Menu

ভারতবর্ষ কি একটি জাতি ব্যাখ্যা করো?

ভারতবর্ষ কি একটি জাতি?  আমাদের আজকের এই আর্টিকেলের আলোচনার বিষয় হল  তোমাদের মানে পশ্চিমবঙ্গ  উচ্চ শিক্ষা পরিষদের  একাদশ শ্রেণির  রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অন্তর্গত  জাতীয ও রাষ্ট্র  অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন;  যা কিনা  তোমাদের আগামী বার্ষিক পরীক্ষার জন্য বিশেষভাবে প্রয়োজনীয়।  তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নের উত্তরটি –

 

প্রশ্নঃ ভারতবর্ষ কি একটি জাতি ব্যাখ্যা করো?

 

উত্তরঃ  ভারতবর্ষ একটি জাতি কিনা – এ বিষয়ে  রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজ বিজ্ঞানীগণ একমত নয়। স্তালিন ভাষাগত ও সংস্কৃতিগত ঐক্যের ওপর বিশেষ  জোর দিয়েছেন।  সেই সঙ্গা গ্রহণ করলে  ভারতবর্ষকে একটি জাতি আখ্যা দেওয়া যায় না।  বলা যেতে পারে,  ভারত বর্ষ একটি বহুজাতিক রাষ্ট্র।  অনেকেই এই মতের সমর্থক আবার অনেকে নন।  ঐতিহাসিক ইরফান হাবিব মন্তব্য করেছেন, ‘ ভারত বর্ষ একটি দেশ,  কিন্তু একটি জাতি নয়।  কারণ এক ভাষা ও সংস্কৃতি,  এই দুটি শর্তের কোনটাই ভারত বর্ষ পূরণ করে না।’

ভারতবর্ষ কি একটি জাতি ব্যাখ্যা করো?

বেশকিছু লেখক আবার এ বিষয়ে দ্বিমত পোষণ করেন।  তাদের মতে,  একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে ঐক্য চেতনা থাকলে এবং ওই জনসমষ্টি রাজনৈতিকভাবে সঙ্ঘবদ্ধ হলে তা জাতিতে পরিণত হয়।  ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে বৈচিত্র জাতি গঠনে বাধা হয় না।  কারণ,  জাতি হতে হলে সবচেয়ে বেশি প্রয়োজনীয় উপাদান হলো রাজনৈতিক ঐক্য।  যেমন কানাডা  বা সুইজারল্যান্ডে  একাধিক ভাষাভাষী ও সংস্কৃতি সম্পন্ন মানুষ বাস করে।  কিন্তু তাতে জাতিগঠনে  কোনরকম অসুবিধা হয়নি।  ভারতবর্ষের ক্ষেত্রেও ভাষাগত,  ধর্মগত বা জীবনধারা গত বৈচিত্র জাতি গঠনে বাধা হওয়া উচিত নয়।

যেহেতু ভারত বর্ষ দীর্ঘকাল পরাধীনতার শৃংখলে আবদ্ধ ছিল।  জাতীয়তাবাদী প্রেরণায় ভারতবর্ষের মানুষ ঐতিহাসিক ভাবে ঐক্যবদ্ধ হয়েছে এবং একটি রাষ্ট্র গঠন করেছে।  বৈচিত্র আছে,  কিন্তু ওই বৈচিত্রের মধ্যে ঐক্য কম গুরুত্বপূর্ণ নয়।  কাজেই রাজনৈতিকভাবে সংগঠিত ভারতবর্ষকে একটি জাতি বলেই অভিহিত করা উচিত।

 

আরো পড়ুন আন্তর্জাতিক আইন কাকে বলে?  আন্তর্জাতিক আইনকে কি আইন বলা যায়?

 

বিঃ দ্রঃ  আমাদের www.artsschool.in  এই ব্লগটির পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ.  আজকে আমাদের প্রশ্ন ছিল  ভারতবর্ষ কি একটি জাতি  ব্যাখ্যা করো.  উত্তরটি তৈরি করার জন্য আমাদের কিন্তু কিছু রেফারেন্স বইয়ের সাহায্য নিতে হয়েছে.  যদিও যার জন্য আমাদের তরফ থেকে কোনো প্রকাশকের সঙ্গে যোগাযোগ করা হয়ে ওঠেনি।  তাই  আমাদের আজকের এই প্রশ্নের উত্তরটি নিয়ে তোমাদের কারো যদি কোন রকম সমস্যা থেকে থাকে,  তাহলে আমাদের ইমেইল করুন [email protected]  এই ঠিকানায় আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার সমস্যা দূরীকরণে.  ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!