বর্তমানে জাতী ও রাষ্ট্র এর ভূমিকা; আজকের আমাদের এই আর্টিকেলে আমরা তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি; বিশেষত পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা পরিষদের (WBCHSE) একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের জাতীয়তাবাদ, জাতীয় রাষ্ট্র অধ্যায়ের একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা তোমাদের আগামী পরীক্ষার জন্য প্রয়োজনীয়। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নের উত্তরটি –
প্রশ্নঃ বর্তমানে জাতী ও রাষ্ট্র এর ভূমিকা কতখানি তা বিশদে আলোচনা করো।
উত্তরঃ অষ্টাদশ শতকের শেষ দিকে, একদিকে দার্শনিক চিন্তার ক্ষেত্রে জ্ঞানদীপ্তি ( রুশো, ভলতেয়ার, মন্তেস্কু, কান্ট প্রমুখের চিন্তা সমৃদ্ধি) অন্যদিকে দুটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ঘটনা – আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ও ফরাসি বিপ্লব – জ্ঞানদীপ্তি বাহিত যুক্তি ভিত্তিক জাতীয়তাবাদকে ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে চিহ্নিত করেছিল। উনিশ শতক থেকেই, প্রথমে ইউরোপে ও পরে তার উপনিবেশগুলোতে এবং বিশ শতকে জাতি রাষ্ট্রই, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় সর্বজনস্বীকৃত হয়ে ওঠে।

ন্যাভরির মতে, মধ্যযুগ সামন্ত রাষ্ট্র ভেঙে নিরঙ্কুশ রাষ্ট্র গড়ে ওঠার মধ্যে দিয়ে আধুনিক রাষ্ট্র নির্মাণের সূচনা হয়েছিল, তা চূড়ান্ত পরিণতি লাভ করে জাতি রাষ্ট্র গঠনের মধ্যে। তিনি তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছিলেন। যে গুলি হল-
১) সপ্তদশ ও বিশেষত অষ্টাদশ শতকের শেষার্ধে গড়ে ওঠা ইউরোপীয় যুক্তিবাদ।
২) ক্রমবর্ধমান পুঁজিবাদের প্রভাব, এবং
৩) সার্বভৌম রাষ্ট্রের ধারণা।
এছাড়াও যে কয়েকটি মৌলিক উপাদান নিয়ে রাষ্ট্র গড়ে উঠেছে, তাহল নির্দিষ্ট ভূখন্ড, ওই নির্দিষ্ট ভূখন্ড বসবাসকারী জনগণ, সরকার ও সার্বভৌমিকতা। আধুনিক রাষ্ট্রের অন্যতম উপাদান জনগণ উৎস জাতীয়তাবাদ।
জাতীয় তাছাড়া অনেক দেশ আধুনিক রাষ্ট্র গড়ে উঠেছে। যেমন আফ্রিকা, এখানে রাষ্ট্র তাদের আনুগত্য অটুট রাখতে, জনসমাজকে ‘ জাতি’ হিসাবে গড়ে তোলার চেষ্টা করে। তবে ভারত গণমাধ্যম গণমাধ্যমের ভূমিকা আছে বর্তমান।
আরো পড়ুন – জাতীয় জনসমাজের প্রধান উপাদান গুলি উল্লেখ করো।
বিঃ দ্রঃ আমাদের এই ব্লগ অর্থাৎ আর্টস স্কুল ডট ইন এর আজকের আলোচনার বিষয় ছিল একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন; যা কিনা বর্তমানে জাতী ও রাষ্ট্রের ভূমিকা কতখানি তা বিশদে আলোচনা করো। আজকের এই প্রশ্নটির উত্তর তৈরি করার জন্য আমাদের কিছু রেফারেন্স বইয়ের সাহায্য নিতে হয়েছে; যদিও এর জন্য আমাদের তরফ থেকে কোন প্রকাশকের সঙ্গে যোগাযোগ করা হয়ে ওঠেনি; তাই আমাদের আজকের এই আর্টিকেলটি নিয়ে আপনাদের কারো যদি কোন রকম সমস্যা থেকে থাকে তাহলে আমাদের ইমেইল করুন [email protected] এই ঠিকানায়; আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার সমস্যা দূর করার। ধন্যবাদ।