Menu

রাজ্যগুলির ভারতভুক্তিতে প্যাটেলের ভূমিকা

দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির বিষয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা কী ছিল লেখ?/ দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিতে প্যাটেলের ভূমিকা আলোচনা করো।

 

দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিতে প্যাটেলের ভূমিকা; স্বাধীনতা লাভের আগে থেকেই কংগ্রেস নেতা জওহরলাল নেহেরু এবং মহাত্মা গান্ধি ইঙ্গিত দেন যে, স্বাধীনতা লাভের পর ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থিত কোনো দেশীয় রাজ্যের স্বাধীন অস্তিত্ব ভারত সরকার মেনে নেবে না। স্বাধীনতা লাভের পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল দেশীয় রাজ্যগুলিকে বৈদেশিক সম্পর্ক, প্রতিরক্ষা ও যোগাযোগ – এই তিনটি বিষয়ে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার আবেদন জানান।

দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা
দেশীয় রাজ্যের ভারতভুক্তিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা

দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকাঃ

দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির ব্যাপারে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্দার বল্লভভাই নানা পদক্ষেপ নিয়েছিলেন, যেগুলি একে একে নীচে আলোচনা করা হল –

দেশীয় রাজ্য দপ্তর গঠনঃ

তিনি দেশীয় রাজ্য দপ্তর নামে একটি আলাদা দপ্তর খোলেন, যেখানে দেশীয় রাজ্য গুলির ভারত ভুক্তিতে অথবা অন্য কোনো সমস্যায় পরলে সেই দিক গুলির সমাধান করা হবে এই দপ্তরের কাজ।

ভারতভুক্তির দলিলে স্বাক্ষরঃ

দেশীয় রাজ্যগুলির ভারতে অন্তর্ভুক্তির জন্য প্রত্যেক রাজ্যকে ভারতভুক্তির দলিলে সাক্ষর করানোর ব্যবস্থা করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল।

স্বাক্ষরকারী রাজ্যের জন্য সুবিধা ঘোষণাঃ

দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির জন্য তিনি প্রচুর ভাতা, খেতাব ও তার সাথে সাথে বিশেষ বিশেষ কিছু সুবিধার কথাও ঘোষণা করা হয়ে থাকে।

কূটনীতি প্রয়োগঃ

স্বরাষ্ট্র সচিব কে পি মেননের পরামর্শে তিনি প্রয়োজনে কূটনৈতিক নীতি প্রয়োগ করেন, যা আমরা জুনাগড়, কাশ্মীর এবং হায়দ্রাবাদ রাজ্যের ভারতভুক্তির ক্ষেত্রে দেখতে পায়।

সামরিক অভিযানঃ

জুনাগড়, হায়দ্রাবাদ ও কাশ্মীর – এই তিনটি দেশীয় রাজ্য ভারতের বাইরে স্বাধীন থাকার সিদ্ধান্ত নিলে তিনি ওই তিনটি রাজ্যে সামরিক অভিযানের পরিকল্পনা গ্রহন করেন।

চারিত্রিক দৃঢ়তাঃ

সর্দার বল্লভভাই এর দৃঢ়তা, বলিষ্ঠতা, অনমনীয় মনোভাব দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তিতে সহায়ক হয়ে উঠেছিল।

স্বাধীনতা উত্তর ভারতে বিভিন্ন দেশীয় রাজ্যগুলির সংকীর্ন স্বার্থ বাদী মনোভাবের ফলে ভারতের স্বাধীনতা ও ঐক্য বিপন্ন হয়ে পড়েছিল। এরূপ পরিস্থিতিতে সর্দার ভল্লভভাই প্যাটেলের সুচিন্তিত কার্যকলাপ ও সিদ্ধান্ত ভারতের অখণ্ডতাকে সুনিশ্চিত করেছিল। এই সংগঠকের ভূমিকা পালনের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের ‘লৌহ মানব’ হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। তাই অবশেষে বলা যায় যে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিতে প্যাটেলের ভূমিকা আমাদের পক্ষে কখনোই ভোলার নয়।

 

আরো পড়ুন সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন/উত্তর ঔপনিবেশিক ভারত প্রশ্নোত্তর

 

বিঃদ্রঃ দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিতে প্যাটেলের ভূমিকা এর আর্টিকেলটি তৈরি করা হয়েছে কিছু অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ মতে এবং তার সাথে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ নির্দেশিত  কিছু পাঠ্য বইয়ের ও সাহায্য নেওয়া হয়েছে। তাই আপনাদের কারো যদি কোনো সমস্যা থাকে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিতে প্যাটেলের ভূমিকা এর এই প্রশ্নোত্তরটি  নিয়ে আমাদের ইমেল করুন [email protected] এই ঠিকানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!