Menu

শিলা অধ্যায়ের ছোট প্রশ্নোত্তর, অষ্টম শ্রেণী ভূগোল

শিলা অধ্যায়ের ছোট প্রশ্নোত্তর, আজকের আমাদের এই আর্টিকেলের আলোচ্য বিষয় হল অষ্টম শ্রেণীর ভূগোলের তৃতীয় অধ্যায় শিলা। এখানে আমরা শিলা অধ্যায়ের ছোট প্রশ্নোত্তর, গুলি নিয়ে আলোচনা করবো।

WBBSE Board নির্দেশিত অষ্টম শ্রেণীর ভূগোল বই এর তৃতীয় অধ্যায় হল শিলা। যে অধ্যায় থেকে আমরা এই শিলা অধ্যায়ের ছোট প্রশ্নোত্তর পর্বটি তৈরি করেছি। যা তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।

কিন্তু তোমাদের কাছে আমারা একটিই অনুরোধ শিলা অধ্যায়ের ছোট প্রশ্নোত্তর গুলি পড়ার আগে একটিবার হলেও স্কুল প্রদত্ত পাঠ্য বইটি থেকে শিলা অধ্যায়টি ভালো করে পড়ে নিও যাতে শিলা অধ্যায়ের ছোট প্রশ্নোত্তর গুলি বুঝতে তোমাদের কোনো অসুবিধা না হয়।

শিলা অধ্যায়ের ছোট প্রশ্নোত্তর
শিলা অধ্যায়ের ছোট প্রশ্নোত্তর

তাহলে চলো দেখে নেওয়া যাক শিলা অধ্যায়ের ছোট প্রশ্নোত্তর গুলিঃ

 

১) শিলা কাকে বলে?

উঃ ভূ-বিজ্ঞানীদের মতে ভূত্বক যে সব উপাদান দিয়ে গঠিত তাদের শিলা বলে।

২) শিলা কতপ্রকার ও কী কী?

উঃ শিলা প্রধানত তিন প্রকার, এগুলি হল – আগ্নেয়শিলা, পাললিকশিলা ও রূপান্তরিতশিলা।

৩) জৈব পদার্থ দ্বারা গঠিত একটি শিলার নাম লেখ?

উঃ জৈব পদার্থ দ্বারা গঠিত একটি শিলা কয়লা।

৪) বেলেপাথরের রূপান্তরিত রুপ কোনটি?

উঃ বেলেপাথরের রূপান্তরিত রুপ কোয়ার্টজাইট ।

৫) বাটনা বাটার শিল কোন শিলার উদাহরণ?

উঃ বাটনা বাটার শিল পাললিক শিলার (বেলেপাথর) উদাহরণ।

৬) জীবাশ্ম দেখা যায় কোন শিলায়?

উঃ জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায়।

৭) আগ্নেয়শিলার একটি উল্লেখযোগ্য উদাহরণ দাও?

উঃ আগ্নেয়শিলার একটি উল্লেখযোগ্য উদাহরণ ব্যসল্ট।

৮) আগ্নেয় শিলাকে কোন ধরণের শিলা বলে?

আগ্নেয় শিলাকে অস্তিভূত শিলা বলে ।

আরো পড়ুন ইতিহাসের ধারনা অধ্যায়ের Important ছোট প্রশ্ন ও উত্তর

৯) গ্রানাইট রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়?

উঃ গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস শিলায় পরিণত হয় ।

১০) একটি শিলা গঠনকারী খনিজের উদাহরণ দাও?

উঃ একটি শিলা গঠনকারী খনিজের উদাহরণ কোয়ার্টস।

১১) বিজ্ঞানের যে শাখায় শিলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে কী বলে?

উঃ বিজ্ঞানের যে শাখায় শিলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে প্রেটলজি বলে ।

১২) প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় কোন শিলায়?

উঃ প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় পাললিক শিলায়।

১৩) সিমেন্ট তৈরি করতে ব্যবহার করা হয় কোন শিলা?

উঃ সিমেন্ট তৈরি করতে ব্যবহার করা হয় চুনাপাথর।

১৪) চুনাপাথরের রূপান্তরিত রুপ কী?

উঃ চুনাপাথরের রূপান্তরিত রুপ মার্বেল পাথর।

১৫) ব্যসল্ট শিলার রূপান্তরিত রুপ কী?

উঃ ব্যসল্ট শিলার রূপান্তরিত রুপ অ্যাম্ফিবোলাইট।

১৬) তাজমহল নির্মিত হয়েছে কোন পাথরে?

উঃ তাজমহল নির্মিত হয়েছে মার্বেল পাথরে।

আরো পড়ুন অধীনতামূলক মিত্রতা নীতি ও স্বত্ববিলোপ নীত

১৭) আগ্নেয় শিলার ওপর নাম কী?

উঃ আগ্নেয় শিলার ওপর নাম প্রাথমিক শিলা।

১৮) লালকেল্লা কোন ধরণের শিলায় গঠিত?

উঃ  লালকেল্লা বেলেপাথর দ্বারা গঠিত ।

১৯) ভারতের ছোটনাগপুর অঞ্চল কোন শিলায় গঠিত?

উঃ ভারতের ছোটনাগপুর অঞ্চল গ্রানাইট শিলায় গঠিত ।

২০) সর্বোচ্চ কঠিন খনিজ কোনটি?

উঃ সর্বোচ্চ কঠিন খনিজ হীরক।

২১) কাকে ভারতের খনিজ ভাণ্ডার বলে?

উঃ ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলে।

২২) কোন শিলা থেকে কালো মাটি তৈরি হয়?

উঃ ব্যাসল্ট থেকে কালো মাটি তৈরি হয় ।

২৩) কোন মাটিতে তুলো চাষ ভালো হয়?

উঃ কালো মাটিতে তুলো চাষ ভালো হয়।

২৪) সুন্দরবনে কোন ধরণের মাটি দেখা যায়?

উঃ সুন্দরবনে নোনা মাটি দেখা যায় ।

২৫) প্রেটোলজি কী?

উঃ বিজ্ঞানের যে শাখায় উৎপত্তি, বৈশিষ্ট সহ শিলা সম্পর্কে যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে প্রেটোলজি বলা হয়।

আরো পড়ুন উপনিবেশিক অর্থনীতির চরিত্র অষ্টম শ্রেণী ছোট প্রশ্নোত্তর

আরো পড়ুন অস্থিত পৃথিবী অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর

আরো পড়ুন উপনিবেশিক কতৃত্ব প্রতিষ্ঠা অষ্টম শ্রেণীর ইতিহাস

অবশেষে আপনাকে/তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় করে শিলা অধ্যায়ের ছোট প্রশ্নোত্তরগুলি পুরো মনোযোগ দিয়ে পড়ার জন্য। এভাবেই www.artsschool.in এর পাশে থেকো যাতে ভবিষ্যতে আমরা তোমাদের শিলা অধ্যায়ের ছোট প্রশ্নোত্তর এর মতো আরো উন্নত মানের Notes বা study material তুলে ধরতে পারি আর তোমরা তোমাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারো।

শেষে একটি কথায় বলতে চায় যে, শিলা অধ্যায়ের ছোট প্রশ্নোত্তর এর এই আর্টিকেলটি কিছু অভিজ্ঞ শিক্ষক ও কিছু বই এর সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে, যদিও শিক্ষক দের অনুমতি নেওয়া হয়েছে কিন্তু  প্রকাশকদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়ে ওঠেনি। এবিষয়ে আপনাদের কারো যদি কোনো অসুবিধা থাকে তবে যোগাযোগ করুন আমাদের সাথে এবং জানান আপনার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!