Menu

মেঘ বৃষ্টি অষ্টম শ্রেণীর ভূগোল, গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নোত্তর

মেঘ বৃষ্টি; আজকের আলোচ্য বিষয় হল WBBSE BOARD এর অন্তর্গত অষ্টম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় মেঘ বৃষ্টি। এই আর্টিকেলটিতে আমরা চেষ্টা করেছি মেঘ বৃষ্টি অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর তুলে ধরতে যা তোমাদের পরীক্ষার জন্য বিশেষভাবে সহায়ক হয়ে উঠবে।

কিন্তু তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে তোমরা আমার এই মেঘ বৃষ্টি অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর গুলি পড়ার আগে একটি বার তোমাদের পাঠ্য বই থেকে মেঘ বৃষ্টি অধ্যায়টি ভালো করে পড়ে নিও যাতে কোনো প্রশ্নের উত্তর বুঝতে তোমাদের কোনো অসুবিধা না হয়।

মেঘ বৃষ্টি অষ্টম শ্রেণীর ভূগোল
মেঘ বৃষ্টি অষ্টম শ্রেণীর ভূগোল

তাহলে দেখে নেওয়া যাক মেঘ বৃষ্টি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তরঃ 

১) ঘনীভবন কাকে বলে?

উত্তরঃ জলীয়বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে ঘনীভবন।

২) সম্পৃক্তবায়ু কাকে বলে?

উত্তরঃ কোনো নির্দিস্ট উষ্ণতায় নির্দিস্ট পরিমাণ বায়ু যতটা পরিমাণ জলীয়বাস্প ধারন করতে পারে সেই পরিমাণ জলীয়বাষ্প থাকলে ওই বায়ুকে সম্পৃক্ত বায়ু বলে।

৩) মাঝারি উষ্ণতায় অবস্তিত মেঘের উল্লেখ করো?

উত্তরঃ মাঝারি উষ্ণতায় অবস্তিত মেঘের নাম অল্টোস্ট্যাটাস ও অল্টোকিঊমুলাস।

৪) বেশি উষ্ণতায় অবস্থিত মেঘের নাম উল্লেখ করো?

উত্তরঃ বেশি উষ্ণতায় অবস্থিত মেঘের নাম সিরাস ও সিরোস্ট্রাটাস।

৫) কম উষ্ণতায় অবস্থিত মেঘের নাম উল্লেখ করো?

উত্তরঃ কম উষ্ণতায় অবস্থিত মেঘের নাম স্ট্যাটোকিউমুলাস ও স্ট্যাটাস।

আরো পড়ুন অস্থিত পৃথিবী অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর

৬) অধঃক্ষেপণ কাকে বলে?

উত্তরঃ পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা বা বরফকণা (তরল বা কঠিন অবস্থায়) ভূপৃষ্ঠে নেমে এলে তাকে অধঃক্ষেপণ বলে।

৭) বৃস্টিপাত প্রধানত কত প্রকার ও  কী কী?

উত্তরঃ তিন প্রকার, যথা- পরিচলন শৈলৎক্ষেপ এবং ঘূর্ণিবাত বৃস্টিপাত।

৮) বৃস্টিপাত মাপার যন্ত্রের নাম কী?

উত্তরঃ  বৃস্টিপাত মাপার যন্ত্রের নাম রেনগজ।

৯) পৃথিবীর সবজায়গায় বৃস্টিপাতের গর পরিমাপকে মানচিত্রে কোনরেখা দ্বারা যুক্ত করা হয়?

উত্তরঃ পৃথিবীর সবজায়গায় বৃস্টিপাতের গর পরিমাপকে মানচিত্রে সমবর্ষনরেখা দ্বারা যুক্ত করা হয়।

১০) ক্রান্তীয় ঘূর্ণবাত কী কী নামে পরিচিত?

উত্তরঃ বঙ্গোপসাগরে সাইক্লোন, ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন।

আরো পড়ুন নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ নবম শ্রেণী

১১) দুপুরের পর কোন বৃস্টিপাত হয়?

উত্তরঃ দুপুরের পর পরিচলন বৃস্টিপাত (নিরক্ষীয় অঞ্চলে) হয়।

১২) একটানা বৃস্টির পূর্বাভাস দেয় কোন মেঘ?

উত্তরঃ একটানা বৃস্টির পূর্বাভাস দেয় অল্টোস্ট্যাটাস মেঘ।

১৩) বৃস্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয় কোথায়?

উত্তরঃ পর্বতের অনুবাত ঢালে বৃস্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়।

১৪) বর্জমেঘ নামে পরিচিত কোন মেঘ?

উত্তরঃ কিয়োমুলোনিম্বাস বর্জমেঘ নামে পরিচিত।

১৫) পর্বতের যে ঢালে কম বৃস্টিপাত হয় তাকে কী বলে?

উত্তরঃ পর্বতের যে ঢালে কম বৃস্টিপাত হয় তাকে প্রতিবাত ঢাল বলে।

আরো পড়ুন বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

১৬) পশ্চিমবঙ্গের আশ্বিনের ঝড় কোন বৃস্টিপাতের উদাহরণ?

উত্তরঃ পশ্চিমবঙ্গের আশ্বিনের ঝড় ঘূর্নবাতজনিত বৃস্টিপাত।

১৭) বর্জপাত সহযোগে যেসব বৃস্টিপাত হয় তার বেশিরভাগ কোন বৃষ্টিপাত?

উত্তরঃ বর্জপাত সহযোগে যেসব বৃস্টিপাত হয় তার বেশিরভাগ পরিচলন বৃষ্টিপাত।

১৮) কোন মেঘের অন্য নাম বামপিং ক্লাউড?

উত্তরঃ স্ট্যাটোকিউমুলাস মেঘের অন্য নাম বামপিং ক্লাউড।

১৯) মেঘ কোন কোন উপাদানে গঠিত?

উত্তরঃ জলীয়বাষ্প এবং ধূলিকণা নিয়ে মেঘ গঠিত।

২০) ২০০৯ সালে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিবাতের নাম কী দেওয়া হয়?

উত্তরঃ ২০০৯ সালে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিবাতের নাম আয়লা।

আরো পড়ুন ইতিহাসের ধারনা অধ্যায়ের Important ছোট প্রশ্ন ও উত্তর

২১) কোন মেঘ থেকে ঝড়ের সংকেত পাওয়া যায়?

উত্তরঃ সিরোস্ট্যাটাস মেঘ থেকে ঝড়ের সংকেত পাওয়া যায়।

২২) সমবর্ষন রেখা কাকে বলে?

উত্তরঃ পৃথিবীর সব বৃষ্টিপাত যুক্ত অঞ্চলগুলিকে যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে সমবর্ষন রেখা বলে।

২৩) পশ্চিমবঙ্গে শরৎকালে যে ঘূর্ণি ঝড় হয় তাকে কী বলে?

উত্তরঃ পশ্চিমবঙ্গে শরৎকালে যে ঘূর্ণি ঝড় হয় তাকে আশ্বিনের ঝড় বলে।

২৪) পৃথিবীর সর্বাধিক শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম কী?

উত্তরঃ পৃথিবীর সর্বাধিক শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম টর্নেডো।

২৫) শিশিরাঙ্ক কাকে বলে?

উত্তরঃ যে উষ্ণতায় আদ্রবায়ু জলীয়বাষ্প জলকণায় পরিণত হয়, সেই উষ্ণতাকে শিশিরাঙ্ক বলে। ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে শীতল হলে শিশির সৃষ্টি হয়।

আরো পড়ুন অস্থিত পৃথিবী অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর

২৬) আপেক্ষিক আদ্রতা বলতে কী বোঝ?

উত্তরঃ কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প থাকে তার সাথে ওই উষ্ণতায় সমপরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয়বাষ্প প্রয়োজন হয় তার অনুপাতকে আপেক্ষিক আদ্রতা বলে।

২৭) বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে?

উত্তরঃ পর্বতের বৃষ্টিপাতহীন অনুবাতঢালকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে। উদাহরণ – ভারতের মেঘালয় মালভূমি পর্বতের অনুবাত ঢালে অবস্থিত হওয়ায় ইহা বৃষ্টিচ্ছায় অঞ্চল।

২৮) প্রতিবাত ঢাল কাকে বলে?

উত্তরঃ পর্বতের যে ঢালে বায়ুর প্রবাহ এসে প্রথম প্রতিহত হয় তাকে প্রতিবাত ঢাল বলে। উদাহরণ – ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢালে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা এসে প্রথম বাধা পায় ও বৃষ্টি ঘটায়।

২৯) শিশির কী?

উত্তরঃ রাতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে এবং তার সংস্পর্শে উপরের বায়ুও শীতল হয় ফলে ওই বায়ু জলীয়বাষ্প ধারন করার ক্ষমতা হারায়, তখন অতিরিক্ত জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠে তৃণ বৃক্ষপত্র পাথরে শুক্ষ জলবিন্দু রুপে জমে এগুলিকে শিশির বলে।

৩০) ধোঁয়াশা কার কার মিশ্র রুপ?

উত্তরঃ  ধোয়া ও কুয়াশার মিশ্র রুপ হল ধোঁয়াশা।

আরো পড়ুন উপনিবেশিক কতৃত্ব প্রতিষ্ঠা অষ্টম শ্রেণীর ইতিহাস

 

অবশেষে আপনাকে/তোমাকে অসংখ্য ধন্যবাদ মেঘ বৃষ্টি এর এই পুরো আর্টিকেলটি পড়ার জন্য। এভাবেই চীরকাল www.artsschool.in এর পাশে থেকে তোমাদের সাপোর্ট দেখিয়ো যাতে আমরা ভবিষ্যতে মেঘ বৃষ্টি এর মতো আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তুলে ধরতে পারি এবং সেগুলো পড়ে তোমরা তোমাদের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করতে পারো।

মেঘ বৃষ্টি এর এই আর্টিকেল নিয়ে তোমাদের যদি কোনো অভিযোগ বা জিজ্ঞাসা থাকে তবে আমাদের মেল করুন এই ঠিকানায় [email protected] ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!