মানব জীবনে বিকাশের স্তর ও অনুকূল শিক্ষার স্তর; অধ্যায় থেকে আজকে আমরা একাদশ শ্রেণির(Class XI) ছাত্রছাত্রীদের জন্য আজকের এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের আর্টিকেলটি নিয়ে হাজির হয়েছি, আশা করি মানব জীবনে বিকাশের স্তর ও অনুকূল শিক্ষার স্তর এর এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলি তোমাদের আগামী পরিক্ষার জন্য বিশেষভাবে সহায়ক হয়ে উঠবে।
মানব জীবনে বিকাশের স্তর ও অনুকূল শিক্ষার স্তর
শিক্ষাবিজ্ঞান – একাদশ শ্রেণি
১) শিক্ষার স্তর কয়টি ও কি কি?
উত্তরঃ শিক্ষার প্রধান চারটি। প্রাক-প্রাথমিক ( pre-primary), প্রাথমিক(primary), মাধ্যমিক(madhyamik), উচ্চশিক্ষা( হায়ার সেকেন্ডারি).
2) মনোবিদ পিকুলাস জীবন বিকাশের স্তরকে কয়টি ভাগে ভাগ করেছেন ও কি কি?
উত্তরঃ মনোবিদ পিকুলাস জীবন বিকাশের স্তরকে প্রধানত দশটি ভাগে ভাগ করেছেন, যে গুলি হল – প্রাক-জন্মান্তর, সদ্যোজাত স্তর, প্রারম্ভিক শৈশব স্তর, প্রান্তীয় শৈশব স্তর, প্রারম্ভিক বাল্যকাল, মধ্য বাল্যকাল, প্রান্তীয় বাল্যকাল, যৌবন আগমনের স্তর, প্রাপ্তবয়স্ক স্তর, বার্ধক্য স্তর।
৩) প্রাক প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান গুলির নাম লেখ।
উত্তরঃ প্রাক প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠানগুলি নাম হল- প্রেস, নার্সারি বিদ্যালয়, কিন্ডারগার্ডেন, মন্ডেশ্বরী বিদ্যালয়, প্রাক বুনিয়াদী বিদ্যালয়।
৪) জীবন বিকাশের কোন স্তরকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয়?
উত্তরঃ জীবন বিকাশের ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় কৌশর কাল বা বয়সন্ধিকাল কে।
৫) শিশুর ধারনার বিকাশ শুরু হয় কত বছর থেকে?
উত্তরঃ শিশুর ধারনার বিকাশ শুরু হয় দুই বছর বয়স থেকে।
৬) প্রাক বুনিয়াদি শিক্ষার প্রবর্তক কে?
উত্তরঃ প্রাক বুনিয়াদি শিক্ষার প্রবর্তক হলেন মহাত্মা গান্ধী।
৭) কিন্ডারগার্টেন শিক্ষার প্রবর্তক কে?
উত্তরঃ কিন্ডারগার্টেন শিক্ষার প্রবর্তক হলেন অগাস্ট উইলিয়াম ফ্রেডরিক ফ্রয়বেল।
৮) এক বছর বয়সে শিশু কটি শব্দের মাধ্যমে মনের ভাব প্রকাশ করে?
উত্তরঃ এক বছর বয়সে শিশু তিনটি শব্দের মাধ্যমে মনের ভাব প্রকাশ করে থাকে।
৯) পিটিটিআই (PTTI) এর সম্পূর্ণ নাম কি?
উত্তরঃ পিটিআই(PTTI) এর সম্পূর্ণ নাম হল Primary teachers training institute.
১০) জন্মের সময় থেকে চার সপ্তাহ পর্যন্ত সময় কালকে কি বলে?
উত্তরঃ জন্মের সময় থেকে চার সপ্তাহ পর্যন্ত সময়কালকে বলা হয় সদ্যোজাত স্তর।
১১) VEC এর সম্পূর্ণ নাম কি?
উত্তর: VEC এর সম্পূর্ণ নাম হল village education committee.
১২)মানব শিশুর বৃদ্ধি ও বিকাশ সম্বন্ধে জানার জন্য কোন বিজ্ঞানের সৃষ্টি হয়েছে?
উত্তরঃ মানব শিশুর বৃদ্ধি ও বিকাশ সম্বন্ধে জানার জন্য বিকাশমূলক মনোবিদ্যার সৃষ্টি হয়েছে।
Read More দূরাগত শিক্ষার উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো।
১৩) প্রাক-প্রাথমিক শিক্ষা দেওয়া হয় কত বছর বয়স পর্যন্ত?
উত্তরঃ প্রাক-প্রাথমিক শিক্ষা দেওয়া হয় পাঁচ বছর বয়স পর্যন্ত।
১৪) পাঁচ বছর বয়স পর্যন্ত একটি শিশু কতগুলি শব্দ আয়ত্ত করতে পারে?
উত্তরঃ পাঁচ বছর বয়স পর্যন্ত একটি শিশুর 2072 শব্দ আয়ত্ত করতে পারে।
১৫) এরিকসন জীবন বিকাশের কয়টি স্তরের কথা বলেছেন?
উত্তরঃ এরিকসন জীবন বিকাশের প্রধান আটটি স্তরের কথা বলেছেন।
১৬) জেমস জীবন বিকাশের কয়টি স্তরের কথা বলেছেন?
উত্তরঃ জেমস জীবন বিকাশের প্রধান চারটি স্তরের কথা বলেছেন।
১৭)বাল্যকাল বলতে কোন বয়সকাল কে বোঝানো হয়?
উত্তরঃ বাল্যকাল বলতে প্রধানত 6 থেকে 12 বছর বয়স পর্যন্ত সময়কালকে বোঝানো হয়।
১৮) বাল্যকালের প্রধান কয়টি ভাগ ও কি কি?
উত্তরঃ বাল্যকালের প্রধান ভাগ হলো দুটি, এগুলি হল – প্রারম্ভিক বাল্যকাল ও প্রান্তীয় বাল্যকাল। প্রারম্ভিক বাল্যকালের সময় 6 থেকে 8 বছর পর্যন্ত এবং প্রান্তীয় বাল্যকালের সময় 9 থেকে 12 বছর পর্যন্ত।
১৯) প্রাচীন শিশু মনোবিদ্যা কে বর্তমানে কি বলা হয়?
উত্তরঃ প্রাচীন শিশু মনোবিদ্যা কে বর্তমানে বিকাশমূলক মনোবিদ্যা বলা হয়।
২০) দুই বছর বয়সের শিশু কয়টি শব্দ শেখে?
উত্তরঃ দুই বছর বয়সের একটি শিশু প্রধানত 272 শব্দ শিখতে পারে।
২১) আইসিডিএস(ICDS) এর পুরো নাম কি?
উত্তর: আইসিডিএস (ICDS) এর পুরো নাম হল – ইন্টিগ্রেটেড (Integrated) চাইল্ড (Child) ডেভেলপমেন্ট (Development) স্কিম (Scheme).
২২) ইসিসিই(ECCE) এর সম্পূর্ণ নাম কি?
উত্তর: ইসিসিই (ECCE) এর সম্পূর্ণ নাম হল – আর্লি (early) চাইল্ড (child) কেয়ার (care) এন্ড (and) এডুকেশন(education).
২৩) ডি আই ই টি (DIET) এর সম্পূর্ণ নাম কি?
উত্তর: ডি আই ই টি (DIET) এর সম্পূর্ণ নাম হল – ডিস্ট্রিক্ট(district) ইনস্টিটিউট(institute) অফ(of) এডুকেশন(education) এন্ডand) ট্রেনিং(training).
২৪) ডি পি ই পি (DPEP) এর সম্পূর্ণ নাম কি?
উত্তর: ডি পি ই পি (DPEP) এর সম্পূর্ণ নাম হল – ডিস্ট্রিক্ট(District) প্রাইমারি(primary) এডুকেশন(Education) প্রোগ্রাম(Programme).
২৫) রামমূর্তি কমিটি কবে গঠিত হয়?
উত্তরঃ রামমূর্তি কমিটি গঠিত হয় ১৯৯০ সালে।
২৬) জনার্দন কমিটি কবে গঠিত হয়?
উত্তরঃ জনার্দন কমিটি গঠিত হয় ১৯৭২সালে।
আরো পড়ুন শিক্ষা মনোবিদ্যা ছোট প্রশ্নোত্তর সংক্ষিপ্ত ও অতিসংক্ষিপ্ত
বিঃ দ্রঃ মানব জীবনে বিকাশের স্তর ও অনুকূল শিক্ষার স্তর এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলি তৈরি করতে আমাদের কিছু পাঠ্য পুস্তকের সাহায্য নিতে হয়েছে, যদিও আমাদের পক্ষে কোনো প্রকাশকের সাথে যোগাযোগ করা হয়ে ওঠেনি, তাই মানব জীবনে বিকাশের স্তর ও অনুকূল শিক্ষার স্তর এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলি নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, দয়া করে আমাদের ইমেল করুন [email protected] এই ঠিকানায়। মানব জীবনে বিকাশের স্তর ও অনুকূল শিক্ষার স্তর এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে থাকা সকল সমস্যা দূর করা চেষ্টা আমরা করবো।