Menu

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো; আজকের এই আর্টিকেলে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা পর্ষদের একাদশ শ্রেণীর বাংলা সিলেবাসের অন্তর্গত ইন্টারন্যাশনাল গল্পের একটি বিষয় যার নাম বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো.  এখানে সেই গল্পের কিছু সঠিক উত্তর নির্বাচন কর প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলোই তুলে ধরা হলো.

 

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো

 

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :  [প্রতিটি ১ নম্বর]

 

১.১। গানবিয়েল গার্সিয়া মার্কেজ কোথায় জন্মগ্রহণ করেন? 

(ক) কল (খ) রাশিয়া (গ) স্পেন (ঘ) পর্তুগাল

 

১.২। এ যে এক দেব দূত – বক্তা কে?

(ক) পেলাই (খ) এলিসেন্দা (গ) পড়োশিনি (ঘ) গোনসাগা 

 

১.৩। সেটা রোদে বৃষ্টিতে মুরগির খাঁচার সম্পূর্ণ ধ্বংসের কিছুকাল পরে’। ‘সেটা’ বলতে কী বোঝানো হয়েছে? 

(ক) থুরথুরে (খ) বাচ্চা যখন স্কুলে যাওয়া শুরু করল (গ) ধ্বংসস্তূপ (ঘ) কোনোটাই নয়

 

১.৪। ঘুরপুরে বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি কী বলে মনে হয়েছিল?

(ক) রোগ সারানো (খ) উড়ে চলা (গ) প্রতিবাদ না করা (ঘ) তার ধৈর্য্য

 

১.৫। পরমজ্ঞানী পড়োশিনি বুড়োকে কী খাওয়াবার চেষ্টা করেছিলেন?

(ক) বেগুনভর্তা (গ) কাঁচালঙ্কা (খ) ন্যাপথালিন (ঘ) চরণামৃত

 

১.৬। গাবরিয়েল গার্সিয়া মার্কেজ গদ্য সাহিত্যে কোন ধারার প্রবর্তক?

(ক) মার্কসবাদ (গ) ম্যাজিক রিয়েলিজম (খ) ফ্রয়েডবাদ (ঘ) ডাডাবাদ

 

১.৭। এলিসেন্দা কে?

(ক) দেবদূতের সন্তান (গ) পেলাইয়ের সন্তান (খ) পেলাইয়ের স্ত্রী (ঘ) পামীর স্ত্রী

 

১.৮। অদ্ভূত খবর শুনে পাদ্রে কখন এসে হাজির হয়েছিলেন? 

(ক) সকাল পাঁচটার আগে (খ) সকাল সাতটার আগে (গ) দুপুর বারোটার আগে (ঘ) বিকাল পাঁচটার আগে।

১.৯। উড়ন্ত দড়বাজিকরকে দেখাচ্ছিল? 

(ক) বাদুড়ের মতো (খ) ঈগলের মতো (গ) প্যাঁচার মতো (ঘ) শকুনের মতো

 

১.১০। পাদ্রে গোসাগা যাজক হবার আগে ছিলেন।

(ক) জেলে (খ) রাজমিস্ত্রী (গ) দরজি (ঘ) কাঠুরে

উত্তর : ১। (ক); ২। (গ); ৩। (খ); ৪। (ঘ); ৫। (খ); ৬। (গ); ৭। (খ); ৮। (খ); ৯। (ক); ১০। (ঘ)

 

২। অনধিক ২০টি শব্দে উত্তর দাও : [প্রতিটি ১ নম্বর]

২.১। থুরথুরে বুড়োকে দেখে কঠিন হৃদয়ের লোকগুলোর কী মনে হয়েছিল?

উ: থুরথুরে বুড়োকে দেখে কঠিন হৃদয়ের লোকগুলোর মনে হয়েছিল তাকে এক পাঁচতারা সেনাপতির পদে উন্নীত করে দেওয়া হোক, যাতে সে সমস্ত যুদ্ধ বিগ্রহ জিতিয়ে দিতে পারে।

২.২। এ যে এক জোচ্চোর ফেরেব্বাজ’ কার, কাকে দেখে, কেন এরকম মনে হয়েছিল?

উ: পাদ্রে গোনসাগার থুরথুরে বুড়োকে দেখে এরকম মনে হয়েছিল, কারণ সে ঈশ্বরের ভাষা বোঝে না বা জানেও না কী করে ঈশ্বরের উজির-নাজিরদের সম্ভাষণ করতে হয়। তাছাড়া খুব কাছ থেকে দেখলে বড্ড বেশি মানুষ মানুষ দেখায়। তাই সবাই যখন বুড়োকে দেবদূত বলে মনে করছে তখন গোন সাগার এসব কারণে তাকে জোচ্চোর ফেরেব্বাজ মনে হয়েছিল।

২.৩। তিনি কথা দিলেন কে, কী কথা দিয়েছিলেন? 

উ: পাদ্রে গোসাগা সমস্ত মানুষকে কথা দিয়েছিলেন, বুড়োর সম্পর্কে সঠিক তথ্য জানতে, তিনি তাঁর বিশপকে একটি চিঠি দেবেন যাতে বিশপ তাঁর গির্জা শাসিত পল্লির আর্চবিশপকে লিখতে পারেন। আর তিনি তারপর লিখতে পারেন সর্বোচ্চ মোহান্তকে যাতে উচ্চতম আদালত থেকে সর্বাধিনায়কের চূড়ান্ত রায়টি পাওয়া যায়।

২.৪। ‘এই হুলস্থুল নাট্যে কোনোই ভূমিকা নেয়নি। কে বা কারা কেন হুলস্থুল নাট্যে কোনো ভূমিকা নেয়নি?

উঃঃ ডানাওয়ালা থুরথুরে বুড়োকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণির মানষের মধ্যে যে নানা মন্তব্য, নানা কর্মকান্ডের নাটক হয়েছিল সেই হুলস্থূল নাট্যে একমাত্র ডানাওয়ালা থুরথুরে বুড়ো নিজে কোনো ভূমিকা নেয়নি। 

২.৫। ‘তিনি যুক্তি দিয়ে বোঝালেন ….. – বোঝালেন? কে, যুক্তি দিয়ে কী

উ: থুরথুরে বুড়ো যে দেবদূত নয় তা বোঝাতে পাত্রে গোনসাগা নানা যুক্তি দিতে থাকেন। তিনি তার ডানা সম্পর্কে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেন যে, কোনো ডানা যদি বাজপাখি আর উড়োজাহাজের তফাৎ নির্ধারণ করে নেবার কোনো আবশ্যিক উপাদান না হয়, তবে দেবদূতের শনাক্ত করবার বেলায় ডানার গুরুত্ব আরো কম। 

২.৬। পাত্রে গোনসাগা যখন আসেন তখন ডানাওয়ালা থুরথুরে বুড়োকে কেমন দেখাচ্ছিল?

উঃ পাছে গোনসাগা যখন আসেন তখন ডানাওয়ালা থুরথুরে বুড়োকে মনে হচ্ছিল তার খাঁচায় থাকা ভ্যাবাচাকা খাওয়া মন্ত্রমুগ্ধ মুরগির ছানাগুলোর মধ্যে এক অতিকায় জরাজীর্ণ মুরগির মতো। 

২.৭। ‘কিছু কিছু দূরদর্শীর মনে হলো….. এই দূরদর্শীদের কী মনে হয়েছিল?

উঃ ডানাওয়ালা থুরথুরে বুড়োকে দেখে কিছু কিছু দূরদর্শীর মনে হয়েছিল তাকে দিয়ে যদি পৃথিবীতে কোনো ডানাওয়ালা জাতির জন্য দেওয়ানো যায় তবে সে জাতি হবে জ্ঞানে-গুণে সবার সেরা। আর তারাই তখন বিশ্বব্রহ্মাণ্ডের দায়িত্ব নিয়ে নেবে। 

২.৮। পড়োশিনী থুরথুরে বুড়োকে দেবদূত সাব্যস্ত করে কী মন্তব্য করেছিল? 

উ: পড়োশিনীই প্রথম ডানাওয়ালা থুরথুরো বুড়োকে দেবদূত সাব্যস্ত করে আরও বলেছিল পেলাই ও এলিসেন্দার অসুস্থ বাচ্চাকে সে নিয়ে যেতেই আসছিল কিন্তু বেচারা এমনই বুড়োহাবড়া যে মুষলধারা বৃষ্টিতে নিজেই কাহিল হয়ে পড়ে।

 

বিঃ দ্রঃ আমাদের আজকের বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পের সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত চয়নকারী প্রশ্ন উত্তর গুলো তৈরি করতে আমাদের কিছু পাঠ্য বই এবং অন্যান্য বইয়ের সাহায্য নিতে হয়েছে। যার জন্য আমাদের তরফ থেকে কোন প্রকাশকের সঙ্গে যোগাযোগ করা হয়ে ওঠেনি;  তাই আমাদের আজকের এই বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পের প্রশ্ন উত্তর গুলো নিয়ে আপনাদের যদি কারো কোন সমস্যা থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার সমস্যা দূরীকরণের।  আর এভাবেই আমাদের ব্লগ আর্ট স্কুল ডট ইন এর পাশে থেকে তোমাদের সাপোর্ট দেখিয়ে যাতে ভবিষ্যতে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তথা উচ্চ শিক্ষা পর্ষদের এইরকম সহায়ক প্রশ্নোত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারি। 

Comments 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!