প্রাচীন লিপি বাংলা লিপির উদ্ভব ক্রমবিকাশ, লিপি হল ভাষার একটি অবিচ্ছেদ্য অংশ। বিভিন্ন প্রাচীন লিপি থেকে আমরা আজকের বিভিন্ন ভাষা সম্পর্কে জ্ঞান লাভ করে থাকি। তাদের উৎস রচনা কৌশল এবং ধরন সম্পর্কে জ্ঞান লাভ করে চলেছি। তাই আজকে আমরা পড়বো প্রাচীন লিপি বাংলা লিপির উদ্ভব ক্রমবিকাশ সম্পর্কে।
আজকের এই আর্টিকেলের আলোচনার বিষয় হল প্রাচীন লিপি বাংলা লিপির উদ্ভব ক্রমবিকাশ প্রভৃতি সম্পর্কে, এবং এই প্রাচীন লিপি বাংলা লিপির উদ্ভব ক্রমবিকাশ অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও তাদের উত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।
আমরা জানি wbchse নির্দেশিত একাদশ শ্রেণীর বাংলা syullabus এর অন্তর্গত বিষয় হল বাংলা সাহিত্যের ইতিহাস। আর এই সাহিত্যের ইতিহাসের প্রথম অধ্যায় হল প্রাচীন লিপি বাংলা লিপির উদ্ভব ক্রমবিকাশ, যেখানে বাংলা ভাষার উৎপত্তি ও রূপান্তর সম্পর্কে আমরা স্পষ্ট জ্ঞান লাভ করবো।

তাহলে দেখে নেওয়া যাক প্রাচীন লিপি বাংলা লিপির উদ্ভব ক্রমবিকাশ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তরঃ
১. পৃথিবীর সবচেয়ে পুরানো গুহাচিত্রটি কবে আঁকা হয়েছিল?
উত্তরঃ পৃথিবীর সবচেয়ে পুরানো গুহাচিত্রটি কয়েক লক্ষ বছর আগে আঁকা হয়ে ছিল।
২. কবে থেকে প্রথম লিপির ব্যবহার শুরু হয়?
উত্তরঃ আজ থেকে প্রায় সাড়ে চার বা পাঁচ হাজার বছর আগে থেকে প্রথম লিপির ব্যবহার শুরু হয়।
৩. কে কিউনিফর্ম বা কীলকলিপি নামকরণ করেন?
উত্তরঃ টমাস হাইড কিউনিফর্ম বা কীলকলিপি নামকরণ করেন।
৪. সবচেয়ে আধুনিক লিপি কোনটি?
উত্তরঃ সবচেয়ে আধুনিক লিপি হল ধ্বনি লিপি।
৫. ধ্বনিলিপি স্তরের প্রথম ধাপ কি?
উত্তরঃ ধ্বনিলিপি স্তরের প্রথম ধাপ হল শব্দলিপি।
৬. ভাষাকে স্থায়ী রূপদানের পদ্ধতিকে কি বলে?
উত্তরঃ ভাষাকে স্থায়ী রূপদানের পদ্ধতিকে বলে লিপি পদ্ধতি।
৭. পবিত্রলিপি কোন চিত্র প্রতীক লিপির নাম?
উত্তরঃ পবিত্রলিপি মিশরীয় চিত্র প্রতীক লিপির নাম।
৮. হিয়োরোগ্লফিক মূলত কি ধরণের লিপি ছিল?
উত্তরঃ হিয়োরোগ্লফিক মূলত চিত্রলিপি।
আরো পড়ুন বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
৯. ব্রাহ্মীলিপি থেকে পরবর্তীকালে কোন লিপি জন্ম নিয়েছিল?
উত্তরঃ ব্রাহ্মীলিপি থেকে পরবর্তীকালে গুপ্তলিপি জন্ম নিয়েছিল।
১০. বাংলা, ওড়িয়া ইত্যাদি লিপির জন্ম হয় কি থেকে?
উত্তরঃ বাংলা, ওড়িয়া ইত্যাদি লিপির জন্ম হয় ব্রাহ্মীলিপির উত্তর ভারতীয় ধারা থেকে।
১১. মানব সভ্যতার প্রথম পর্যায়ে কোন কোন লিপি পদ্ধতি প্রচলিত ছিল?
উত্তরঃ মানব সভ্যতার প্রথম পর্যায়ে আলেখ্য চিত্রাঙ্কন এবং স্মারক চিত্রাঙ্কন পদ্ধতি – এই দুই প্রকার লিপি পদ্ধতির প্রচলন ছিল।
১২. সিন্ধু লিপি কি ধরণের লিপি ছিল?
উত্তরঃ সিন্ধু লিপি ছিল মূলত চিত্রলিপি।
১৩. খরোষ্ঠী লিপির এরূপ নামকরণের কারন কি?
উত্তরঃ খর অর্থাৎ গর্দভ আর ওষ্ঠ অর্থাৎ ঠোঁট। খরোষ্ঠী লিপির চিহ্নগুলি গাধার ঠোঁটের মতো দেখতে বলে এর এরূপ নামকরণ করা হয়েছে।
১৪. ধ্বনিলিপি কাকে বলে?
উত্তরঃ যে লিপি পদ্ধতিতে প্রতিটি রেখাচিত্র সেই ভাষায় ব্যবহৃত এক একটি একক ধ্বনির প্রতীক রূপ ব্যবহৃত হয়, তাকেই ধ্বনিলিপি বলে।
১৫. ভাবলিপি বর্তমানে কোথায় প্রচলিত?
উত্তরঃ উত্তর আমেরিকা, আফ্রিকা এবং ওশিয়ানিয়া মহাদেশের কয়েকটি উপজাতির মধ্যে এখনও ভাবলিপির প্রচলন আছে।
১৬. সুমেরীয়দের মতে কীলক লিপির আবিষ্কর্তা কে ছিলেন?
উত্তরঃ সুমেরীয়দের মতে কীলক লিপির আবিষ্কর্তা ছিলেন নেবো নামক দেবতা।
আরো পড়ুন গ্রহরুপে পৃথিবী ছোট প্রশ্ন ও উত্তর class 9 2021
১৭. পৃথিবীর যাবতীয় লিখন পদ্ধতিকে কটি ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ পৃথিবীর যাবতীয় লিখন পদ্ধতিকে দুটি ভাগে ভাগ করা যায় যথা – pelnemic এবং cenemic.
১৮. IPA এর পুরো নামটা কী?
উত্তরঃ IPA এর পুরো নাম International Phonetic Alphabet.
১৯. চিত্রলিপি কি?
উত্তরঃ কয়েকটি রেখার সাহায্যে কোনো বস্তু বিষয় বা ঘটনার রুপকে প্রকাশ করা হলে তাকে চিত্রলিপি বলে।
২০. সেনিমিক লিপি বলতে কি বোঝ?
উত্তরঃ যে লিপি পদ্ধতির প্রতিটি চিহ্ন একটি ধ্বনির প্রতীক হিসাবে যে কোনো শব্দের গঠনগত উপাদান হিসাবে ব্যবহৃত হয় তাই সেনেমিক লিপি।
২১. প্লেনেমিক লিপি বলতে কি বোঝ?
উত্তরঃ যে লিপি পদ্ধতির চিহ্নগুলির ভাষাতাত্ত্বিক অর্থ এবং ভাষাতাত্ত্বিক গঠন উভয়ই আছে তাকে প্লেনেমিক লিপি বলে।
২২. প্রত্ন বাংলা লিপির উদ্ভব হয় কোথা থেকে?
উত্তরঃ এশিয়াটিক সোসাইটির জার্নালে এস.এন.চক্রবর্তি জানান প্রস্তরখোদিত উত্তর ভারতীয় পূর্বশাখা থেকে প্রত্ন বাংলা লিপির উদ্ভব।
২৩. IPA এর ব্যবহার কোথায় হয়?
উত্তরঃ অভিধানে কোনো শব্দের সঠিক উচ্চারণ বোঝাতে পূর্বে লিখিত রূপ নেই এমন ভাষার নতুন লিখন পদ্ধতি সম্পর্কে এবং বিদেশি ভাষা শেখার ক্ষেত্রে এই IPA এর ব্যবহার দেখা যায়।
২৪. কুইপ বা কিপু কাকে বলে?
উত্তরঃ যে স্মারক চিত্রাঙ্কন পদ্ধতিতে নানা বর্ণের দড়ির গুছিতে গিঁট বেঁধে বিশেষ বিষয় বা ঘটনাকে নথিভুক্ত করা হত, তাকে বলে কুইপ।
২৫. হিয়োরোগ্লিফিক লিপির পাঠোদ্ধার করেন কে?
উত্তরঃ জাঁ ফ্রাঁসোয়া জারিজ নামক এক ফরাসি হিয়োরোগ্লিফিক লিপির পাঠোদ্ধার করেন।
আরো পড়ুন দ্বীপান্তরের বন্দিনী একাদশ শ্রেণীর বাংলা ছোট প্রশ্ন ও উত্তর
আরো পড়ুন ইতিহাসের ধারনা অধ্যায়ের Important ছোট প্রশ্ন ও উত্তর
আরো পড়ুন ঔপনিবেশিক ভারতের শাসন ছোট প্রশ্ন ও উত্তর
অবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে এই প্রাচীন লিপি বাংলা লিপির উদ্ভব ক্রমবিকাশ একাদশ শ্রেণী পোস্টটি পড়ার জন্য। এভাবেই চিরদিন https://artsschool.in এর এই ব্লগের পাশে থাকুন যাতে ভবিষ্যতে প্রাচীন লিপি বাংলা লিপির উদ্ভব ক্রমবিকাশ একাদশ শ্রেণী এর মতো আরো উন্নত মানের Study material & Notes আপনাদের সামনে তুলে ধরতে পারি। একটাই অনুরোধ করবো নিয়মিত আমাদের এই ব্লগে Visit করুন এবং নিজের জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করে তুলুন।
বিঃ দ্রঃ এই আর্টিকেলের প্রাচীন লিপি বাংলা লিপির উদ্ভব ক্রমবিকাশ একাদশ শ্রেণী এই প্রশ্নের উত্তরটি কিছু অভিজ্ঞ শিক্ষক ও কিছু বইয়ের সাহায্যে এবং নিজের চেষ্টায় তৈরি। শিক্ষকদের অনুমতি নেওয়া হলেও প্রকাশকদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়ে ওঠেনি। এবিষয়ে আপনাদের কারো যদি কোনো অসুবিধা থাকে তবে যোগাযোগ করুন আমাদের সাথে এবং জানান আপনার কথা।