Menu

শিক্ষার লক্ষ্য সমূহের প্রয়োজনীয়তা-একাদশ শ্রেণী

শিক্ষার লক্ষ্য সমূহের প্রয়োজনীয়তা ও সংকীর্ন অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য লেখ; আজকের আমাদের এই আর্টিকেলের আলোচনার বিষয় wbchse এর একাদশ শ্রেণির শিক্ষাবিজ্ঞান/Education এর প্রথম অধ্যায় শিক্ষার ধারণা ও লক্ষ এর দুটি  গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা তোমাদের আগামী পরিক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন গুলি –

 

শিক্ষাবিজ্ঞান / Education, Class XI

শিক্ষার ধারণা  লক্ষ (প্রথম অধ্যায়)

 

প্রশ্নঃ  সংকীর্ন অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য লেখ?

 

উত্তরঃ সংকীর্ন অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য গুলি নিম্নে আলোচনা করা হল –

 

বিষয় সংকীর্ন অর্থে শিক্ষা ব্যাপক অর্থে শিক্ষা
অর্থ অর্থ কিছু জ্ঞান ও কৌশল আয়ত্ব করা। শিক্ষার্থীর অন্তনিহীত সম্বভনা গুলির বিকাশ ঘটানো।
লক্ষ্য ১. ভবিষ্যৎ বৃত্তি গ্রহনের প্রস্তুতি

২. পঠন লিখন ও গণিত সম্পর্কে জ্ঞান।

১. শিক্ষার্থীর সার্বিক বিকাশ।

২. পঠন লিখন গণিত অধিকার, দায়িত্ববোধ এবং সম্পর্কে বিষয়ে জ্ঞান।

পাঠক্রমের প্রকৃতি পাঠক্রম নির্দিষ্ট বিষয় সমূহের ওপর গুরুত্ব, বহুমুখী পাঠক্রম নয়। বহুমুখী পাঠক্রম।
উৎস স্বাস্থ্য, বিদ্যালয়, পরিবার। বিদ্যালয়, পরিবার, রেডিয়ো, টেলিফোন ও সিনেমা।
পদ্ধতি শিক্ষন মৌলিক আলোচনা পদ্ধতি স্মৃতির ওপর বেশি গুরুত্ব। শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা।
শিক্ষার্থীর ভূমিকা শিক্ষার্থীর নিষ্ক্রিয় শ্রোতা ভূমিকা। সর্বদা সক্রিয়।

 

প্রশ্নঃ  শিক্ষার লক্ষ্য সমূহের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখ?

 

উত্তরঃ যে কোনো পরিকল্পিত কর্মসূচির অপরিহার্য শর্ত হল তার একটি নির্দিষ্ট লক্ষ্য থাকবে, শিক্ষা একটি পরিকল্পিত কর্মসূচি, লক্ষ্যই শিক্ষার্থীর মধ্যে গতি আনে এবং শিক্ষামূলক বিভিন্ন প্রচেষ্টার তাৎপর্য নির্ধারণ করে। যেসব কারনে শিক্ষার লক্ষ্য সমূহের প্রয়োজনীতা রয়েছে সেগুলি হল –

১. শিক্ষার লক্ষ্য শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কর্মপ্রচেষ্টাকে অর্থপূর্ণ করে তোলে।

২. শিক্ষার লক্ষ্য শিক্ষামূলক কর্ম সম্পাদনের অনুপ্রেরণা বৃদ্ধিতে সাহায্য করে।

৩. শিক্ষার লক্ষ্য শিক্ষার পাঠক্রম রচনা করতে সাহায্য করা।

৪. শিক্ষার মূল্যায়নের ভিত্তি তৈরি হয় শিক্ষার লক্ষকে কেন্দ্র করে।

৫. শিক্ষার লক্ষ্য শিক্ষামূলক কর্ম সম্পাদনের পথ নির্দেশ করে এবং আমাদের সময় ও পরিশ্রম অনেক কমিয়ে দেয়।

৬. শিক্ষার লক্ষ্য গুলি শিক্ষা প্রক্রিয়ার নিরবিচ্ছিন্নতা ও ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে।

৭. শিক্ষার লক্ষ্যগুলি শিক্ষার্থীর বুদ্ধিগত সক্রিয়তা বৃদ্ধিতে সাহায্য করা।

৮. শিক্ষার লক্ষ্য বিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থাকে সঠিক ভাবে পরিচালন করতে সাহায্য করা।

শিক্ষা প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ হল শিক্ষার লক্ষ্য। শিক্ষার্থীর আচরণগত মান উন্নয়নে এবং সঠিক বিকাশে শিক্ষার লক্ষের যথেষ্ট প্রয়োজনীতা রয়েছে। শিক্ষার্থী কী শিখবে এবং কেন শিখবে অথবা শিক্ষক কী শেখাবেন – এইগুলি সবই শিক্ষা লক্ষ্যের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। তাই শিক্ষার লক্ষ্যের বিশেষ গুরুত্ব রয়েছে।

 

Read More ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্টগুলি আলোচনা করো।

 

অবশেষে আপনাকে / তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় করে শিক্ষার লক্ষ্য সমূহের প্রয়োজনীয়তা ও সংকীর্ন অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য লেখ প্রশ্ন দুটির উত্তর পুরোপুরি পড়ার জন্য। এভাবেই চীরদিন আর্টসস্কুল ডট ইন এর পাশে থেকে তোমাদের সাপোর্ট দেখিয়ো যাতে আমরা ভবিষ্যতে শিক্ষার লক্ষ্য সমূহের প্রয়োজনীয়তা ও সংকীর্ন অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য লেখ প্রশ্নের উত্তর গুলির মতো আরো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরতে পারি এবং তোমরা সেগুলো পরে তোমাদের একাদশ শ্রেণির পরিক্ষার জন্য তৈরি হতে পারো।

 

বিঃ দ্রঃ শিক্ষার লক্ষ্য সমূহের প্রয়োজনীয়তা ও সংকীর্ন অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য লেখ এই প্রশ্নের উত্তর গুলি তৈরি করা হয়েছে কিছু অভিজ্ঞ শিক্ষক দের পরামর্শ নিয়ে এবং এর সাথে কিছু পাঠ্য বইয়ের ও সাহায্য নেওয়া হয়েছে। যদিও শিক্ষকদের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়েছে কিন্তু কোনো প্রকাশকের সাথে যোগাযোগ করা হয়ে ওঠেনি। তাই শিক্ষার লক্ষ্য সমূহের প্রয়োজনীয়তা ও সংকীর্ন অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য লেখ প্রশ্নের উত্তর গুলি  নিয়ে আপনাদের কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তবে আমাদের জানান ইমেল করে, [email protected] এই ঠিকানায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!