Menu

দ্বীপান্তরের বন্দিনী একাদশ শ্রেণীর বাংলা ছোট প্রশ্ন ও উত্তর

দ্বীপান্তরের বন্দিনী কাজী নজরুল ইসলামের এক উল্লেখযোগ্য কবিতা যেখানে কবি তার ব্রিটিশদের প্রতি সমস্ত ক্ষোভ উগরে দিয়েছেন এবং অবিলম্বে ভারত থেকে এই সাম্রাজ্যবাদী শক্তির অবক্ষয়েরও কামনা করেছেন।

আজকের এই আর্টিকেলে তায় আমারা তোমাদের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে wbchse board নির্দেশিতে pattern অনুসারে কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি এগুলো তোমাদের পরীক্ষার জন্য সহায়ক হবে।

কিন্তু এবারও তোমাদের কাছে আমার একটাই Request আগে বাংলা পাঠ্যবই থেকে দ্বীপান্তরের বন্দিনী কবিতাটি ভালো করে পড়ে তার মর্মার্থটা ভালো করে বুঝে নাও তারপর আমার এই দ্বীপান্তরের বন্দিনী কবিতার গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর গুলি দেখ।

দ্বীপান্তরের বন্দিনী একাদশ শ্রেণীর বাংলা ছোট প্রশ্ন ও উত্তর
দ্বীপান্তরের বন্দিনী একাদশ শ্রেণীর বাংলা ছোট প্রশ্ন ও উত্তর

দ্বীপান্তরের বন্দিনী কবিতার কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর

১. ‘পুণ্যবেদীর শূন্য’ বলতে কি বোঝানো হয়েছে?

উত্তরঃ কবিতায় পুণ্যবেদীর শূন্য বলতে স্বদেশভূমিকে বোঝানো হয়েছে।

২. ‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতায় বানীর শিশ মহল বলতে কবি কি বুঝিয়েছেন?

উত্তরঃ বিদ্রোহী কবির কলমে যে প্রতিবাদের সুর শোনা যেত তারই প্রতিফলন পাওয়া যায় ‘দ্বীপান্তরের বন্দিনী’ তে যেখানে শিশ মহল বলতে কবি গভীর অব্যক্ত প্রতিবাদকে বুঝিয়েছেন।

৩. দেশ মায়ের পূজার জন্য কী কী উপাচার লাগবে বলে কবি মনে করেন?

উত্তরঃ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ দেশ মায়ের পূজার জন্য দেশ সেবার মন্ত্রে দীক্ষিত সন্তানদের ত্যাগ তিতিক্ষা এবং আত্মদানকেই কবি প্রয়োজনীয় উপাচার বলে মনে করেছেন।

 

আরো পড়ুন নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ নবম শ্রেণী

 

৪. যুগান্তরের ঘূর্ণিপাকে কি হবে বলে কবি মনে করেছেন?

উত্তরঃ যুগান্তরের ঘূর্ণিপাকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত হয়ে নতুন দিনের সূচনা হবে বলে কবি মনে করেন।

৫. কবি পূজারীর কাছে কীসের সন্ধান করেছেন?

উত্তরঃ কবি পূজারীর কাছে ‘মুক্ত ভারতী’ তথা পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত স্বাধীন দেশের সন্ধান করেছেন।

৬. কবি ভারতের বন্দি দশাকে কীসের সঙ্গে তুলনা করেছেন?

উত্তরঃ ‘ দ্বীপান্তরের বন্দিনী’ শীর্ষক কবিতায় দেশমাতৃকার শৃঙ্খল পরিহিত রূপ উপলব্ধি করে কবি পৌরাণিক ঘটনার প্রসঙ্গ উত্থাপন করেছেন এবং বলেছেন ভারতমাতা সীতাদেবীর মতোই লঙ্কায় বন্দি হয়ে আছেন।

 

আরো পড়ুন বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

 

৭. ‘ বন্দি সত্য ভানিছে ধান ‘ – কথাটির অর্থ কি?

উত্তরঃ ইংরেজ শাসনাধীন শৃঙ্খলিত ভারতবর্ষে সত্য ছিল মূল্যহীন এমন কি সত্যের পথে থাকলেও কারারুদ্ধ হতে হত, উদ্ধৃত অংশে কবি সেই কথায় বলেছেন।

৮. বিদ্রোহী আখ্যা লাভ করল কারা?

উত্তরঃ সাম্রাজ্যবাদী শাসকের অত্যাচারে দেশমাতা যখন নির্যাতিত তখন যারা সকল প্রকার বাঁধা বিঘ্ন ভয়কে উপেক্ষা করে মুক্ত কণ্ঠে সোচ্চার প্রতিবাদের বানী উচ্চারিত করে তারাই বিদ্রোহী আখ্যা লাভ করে।

৯. শঙ্খারাব – বলতে কবি কি বুঝিয়েছেন?

উত্তরঃ শঙ্খারাব বলতে বোঝানো হয়েছে বাক স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত হওয়া। পরাধীন ভারতবর্ষে অত্যাচারিত ভারতবাসীর বানী বন্দনার মেকি আয়োজনকে বোজানো হয়েছে।

 

আরো পড়ুন দশমশ্রেণীর ভূগোল বায়ুমণ্ডল প্রশ্ন উত্তর মান ৩

 

১০. দ্বীপান্তরের বন্দিনী শীর্ষক কবিতায় ‘ রক্ত সোঁদাল’ কথাটির অর্থ কি?

উত্তরঃ দ্বীপান্তরের বন্দিনী শীর্ষক কবিতায় ‘ রক্ত সোঁদাল’ কথাটির অর্থ রক্তে সিক্ত বা রক্তের দ্বারা ভেজানো।

১১. কবি কাকে ধর্মরাজ বলেছেন?

উত্তরঃ দ্বীপান্তরের বন্দিনী কবিতায় কবি কাজী নজরুল ইসলাম ন্যায়ের শাসনকেই ধর্মরাজ বলে উল্লেখ করেছেন।

১২. জীবন চুয়ানো – বলতে কী বোঝানো হয়েছে?

উত্তরঃ জীবন চুয়ানো বলতে ইংরেজ শাসকের নির্মম শাসন ও শোষণকে বোঝানো হয়েছে।

 

আরো পড়ুন সংস্কার বৈশিষ্ট ও পর্যালোচনা দশম শ্রেণী ছোট প্রশ্ন ও উত্তর।

 

১৩. সিংহ এবং ব্যাঘ্র  শব্দ দুটি কাদের লক্ষ করে কবি ব্যবহার করেছেন?

উত্তরঃ পারধীন ভারতবর্ষে দেশমাতৃকার শৃঙ্খলমোচনে ব্রতী, অকুতোভয় পরমসাহসী বিপ্লবীদের লক্ষ্য করে কবি আলোচ্য কবিতায় শব্দদুটি ব্যবহার করেছেন।

১৪. কবি রক্ষপুর এর ধ্বংস কামনা করেছেন কেন?

উত্তরঃ আলোচ্য কবিতায় রক্ষপুর বলতে কবি সাম্রাজ্যবাদী শাসকের শাসনব্যবস্থাকে বুঝিয়েছেন, যে শাসন ব্যবস্থার অবলুপ্তি না ঘটলে ভারতবর্ষের মুক্তি ঘটবে না, তাই তিনি তার ধ্বংসের কামনা করেছেন।

১৫. দেশমাতৃকাকে দ্বীপান্তরিতা বলা হয়েছে কেন?

উত্তরঃ বিদেশি শাসকের কবল থেকে দেশমাতৃকাকে মুক্ত করার অভিপ্রায়ে যে সকল তরুণ প্রায় বীরদর্পে এগিয়ে এসেছিলেন তাদের দ্বীপান্তরে পাঠানো হত বলেই সেই প্রসঙ্গেকে লক্ষ করে দেশমাতৃকাকে দ্বীপান্তরিতা বলা হয়েছে।

 

আরো পড়ুন একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর প্রথম অধ্যায়

 

১৬. দ্বীপান্তর বলতে কবি কি বুঝিয়েছেন?

উত্তরঃ দ্বীপান্তর বলতে সপ্তসিন্ধু তেরো নদীর পারে অবস্থিত আন্দামানকে কবি বুঝিয়েছেন।

১৭. ধর্মরাজ কীসের বার্তা বহন করে আনছেন?

উত্তরঃ দ্বীপান্তরের বন্দিনী নামাঙ্কিত কবিতায় প্রতিবাদী কবি আশা করেন ধর্মরাজ যুগান্তরের বার্তা বহন করে আনছেন।

 

আরো পড়ুন ইতিহাসের ধারনা অধ্যায়ের Important ছোট প্রশ্ন ও উত্তর

 

১৮. ধর্মরাজের আগমনে কবি কি বাজাতে বলেছেন?

উত্তরঃ দিন বদলের আকাঙ্ক্ষায় উৎসাহী কবি ধর্মরাজের আগমনে ঢাক ও শঙ্খ বাজাতে বলেছেন।

১৯. ব্রিটিশরা কাদের দ্বীপান্তরে পাঠাতো?

উত্তরঃ ব্রিটিশরা ভারতীয় বিপ্লবীদের যে সকল গুপ্তচর ছিল তাদের দ্বীপান্তরে পাথাতো।

২০) কোথায় বিধির বেতার মন্ত্র বেজেছে?

উত্তরঃ কবি কাজী নজরুল ইসলামের দিপান্ত্রের বন্দিনী কবিতা অনুসারে বানীর সেতারে বিধির বেতার মন্ত্র বেজেছে।

 

আরো পড়ুন গ্রহরুপে পৃথিবী ছোট প্রশ্ন ও উত্তর class 9 2021

 

২১. আসে নাই ফিরে ভারত ভারতী – এখানে ভারতী বলতে কাকে বোঝানো হয়েছে?

উত্তরঃ প্রশ্নে ভারতী বলতে কবি বুঝিয়েছেন দেবী সরস্বতীকে।

২২. দ্বীপান্তরের বন্দিনী কবিতায় কবি কাজী নজরুল ইসলাম যুগান্তরের ঘূর্ণিপাক বলতে কি বুঝিয়েছেন?

উত্তরঃ এখানে এই কবিতায় কবি যুগান্তরের ঘূর্ণিপাক বলতে পরিবর্তিত নতুন যুগের ঘূর্ণাবাতকে বুঝিয়েছেন।

২৩. এই কবিতায় কবি কাজী নজরুল ইসলাম কারে শৌখিন পূজারী বলেছেন?

উত্তরঃ কবিতায় কবি আদর্শহীন ভণ্ড দেশপ্রেমিকদের শৌখিন পূজারী বলে উল্লেখ করেছেন।

২৪. কবির মত অনুসারে যুগান্তরের ধর্মরাজ কোথায় চরণপদ্ম রেখেছেন?

উত্তরঃ কবির মত অনুসারে যুগান্তরেরে ধর্মরাজ পদ্মে তার চরণপদ্ম রেখেছেন।

২৫. কবিতাটিতে কবি মোট কটি বাদ্যযন্ত্রের উল্লেখ করেছেন?

উত্তরঃ দ্বীপান্তরের বন্দিনী কবিতায় কবি কাজী নজরুল ইসলাম মোট ৪টি বাদ্যযন্ত্রের উল্লেখ করেছেন।

২৬. কবি কাজী নজরুল ইসলামের দ্বীপান্তরের বন্দিনী কবিতাটির উৎস নির্দেশ করো?

উত্তরঃ কাজী নজরুল ইসলামের ‘ফণীমনসা’ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে।

 

আরো পড়ুন উপনিবেশিক কতৃত্ব প্রতিষ্ঠা অষ্টম শ্রেণীর ইতিহাস

 

অবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে এই পোস্টটি পড়ার জন্য। এভাবেই চিরদিন https://artsschool.in এর এই ব্লগের পাশে থাকুন যাতে ভবিষ্যতে আরো উন্নত মানের Study material & Notes আপনাদের সামনে তুলে ধরতে পারি। একটাই অনুরোধ করবো নিয়মিত আমাদের এই ব্লগে Visit করুন এবং নিজের জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করে তুলুন।

 

বিঃ দ্রঃ এই আর্টিকেলের একাদশ শ্রেণীর বাংলার দ্বীপান্তরের বন্দিনী কবিতার পুরো প্রশ্ন ও উত্তর গুলি কিছু অভিজ্ঞ শিক্ষক ও কিছু  বইয়ের সাহায্যে এবং নিজের চেষ্টায় তৈরি। শিক্ষকদের অনুমতি নেওয়া হলেও প্রকাশকদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়ে ওঠেনি। এবিষয়ে আপনাদের কারো যদি কোনো অসুবিধা থাকে তবে যোগাযোগ করুন আমাদের সাথে এবং জানান আপনার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!