Menu

ভাষাবিজ্ঞান সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর

ভাষাবিজ্ঞান সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর ; আজকের আমাদের এই আর্টিকেলটিতে তুলে ধরতে চলেছি তোমাদের মানে দ্বাদশ শ্রেণীর বাংলা সিলেবাসের অন্তর্গত ভাষাবিজ্ঞান সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর গুলি যা তোমাদের আগামী বার্ষিক পরীক্ষার জন্য বিশেষ ভাবে কাজে লাগবে।

একাদশ শ্রেণীর – বাংলা – ভাষাবিজ্ঞান

ভাষাবিজ্ঞান সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর

 

১) ভাষাবিজ্ঞানের কাজ কী?

উত্তরঃ মানুষের মৌখিক ভাষার গঠন প্রকৃতি এবং পদ্ধতি সম্পর্কে বিজ্ঞানসন্মত ভাবে চর্চা করাই হল ভাষা বিজ্ঞানের কাজ।

২) ভাষার বিজ্ঞান সন্মত আলোচনা করা ছাড়া আর কোন কাজ করে ভাষা বিজ্ঞান?

উত্তরঃ মানব সভ্যতায় ভাষা কীভাবে কাজ করে তা আলোচনা করাও ভাষা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ কাজ।

৩) ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য কী?

উত্তরঃ মৌখিক ভাষা নিয়ে বিজ্ঞানসন্মত চর্চাই হল ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য।

৪) আরোহমূলক পদ্ধতি কাকে বলে?

উত্তরঃ বিশেষ থেকে সাধারণের দিকে এগোনো হয় যে পদ্ধতিতে তাকে বলে আরোহমূলক পদ্ধতি।

৫) কে, কবে তুলনামূলক ভাষা বিজ্ঞানের আলোচনার সূত্রপাত করেন?

উত্তরঃ স্যার উইলিয়াম জোনস ১৭৮৬ খ্রিষ্টাব্দে তুলনামূলক ভাষা বিজ্ঞানের আলোচনার সূত্রপাত করেন।

৬) ভারতে অবিধান লেখার সূচনা হয় কোন গ্রন্থের মাধ্যমে?

উত্তরঃ যাস্কের নিরুক্ত গ্রন্থের মাধ্যমে অবিধান লেখার সূত্রপাত হয়।

৭) বর্ণনা মুলক ভাষা বিজ্ঞানের কাজ কী?

উত্তরঃ বর্ণনা মূলক ভাষা বিজ্ঞান কোনো ভাষার অতীত রূপ নিয়ে কোনো প্রকার আলোচনা করে না তার সমকালীন রূপ নিয়ে আলোচনা করে।

৮) ভাষা বিজ্ঞানের পাঁচটি শাখা কী কী?

উত্তরঃ ভাষা বিজ্ঞানের পাঁচটি শাখা হল – ধ্বনি তত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থতত্ত্ব।

৯) ফলিত ভাষা বিজ্ঞানের শাখা গুলি কী কী?

উত্তরঃ ফলিত ভাষা বিজ্ঞানের শাখা গুলি হল – সমাজ ভাষা বিজ্ঞান, মনো ভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, নৃ-ভাষা বিজ্ঞান, শৈলী বিজ্ঞান এবং অবিধান বিজ্ঞান।

১০) মনের এই ত্রিধা বৃত্তির প্রকাশ ঘটে ত্রিবিধ ক্রিয়ার – ত্রিবিধ ক্রিয়া কী?

উত্তরঃ মনের ত্রিধা বৃত্তি হল চিন্তা, সংকল্প, এবং অনুভব। এই ত্রিধা বৃত্তির প্রকাশ ঘটে জ্ঞানান্বেষণ, কর্ম সাধনা ও সৌন্দর্য সৃষ্টির তিনটি ক্রিয়ায়।

১১) শব্দকল্পদ্রুম কী?

উত্তরঃ উনবিংশ শতাব্দীতে রাজা রাধাকান্ত দেবের পৃষ্ঠপোষকতায় সংকলিত হয় শব্দকল্পদ্রুম, যেটি ভারতীয় অভিধান ধারায় এক সমৃদ্ধ সংযোজন। এটি একটি বিশ্বকোষ।

১২) Dictionary কথাটি প্রথম কোথায় পাওয়া যায়?

উত্তরঃ Dictionary কথাটি প্রথম পাওয়া যায় ১৫৩৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অবিধানে।

১৩) ভারতে অভিধান লেখার সূত্রপাত হয় কোন গ্রন্থের মাধ্যমে?

উত্তরঃ ভারতে অভিধান লেখার সূত্রপাত হয় যাস্কের নিরুক্ত গ্রন্থের মাধ্যমে।

১৪) একভাষিক অভিধান কাকে বলে?

উত্তরঃ যে অভিধানে এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয়, তাকে বলা হয় একভাষিক অভিধান।

১৫) দ্বিভাষিক অভিধান কাকে বলে?

উত্তরঃ যে অভিধানে এক ভাষার শব্দকে সর্বদায় অন্য এক ভাষা দিয়ে ব্যাখ্যা করা হয়, তাকে বলা হয় দ্বিভাষিক অভিধান।

 

Read More প্রাচীন লিপি বাংলা লিপির উদ্ভব ক্রমবিকাশ প্রশ্নোত্তর

 

বিঃ দ্রঃ এই আর্টিকেলের ভাষাবিজ্ঞান সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর গুলি কিছু অভিজ্ঞ শিক্ষক ও কিছু বইয়ের সাহায্যে এবং নিজের চেষ্টায় তৈরি। শিক্ষকদের অনুমতি নেওয়া হলেও প্রকাশকদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়ে ওঠেনি। এবিষয়ে আপনাদের কারো যদি কোনো অসুবিধা থাকে তবে যোগাযোগ করুন আমাদের সাথে এবং জানান আপনার কথা। আমাদের ইমেল [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!