Menu

প্রথম বিশ্বযুদ্ধের কারণ গুলি সংক্ষেপে আলোচনা করো

প্রথম বিশ্বযুদ্ধের কারণ;  আজকের আমাদের এই আর্টিকেলের আলোচনার বিষয় হল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) ইতিহাসের অন্তর্গত চতুর্থ অধ্যায় অর্থাৎ শিল্পবিপ্লব – উপনিবেশ ও সাম্রাজ্যবাদ  এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর যা হলো প্রথম বিশ্বযুদ্ধের কারণ গুলি সংক্ষেপে আলোচনা করো.

প্রশ্নঃ প্রথম বিশ্বযুদ্ধের কারণ গুলি সংক্ষেপে আলোচনা করো।

উত্তরঃ 1914 খ্রিস্টাব্দের  28 শে জুলাই থেকে ১৯১৯ খ্রিস্টাব্দের 11 ই নভেম্বর পর্যন্ত সংঘটিত প্রথম বিশ্বযুদ্ধ সারাবিশ্বে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল,  যার ফলে বিশ্বের প্রতিটি দেশ ক্ষুদ্র বা  বৃহৎ প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে প্রথম বিশ্বযুদ্ধের সঙ্গে জড়িত হয়ে পড়েছিল।  কোন একটি নির্দিষ্ট কারণের জন্য কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়নি,  এই বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার পেছনে একাধিক কারণ বিদ্যমান ছিল।  এগুলি হল –

১)  অতৃপ্ত জাতীয়তাবাদঃ

উনবিংশ শতকের শেষ দিক থেকে বিশ শতকের সূচনা কাল পর্যন্ত ইউরোপীয় রাষ্ট্র গুলির মধ্যে প্রবল ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বীতা,  প্রতিদ্বন্দিতা পারস্পরিক সন্দেহ ও বিদ্বেষ,  যুদ্ধাস্ত্র নির্মাণের প্রতিযোগিতা ও অতৃপ্ত জাতীয়তাবাদ মহাদেশের রাজনৈতিক পরিবেশকে বিষিয়ে  তুলেছিল।  সেডানের যুদ্ধে  জার্মানীর হাতে পরাজিত ফ্রান্স,  অস্ট্রিয়ার অধিকারে থাকা ইতালি ও ভাষাভাষী অঞ্চল, স্লেজউইগ  জার্মানির অন্তর্ভুক্ত অধিবাসীবৃন্দ,  বলকান অঞ্চল,  ইংল্যান্ডের রাজনৈতিক অধিকার থাকা আয়ারল্যান্ড,  অস্ট্রিয়ার অন্তর্ভুক্ত চেক,  পোল, স্লাভ প্রভৃতি জাতিগোষ্ঠী গুলি আত্মনিয়ন্ত্রণের দাবিতে সোচ্চার হয়ে ওঠে।

২)  উগ্র জাতীয়তাবাদঃ

এই সময় কালে ইউরোপে এক ধরনের উগ্র স্বার্থপর ও সংকীর্ণ জাতীয়তাবাদের উদ্ভব হয়।  প্রতিটি জাতি নিজের দেশ ও জাতিকে শ্রেষ্ঠ বলে মনে করতে থাকে এবং অন্যান্য জাতি তথা দেশ কে পদানত  করে উগ্র ও সংকীর্ণ জাতীয়তাবাদ প্রচার করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় সচেষ্ট হলে বিভিন্ন জাতির মধ্যে তিব্র  বিদ্বেষ ও জাতি বৈষম্যের সৃষ্টি হয়।

৩)  জার্মানি ও ইতালি অতৃপ্তিঃ

ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া পর্তুগাল স্পেন প্রভৃতি দেশে শিল্প বিপ্লব আগে শুরু হওয়ায় তারা বহু আগেই উপনিবেশ বিস্তারে আগ্রহী হয়ে উঠেছিল।  ফলে জার্মানি ও ইতালি অতৃপ্ত ছিল,  এদের এই অতৃপ্ত বাসনা পরবর্তীকালে প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম একটি কারণ হয়ে দেখা দেয়।

প্রথম বিশ্বযুদ্ধের কারণ গুলি সংক্ষেপে আলোচনা করো।
প্রথম বিশ্বযুদ্ধের কারণ গুলি সংক্ষেপে আলোচনা করো।

৪)  সংবাদ মাধ্যমের ভূমিকাঃ

বিশ্বের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার পেছনে সংবাদপত্র একটি বিশেষ অবদান রেখে চলে,  প্রথম বিশ্বযুদ্ধ ক্ষেত্রেও সংবাদপত্রের বা সংবাদমাধ্যমের ভূমিকার ব্যতিক্রম ঘটেনি।  প্রথম বিশ্বযুদ্ধের নেপথ্যে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।  একশ্রেণীর সংবাদপত্র  মিথ্যা বিকৃত দায়িত্বজ্ঞানহীন সংবাদ পরিবেশনের মাধ্যমে জনমতকে প্রভাবিত করে এবং সমগ্র বিশ্বজুড়ে এক যুদ্ধের পরিবেশ তৈরি করে দেয় যার ফলস্বরূপ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।

৫)  আন্তর্জাতিক সংকটঃ

ইংল্যান্ড ও ফ্রান্স যথাক্রমে মিশর ও মরক্কোর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করলেন জার্মানির স্বার্থ বিপন্ন হওয়ার আশঙ্কায় জার্মানি প্রতিবাদ করলে মরক্কো সংকট সৃষ্টি হয়। ১৯১১  খ্রিস্টাব্দের আগাদির ঘটনা এবং অস্ট্রিয়া ও রাশিয়ার মধ্যে সৃষ্টি হওয়া বলকান প্রথম বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তুলেছিল।

৬) বাণিজ্যিক ও ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বীতাঃ

শিল্প বিপ্লবের ফলে দেশীয় শিল্পপতিও পুঁজিপতিদের হাতে প্রচুর মূলধন সঞ্চিত হয়।  এই বিপুল মূলধন বিনিয়োগের জন্য,  কাঁচামাল সংগ্রহ ও উদ্বৃত্ত পণ্য বিক্রির জন্য শিল্পপতি ও পুঁজিপতিরা নিজ নিজ দেশের সরকারের ওপর চাপ বাড়াতে থাকে।  যার ফলে সমগ্র বিশ্বজুড়ে বিশ্বযুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়।

৭)  প্রত্যক্ষ কারণ –  সেরাজেভো হত্যাকাণ্ডঃ

অস্ট্রো-রাশিয়া, অস্ট্রো-সার্বিয়া   বিভাগ যখন  বলকান অঞ্চল কে বারুদের স্তূপে পরিণত করেছিল  ঠিক তখনই ১৯১৪ খ্রিস্টাব্দে  আঠাশে জুন ঘটে গেল সেরাজেভো হত্যাকাণ্ড।  অস্ট্রিয়ার যুবরাজ আর্কাডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ  পত্নী সোফিয়া কে নিয়ে সেরাজেভো তে বেড়াতে এলে স্লাভ  সন্ত্রাসবাদি সংস্থা ব্ল্যাক হ্যান্ড  বা  ইউনিয়ন অফ ডেথ  এর সদস্য ন্যাভরিশো  প্রিন্সেপ রাজপথে প্রকাশ্য দিবালোকে তাদের হত্যা করলে অস্ট্রিয়া ও সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে আর সার্বিয়া অস্ট্রিয়ার মধ্যে শুরু হওয়া যুদ্ধ মাত্র এক সপ্তাহের মধ্যে বিশ্বযুদ্ধের আকার ধারণ করে।

 

আরো পড়ুন – টিকা লেখ বাস্তিল দুর্গের পতন অথবা ফরাসি বিপ্লবমুখী জনতা কেন ফরাসি স্বৈরতন্ত্রের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমন করে এবং এর পতন ঘটায় তা সংক্ষেপে আলোচনা করে লেখ। মান – ৫

 

বিঃদ্রঃ আমাদের আজকের আর্টস স্কুল ডট ইন এর  নবম শ্রেণির ইতিহাসের প্রথম বিশ্বযুদ্ধের কারণ গুলি সংক্ষেপে আলোচনা করো প্রশ্নটির উত্তর তৈরি করতে আমাদের কিছু পাঠ্যবইয়ের সহায়তাও নিতে হয়েছে;  যদিও এর জন্য আমাদের তরফ থেকে কোনো প্রকাশকের সঙ্গে যোগাযোগ করা হয়ে ওঠেনি অনুমতির জন্য।  তাই আমাদের আজকের এই  প্রথম বিশ্বযুদ্ধের কারণ গুলি সংক্ষেপে আলোচনা করো প্রশ্নটির উত্তর নিয়ে  কারো যদি কোন রকম সমস্যা বা অভিযোগ থেকে থাকে আমাদের ইমেইল করুন [email protected]  এই ঠিকানায়;  আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার সমস্যা বা অভিযোগ দূরীকরণের.  ধন্যবাদ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!