সংস্কার-বৈশিষ্ট-ও-পর্যালোচনা (Reform features and reviews) অর্থাৎ মাধ্যমিকের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় এর গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে আলোচনা করা হবে আজকের এই আর্টিকেলে যেগুলো মাধ্যমিকে ছাত্র ছাত্রীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, তায় তোমাদেরকে বলবো ভালো করে পুরো আর্টিকেল টি পরো ও পারলে নিজেদের খাতায় লিখে নাও, তাহলে বিশেষ ভাবে উপকৃত হবে।
তাহলে চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক মাধ্যমিকের সংস্কার-বৈশিষ্ট-ও-পর্যালোচনা (Reform features and reviews) অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর
১) ভারতের প্রথম বাণিজ্য বিষয়ক বাংলা ভাষায় প্রকাশিত দৈনিক সংবাদপত্র কী?
উঃ ভারতের প্রথম বাণিজ্য বিষয়ক বাংলা ভাষায় প্রকাশিত দৈনিক সংবাদপত্র ছিল জয়কালী বসু সম্পাদিত ‘মহাজন দর্পণ’।
২) কাঙাল হরিনাথ কে?
উঃ গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক হরিনাথ মজুমদার, যিনি কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন।
৩) কোলকাতা মাদ্রাসা কে কেন গড়ে তোলেন?
উঃ প্রাচ্যবিদ্যার পৃষ্ঠপোষক হিসেবে হেস্টিংস আরবি, ফারসি ও মুসলিম আইন চর্চার লক্ষে কলকাতা মাদ্রাসা গড়ে তোলেন (১৭৮১ খ্রিষ্টাব্দে)।
৪) হেয়ার স্কুলের আগের নাম কি ছিল?
উঃ ১৮১৭ খ্রিষ্টাব্দে হেয়ার কলকাতায় ইংরেজি বিদ্যালয় পটলডাঙা অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেন যার পরে নাম হয় হেয়ার স্কুল।
৫) ‘মদ না গরল’ – কী?
উঃ শ্রমিক শ্রেণিকে সংগঠিত করার লক্ষে প্রকাশিত পত্রিকা ‘ভারত শ্রমজীবী’ পত্রিকায় মদ না গরল নামে এক পয়সা দামে পত্রিকা প্রকাশের মাধ্যমে সুরা পানের কুফল তুলে ধরা হয়।
৬) বিদ্যাসাগর বিধবা বিবাহের কারন কোথায় তুলে ধরেন?
উঃ বিদ্যাসাগর সর্বশুভকরী সভার মুখপত্র সর্বশুভকরী পত্রিকার প্রথম সংখ্যায় ‘বাল্যবিবাহের দোষ’ নামে প্রবন্ধে বিধবা বিবাহের কারন তুলে ধরেন।
৭) নববিধান কী?
উঃ কেশবচন্দ্রের নেতৃত্বাধীন ব্রাহ্মসমাজ ‘নববিধান’ নামে পরিচিত।
৮) ব্রাহ্মসমাজ গড়ে ওঠার লক্ষ্য কী ছিল?
উঃ রামমোহন রায় একেশ্বরবাদের প্রচার ও পৌত্তলিকতাবাদের বিরোধিতার লক্ষে গড়ে তুলেছিলেন ব্রাহ্মসমাজ।
৯) নব্য বেদান্ত কী?
উঃ রামকৃষ্ণদেব বেদান্তের যে মানবিক ব্যাখ্যা দেন তা নব্য বেদান্ত নামে পরিচিত।
১০) ‘নবজাগরণের বীজ বপনের যুগ’ – কোন সময়কে বলা হয়?
উঃ নবজাগরণের পূর্ব যুগকে ‘নবজাগরণের বীজ বপনের যুগ’ বলে উল্লেখ করা হয়। এই বীজ বপনের যুগ ধরা হয় মূলত ১৭৭১ খ্রিষ্টাব্দে বাংলার নতুন কাউন্সিল এবং সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠার পর থেকে।
১১) কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে?
উঃ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য জেমস উইলিয়াম কোলভিল।
১২) কার আন্দোলনের ফলে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়?
উঃ রামমোহনের আন্দোলনের ফলে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়।
১৩) তথাকথিত নবজাগরণ কাকে বলা হয়?
উঃ উনিশ শতকে বাংলার বৌদ্ধিক অগ্রগতিকে নবজাগরণ বলা হয় ।
১৪) নবজাগরণ প্রথম কোন শহরে শুরু হয়?
উঃ ইতালির ফ্লোরেন্স শহরে প্রথম নবজাগরণ শুরু হয় ।
১৫) নব্য বেদান্তবাদ কার রচনা?
উঃ নব্য বেদান্তবা রচনা করেন স্বামি বিবেকানন্দ।
১৬) বিজয়কৃষ্ণ গোস্বামী কে ছিলেন?
উঃ বিজয়কৃষ্ণ গোস্বামী (১৮৪১ – ৯৯) ছিলেন উনিশ শতকের দ্বিতীয়ার্ধের একজন গুরুত্বপূর্ণ সাধক।
১৭) কত খ্রিষ্টাব্দে কে ১৭নং রেগুলেশন আইন পাশ করেন?
উঃ ১৮২৯ খ্রিষ্টাব্দে লর্ড বেন্টিক রেগুলেশন আইন পাশ করেন।
১৮) তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
উঃ তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত।
১৯) কোলকাতা মেডিক্যাল কলেজের জন্য জমি দান করেন কে?
উঃ কোলকাতা মেডিক্যাল কলেজের জন্য জমি দান করেন মতিলাল শীল।
২০) মক্তাব কী?
উঃ মুসলিমদের শিক্ষাদানের প্রধান কেন্দ্র হল মক্তাব ।
২১) ‘নীল বিদ্রোহ’ – নাটকটি কবে প্রকাশিত হয়?
উঃ ১৮৫৮ খ্রিষ্টাব্দে(দীনবন্ধু মিত্র রচিত) ‘নীল বিদ্রোহ’ – নাটকটি প্রকাশিত হয়।
২২) বিদ্যোৎসাহিনী সভা কে প্রতিষ্ঠা করেন?
উঃ ১৮৫৫ খ্রিষ্টাব্দে কালীপ্রসন্ন সিংহ বিদ্যোৎসাহিনী সভা প্রতিষ্ঠা করেন।
২৩) হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত পত্রিকাটির নাম কী ছিল?
উঃ হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত পত্রিকাটির নাম হিন্দু পেট্রিয়ট।
২৪) বাঙালি সংবাদপত্র চর্চার সূচনা কবে কার হাতে হয়?
উঃ ১৮১৮ খ্রিষ্টাব্দে গঙ্গাকিশোর ভট্টাচার্যের হাতে বাঙালি সংবাদপত্র চর্চার সূচনা হয় ।
২৫) লালন ফকিরের জন্ম কত খ্রিষ্টাব্দে হয়?
উঃ লালন ফকিরের জন্ম ১৭৭৪ খ্রিষ্টাব্দে।
২৬) অরবিন্দ ঘোষ কাকে আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা বলে অভিহিত করেছেন?
উঃ অরবিন্দ ঘোষ স্বামী বিবেকানন্দকে আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা বলে অভিহিত করেছেন।
২৭) ‘হিস্ট্রি অব বেঙ্গল’ – গ্রন্থটি কে রচনা করেন?
উঃ স্যার যদুনাথ সরকার ‘হিস্ট্রি অব বেঙ্গল’ – গ্রন্থটি রচনা করেন।
২৮) কত খ্রিষ্টাব্দে কনস্ট্যান্টিনোপলের পতন হয়?
উঃ ১৪৫৩ খ্রিষ্টাব্দে কনস্ট্যান্টিনোপলের পতন হয়।
২৯) কার উদ্যোগে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয়?
উঃ দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয়।
৩০) সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত।
সংস্কার বৈশিষ্ট ও পর্যালোচনা এর ছোট প্রশ্ন ও উত্তর। ছারাও পৃথিবীর অন্দরমহল এর ছোট প্রশ্ন ও উত্তর অষ্টম শ্রেণির জন্য দেখতে পারো।
৩১) নীলদর্পন নাটকটি কার লেখা?
উঃ নীলদর্পন নাটকটি দীনবন্ধু মিত্রের লেখা।
৩২) কাকে ভারতের প্রথম আধুনিক মানব বলা হয়?
উঃ রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানব বলা হয়।
৩৩) কে বিধবা বিবাহের প্রচলন করেন?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের প্রচলন করেন।
৩৪) হুতোম পেচার নকশা গ্রন্থটির লেখক কে?
উঃ হুতোম পেচার নকশা গ্রন্থটির লেখক কালীপ্রসন্ন সিংহ।
৩৫) কত খ্রিষ্টাব্দে নীল বিদ্রোহের সূচনা হয়?
উঃ ১৮৫৮ খ্রিষ্টাব্দে নীল বিদ্রোহের সূচনা হয়।
৩৬) এশিয়াটিক সোসাইটি কবে স্থাপিত হয়?
উঃ এশিয়াটিক সোসাইটি ১৭৮৪ খ্রিষ্টাব্দে স্থাপিত হয়।
৩৭) পটলডাঙ্গা একাডেমীর বর্তমান নাম কী?
উঃ পটলডাঙ্গা একাডেমীর বর্তমান নাম হেয়ার স্কুল।
৩৮) ১৮১৫ সালে কে কোলকাতায় অ্যাংলো হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন?
উঃ ১৮১৫ সালেরাজা রামমোহন রায় কোলকাতায় অ্যাংলো হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন।
৩৯) ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজের নাম কী?
উঃ ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজের নাম বেথুন কলেজ।
৪০) বাংলাদেশের প্রথম সংবাদপত্রের নাম কী ছিল?
উঃ বাংলাদেশের প্রথম সংবাদপত্রের নাম বেঙ্গল গেজেট।
৪১) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?
উঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
৪২) জনশিক্ষা কমিটির সম্পাদক কে ছিলেন?
উঃ জনশিক্ষা কমিটির সম্পাদক ছিলেন এইচ এইচ উইলসন।
৪৩) ভারতে প্রতিষ্ঠিত প্রথম ছাত্র সংগঠনের নাম কী ছিল?
উঃ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও প্রতিষ্ঠিত অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন হল ভারতে প্রতিষ্ঠিত প্রথম ছাত্র সংগঠন।
৪৪) শিকাগো বিশ্বধর্ম সন্মেলন কত খ্রিষ্টাব্দে বসেছিল এবং এর প্রধান বক্তা কে ছিলেন?
উঃ ১৮৯৩ খ্রিস্থাব্দে শিকাগো বিশ্বধর্ম সন্মেলন বসেছিল এর প্রধান বক্তা ছিলেন স্বামী বিবেকানন্দ।
৪৫) রামকৃষ্ণদেব কি বলতেন?
উঃ তিনি বলতেন শিবজ্ঞানে জীবসেবা করতে এবং আরও বলতেন কালী খ্রিষ্ট আল্লা কোন তফাৎ নেই একই ঈশ্বরের ভিন্ন নাম।
Read More নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ নবম শ্রেণী
Read More From Here ইতিহাসের ধারনা অধ্যায়ের Important ছোট প্রশ্ন ও উত্তর
আরো পড়ুন গ্রহরুপে পৃথিবী ছোট প্রশ্ন ও উত্তর class 9 2021
আরো পড়ুন উপনিবেশিক কতৃত্ব প্রতিষ্ঠা অষ্টম শ্রেণীর ইতিহাস
*** অবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে এই পোস্টটি পড়ার জন্য। এভাবেই চিরদিন https://artsschool.in এর এই ব্লগের পাশে থাকুন যাতে ভবিষ্যতে আরো উন্নত মানের Study material & Notes আপনাদের সামনে তুলে ধরতে পারি। একটাই অনুরোধ করবো নিয়মিত আমাদের এই ব্লগে Visit করুন এবং নিজের জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করে তুলুন।