর  জাপান পার্ল হারবার এর ওপর আক্রমণ করে তা ধ্বংস করে দেয়।

৩৫.  দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে কে  ক্যাশ অ্যান্ড ক্যারি/Cash and Carry  নীতি গ্রহণ করেছিলেন?

 উত্তরঃ  দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে আমেরিকা ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করেছিলেন।

৩৬.  কবে মার্কিন সিনেটে  ল্যান্ড-লিজ-আইন/Land Lease Act পাস হয়?

 উত্তরঃ ১৯৪১ খ্রিস্টাব্দে  মার্কিন সিনেটে ল্যান্ড-লিজ-আইন/Land Lease Act পাস হয়। 

৩৭. কাকে গণতন্ত্রের অস্ত্রাগার বলা হত?

 উত্তরঃ  আমেরিকাকে বলা হতো গণতন্ত্রের অস্ত্রাগার।

৩৮.  আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয়?

 উত্তরঃ ১৯৪১ খ্রিস্টাব্দে ( মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এর মধ্যে)  আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়।

৩৯.  আমেরিকা জাপানে পারমাণবিক বোমা বিস্ফোরণ করেন কবে?

 উত্তরঃ  আমেরিকা ১৯৪৫ খ্রিস্টাব্দের 6 আগস্ট জাপানের হিরোশিমা ও 9 ই আগস্ট নাগাসাকি শহরে পারমাণবিক বোমা বিস্ফোরণ করেন।

৪০.  কবে জাপান আত্মসমর্পণ করেন?

 উত্তরঃ ১৯৪৫ খ্রিস্টাব্দের দোসরা সেপ্টেম্বর জাপান আত্মসমর্পণ করে।

Read More: রাশিয়ার বলশেভিক বিপ্লবের প্রভাব আলোচনা করো

৪১.  মুক্তি দিবস বা ডি-ডে  কবে হয়?

 উত্তরঃ ১৯৪৪ খ্রিস্টাব্দের 6 জুন  পালন করা হয় মুক্তি দিবস বা D-Day.

৪২.  কবে মিত্রপক্ষ বিজয় দিবস পালন করে?

 উত্তরঃ  মিত্রপক্ষ ১৯৪৫ খ্রিস্টাব্দের ৮ই  বিজয় দিবস পালন করে।

৪৩.  কাকে সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের একটি প্রথম ধাপ বলা হয়?

 উত্তরঃ ১৯৪১ খ্রিস্টাব্দে সংগঠিত লন্ডন ঘোষণা পত্রকে জাতিপুঞ্জ গঠনের একটি প্রথম ধাপ বলা হয়।

৪৪.  মস্কো ঘোষণাপত্র কবে জারি করা হয়?

 উত্তরঃ ১৯৪৩ খ্রিস্টাব্দের 30 শে অক্টোবর মস্কো ঘোষণা পত্র জারি করা হয়।

৪৫. ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

 উত্তরঃ ১৯৪৫  খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়।

৪৬.  কোন সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করা হয়?

 উত্তরঃ  ইয়াল্টা সম্মেলন সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

৪৭.  কবে আনুষ্ঠানিকভাবে  সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়?

 উত্তরঃ ১৯৪৫  খ্রিস্টাব্দের 24 শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়।

৪৮. NATO  এর পুরো কথা কি? 

 উত্তরঃ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন  বা  উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। North Atlantic Trity Organization.

৪৯.  জাতীয়তাবাদ কি? 

 উত্তরঃ  জাতীয়তাবাদ হলো একটি ভাবগত ধারণা।

৫০.  উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝো অথবা উগ্র জাতীয়তাবাদ কাকে বলে?

 উত্তরঃ  যখন কোন নিজেদের সর্বোচ্চ শ্রেষ্ঠ তুলে ধরে এবং গৌরব অহমিকা প্রকাশ করে অন্যান্য জাতিকে নিকৃষ্ট মনে করে এই ভাবধারাকে উগ্রজাতীয়তাবাদ বলে।

৫১.  হেরেনভক তত্ত্ব কি?

 উত্তরঃ  নাৎসিবাদের জনক  হিটলার প্রচার করতেন যে, জার্মানরাই হলো  একমাত্র আসল আর্য জাতি ও শ্রেষ্ঠ জাতি অন্যান্য জাতিগুলো বর্ণসঙ্কর ও নিকৃষ্ট জাতি।  অতএব শ্রেষ্ঠ জাতি হিসেবে জার্মানরা অন্যান্য বর্ণসঙ্কর জাতিগোষ্ঠীর ওপর আধিপত্য প্রতিষ্ঠা করবে।  এটাই প্রকৃতির নিয়ম।  এইতো হেরেনভক তত্ত্ব নামে পরিচিত।

 দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর  অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 
দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর  অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

Read More: শিল্পবিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

Read More: জাতিসংঘ এবং সন্মিলিত জাতিপুঞ্জ SAQ; পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ; নবম শ্রেণি; ইতিহাস গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর;

বিঃদ্রঃ আজকের এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলি তৈরি করার জন্য আমাদের পাঠ্যবইয়ের সাহায্য নিতে হয়েছে;  যদি আমাদের এই  দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর  অধ্যায়ের  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো নিয়ে আপনাদের কারো কোন রকম সমস্যা থেকে থাকে;  তাহলে আমাদের ইমেইল করুন [email protected]  এই ঠিকানায়. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!