Menu

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ: আজকে আমাদের আলোচনার বিষয় মাধ্যমিকের ভূগোলের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর। যেখানে আমরা কেবল মাত্র বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তাদের উত্তর গুলি তুলে ধরেছি।

কিন্তু প্রতিবারের মতো এবারও তোমাদের কাছে সেই একই অনুরোধ করবো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের ছোট প্রশ্ন ও তাদের উত্তর গুলি এই ব্লগ থেকে দেখার আগে ভালো করে আগে তোমাদের পাঠ্য বই থেকে এই বিষয়টা ভালো ভাবে পরে নাও, তারফলে প্রশ্ন ও উত্তরগুলি সহজেই তোমরা ধরতে পারবে।

তাহলে চলো দেখে নেওয়া যাক বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও তাদের উত্তর। 

 

১) বহির্জাত প্রক্রিয়ার সর্বাধিক ক্রিয়াশীল শক্তি কী?

উঃ বহির্জাত শক্তির প্রক্রিয়ার সর্বাধিক ক্রিয়াশীল শক্তি হল নদী।

২) নদীর কোন গতিতে জলপ্রপাত দেখা যায়?

উঃ নদীর উচ্চগতিতে জলপ্রপাত দেখা যায়।

৩) ক্যানিয়ন কাকে বলে?

উঃ শুষ্ক অঞ্চলের গিরিখাতকে ক্যানিয়ন বলে।

৪) ভিক্টোরিয়া রজলপ্রপাতটি কোন নদীর ওপর অবস্থিত?

উঃ আফ্রিকার জাম্বেসি নদীর ওপর ভিক্টোরিয়া রজলপ্রপাতটি অবস্থিত ।

৫) একটি খরস্রোতের উদাহরণ দাও?

উঃ রাঁচিতে ভুখুর নদীর হিন্দু ব্রিজের পশ্চিমের খরস্রোত।

৬)  ভারতের একটি মন্থকুপের উদাহরণ দাও।

উঃ মধ্যপ্রদেশের জব্বল্পুরে ভাদভাদার কাছে গৌর নদীতে দেখা যায়।

৭) কোন নদীর বদ্বীপ পৃথিবীর মধ্যে বৃহত্তম?

উঃ গঙ্গা-ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপ পৃথিবীর মধ্যে বৃহত্তম।

The rise of regional power আঞ্চলিক শক্তির উত্থান  এর ছোট প্রশ্ন উত্তর পরতে click Here 

 

৮) সুন্দরবন এলাকার কয়েকটি দ্বীপের নাম বলো?

উঃ সুন্দরবন এলাকার কয়েকটি দ্বীপের নাম হল ঘোড়ামারা, লোহাচড়া ও নিউমুর।

৯) কোন নদীর নাম অনুসারে মিয়েন্ডার নাম প্রচলিত হয়েছে?

তুরস্কের মিয়েন্ড্রস নদীর বাঁক অনুসারে সকল নদীর বাঁককে মিয়েন্ডার বলা হয়।

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

১০) গঙ্গা নদীতে কোথায় মিয়েন্ডার দেখা যায়?

উঃ এলাহাবাদ ও বারানসীর মাঝে গঙ্গা নদীতে মিয়েন্ডার দেখা যায়।

১১) পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কী?

উঃ পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কোয়ারেক।

১২) পৃথিবীর বৃহত্তম হিমবাহ কোনটি?

উঃ পৃথিবীর বৃহত্তম হিমবাহ ল্যাম্বার্ট।

১৩) পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কী?

উঃ পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হুবার্ড।

১৪) বিখ্যাত পাদদেশীয় হিমবাহের নাম কী?

উঃ সালাসপিনা হিমবাহ হল একটি বিখ্যাত হিমবাহ।

১৫) পৃথিবীর বৃহত্তম সার্কের নাম কী?

উঃ পৃথিবীর বৃহত্তম সার্কের নাম ওয়ালকট সার্ক।

Read More Some aspects of the French Revolution ফরাসী বিপ্লবের কয়েকটি দিক 

১৬) প্যাটারনস্টার হ্রদ কাকে বলে?

উঃ হিমসিঁড়িতে বরফগলা জল জমে হ্রদ সৃষ্টি হলে তাকে প্যাটারস্টান হ্রদ বলে।

১৭) ভারতবর্ষে কোথায় রসে মতানে হিমবাহ দেখা যায়?

উঃ কাশ্মীরে লিডার নদী উপত্যকায় রসে মতানে হিমবাহ দেখা যায়।

১৮) ছোটো ফিয়র্ডকে কী বলে?

উঃ ছোটো ফিয়র্ডকে ফিয়ার্ড বলে ।

১৯) হিমবাহ উপত্যকার আকৃতি কেমন?

উঃ হিমবাহ উপত্যকার আকৃতি U এর মতো।

২০) ভার্ব কাকে বলে?

উঃ কেটল হ্রদে সঞ্চিত পলিকে ভার্ব বলে।

২১) মরু অঞ্চলে সর্বাধিক সক্রিয় শক্তিটির নাম কী?

উঃ মরু অঞ্চলে সর্বাধিক সক্রিয় শক্তিটির নাম বায়ুপ্রবাহ।

২২) হামাদা কী?

উঃ শিলা দ্বারা গঠিত মরুভূমিকে হামাদা বলে।

২৩) ধান্দ কী?

উঃ ভারতীয় মরুভূমিতে জলপূর্ণ গর্তগুলি ধান্দ নামে পরিচিত।

২৪) ইয়ার্দাং তীক্ষ্ণ হলে তাকে কী বলে?

উঃ ইয়ার্দাং তীক্ষ্ণ  হলে তাকে নিডিল বলে।

২৫) বাজাদা কাকে বলে?

উঃ মরু অঞ্চলের পাদদেশীয় পলল সমভূমিকে বাজাদা বলে।

Read More Madhyamik History: The trend of history ইতিহাসের ধারা 

২৬) প্লায়া কাকে বলে?

উঃ মরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে প্লায়া বলে।

২৭) স্যালিনা কী?

উঃ লবণাক্ত প্লায়াকে স্যালিনা বলে।

২৮) পৃথিবীর বৃহত্তম প্লায়া কোথায় অবস্থিত?

উঃ পৃথিবীর বৃহত্তম প্লায়া আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত।

২৯) চিনের হোয়াংহো অববাহিকায় সৃষ্ট সমভূমিকে কী বলে?

উঃ চিনের হোয়াংহো অববাহিকায় সৃষ্ট সমভূমিকে লোয়েস বলে ।

৩০) আটাকামা মরুভূমি কোথায় অবস্থিত ?

উঃ আটাকামা মরুভূমি দক্ষিন আমেরিকায় অবস্থিত।

৩১) রসেমতানে কাকে বলে?

উঃ হিমবাহের প্রবাহের দিক মসৃণ এবং প্রবাহের বিপরীত দিক অমসৃণ হয়ে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে রসেমতানে বলে।

৩২) ভারতের উচ্চতম জলপ্রপাতটি কী?

উঃ কুঞ্চিকল ভারতের উচ্চতম জলপ্রপাতটি ।

৩৩) সাপের মতো আঁকাবাঁকা বালিয়াড়িকে কী বলে?

উঃ সাপের মতো আঁকাবাঁকা বালিয়াড়িকে অ্যাকলি বালিয়াড়ি বলে।

 আরো পড়ুন ইতিহাসের ধারনা অধ্যায়ের Important ছোট প্রশ্ন ও উত্তর

৩৪) কোপিস কী?

উঃ একসঙ্গে অনেক বড়ো বড়ো ইনসেলবার্জ থাকলে তাকে কোপিস বলে।

৩৫) কেটল হ্রদ কোথায় দেখা যায়?

উঃ বহিঃবিধৌত সমভূমিতে কেটল হ্রদ দেখা যায়।

৩৬) জিওগেন কী?

উঃ মরু অঞ্চলের টেবিলের আকৃ্তির ভূমিরূপ।

৩৭) কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত?

উঃ কালাহারি মরুভূমি দক্ষিন আফ্রিকায় অবস্থিত।

অবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে এই পোস্টটি পড়ার জন্য। এভাবেই চিরদিন https://artsschool.in এর এই ব্লগের পাশে থাকুন যাতে ভবিষ্যতে আরো উন্নত মানের Study material & Notes আপনাদের সামনে তুলে ধরতে পারি। একটাই অনুরোধ করবো নিয়মিত আমাদের এই ব্লগে Visit করুন এবং নিজের জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করে তুলুন।

If you willing to read more and want to gain a lot of knowledge Click Here 

 

 

 

Comments 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!