Menu

Madhyamik Geography Test paper page 59 SaQ & Mcq Solved

Madhyamik Geography Test paper page 59 ; সামনের ফেব্রুয়ারিতেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ২০২৪ অনুষ্ঠিত হতে চলেছে;  তাই এ বছর যে সকল ছাত্র-ছাত্রী মাধ্যমিক দেবে তাদের জন্য টেস্ট পেপার করা আবশ্যক।  সেইদিক তাকে মাথায় রেখেই আমরা অর্থাৎ আর্টস স্কুল ডট ইন নিয়ে এসেছি টেস্ট পেপার সলভ আর্টিকেল।  আজকের এই আর্টিকেলে তোমরা পাবে মাধ্যমিক ABTA টেস্ট পেপারের ভূগোল ৫৯ পৃষ্ঠার ছোট প্রশ্নের গুলোর সমাধান। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের আর্টিকেলটি।

ভূগোল

Madhyamik Geography Test paper page 59

বিভাগ-‘

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:       ×১৪=১৪

১.১ কোনটি নদীর বহনকার্যের প্রক্রিয়া নয়? – (ক) লম্ফদান (খ) অবঘর্ষ (গ) টান (ঘ) ভাসমান।

উত্তরঃ () অবঘর্ষ।

১.২ কোনটি মরুকরণে সহায়তা করে না? -(ক) অতিরিক্ত চাষবাস (খ) পশুচারণ (গ) কাঁটা-ঝোপজাতীয় বৃক্ষরোপণ (ঘ) বনহরণ।

উত্তরঃ () কাঁটাঝোপজাতীয় বৃক্ষরোপণ।

১.৩ হেটেরোস্ফিয়ারের নিম্নতম স্তরটি হল -(ক) আণবিক নাইট্রোজেন স্তর (খ) হাইড্রোজেন স্তর (গ) পারমাণবিক অক্সিজেন স্তর (ঘ) হিলিয়াম স্তর।

উত্তরঃ -() আণবিক নাইট্রোজেন স্তর।

১.৪ যে লেখচিত্রের উষ্ণতার নির্দেশক রেখাটি উত্তল, সেটি অবশ্যই যে গোলার্ধের হবে, তা হল- (ক) উত্তর গোলার্ধ (খ) দক্ষিণ গোলার্ধ (ঘ) পূর্ব গোলার্ধ (৫) পশ্চিম গোলার্ধ।

উত্তরঃ () দক্ষিণ গোলার্ধ।

১.৫ বেঙ্গুয়েলা স্রোত দেখা যায়- (ক) উত্তর প্রশান্ত মহাসাগরে (খ) দক্ষিণ প্রশান্ত মহাসাগরে (গ) উত্তর আটলান্টিক মহাসাগরে (ঘ) দক্ষিণ আটলান্টিক মহাসাগরে।

উত্তরঃ () দক্ষিণ প্রশান্ত মহাসাগরে।

১.৬. চাঁদ ও পৃথিবীর মধ্যে সবচেয়ে কম দূরত্বের অবস্থানকে বলে- (ক) পেরিজি (খ) অ্যাপোজি (গ) সিজিগি (ঘ) কোনটিই নয়।

উত্তরঃ () পেরিজি।

১.৭ নীচের যে উৎস থেকে সাধারণ বর্জ্য উৎপাদন হয় না, তা হল- (ক) হাসপাতাল (খ) গৃহস্থালী (গ) গবেষণাগার (ঘ) সৌরবিদ্যুৎ কেন্দ্র।

উত্তরঃ () সৌরবিদ্যুৎ কেন্দ্র।

১.৮ কার্ডামম পর্বতের কাছে রয়েছে- (ক) থলথাট (খ) ভোরঘাট (গ) রাজঘাট (ঘ) পালঘাট গ্যাপ।

উত্তরঃ () পালঘাট গ্যাপ।

১.৯ নীচের যে শহরটিতে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে তা হল- (ক) দিল্লি (খ) জয়পুর (গ) মুম্বাই (ঘ) কানপুর।

উত্তরঃ () মুম্বাই।

১.১০ ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল- (ক) জলসেচ (খ) ঝুমচাষ (গ) ফালিচাষ (ঘ) পশুচারণ।

উত্তরঃ () ফালিচাষ।

১.১১ আমন ধানের বীজ বপন করা হয়- (ক) এপ্রিল-মে মাসে (খ) আগস্ট-সেপ্টেম্বর মাসে (গ) জুন-জুলাই মাসে (ঘ) নভেম্বর-ডিসেম্বর মাসে।

উত্তরঃ () জুনজুলাই মাসে।

১.১২ বোকারো লোহা-ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে- (ক) কিরিবুরু থেকে (খ) হসপেট থেকে (গ) নিভেলি থেকে (ঘ) বায়লাডিলা থেকে।

উত্তরঃ () বায়লাডিলা থেকে।

১.১৩ কোনো শহরের ন্যূনতম জনঘনত্ব প্রতিবর্গ কিমিতে- (ক) ৪০০ জন (খ) ৮০০ জন (গ) ৪০০০ জন (ঘ) ১০০০জন।

উত্তরঃ () ৪০০ জন।

১.১৪ সূর্য সমলয় উপগ্রহগুলির উচ্চতা- (ক) ৮০০ কিমি (খ) ২০০০ কিমি (গ) ২০০০০ কিমি (ঘ) ৩৬০০০ কিমি।

উত্তরঃ () ৮০০ কিমি।

Read More: Madhyamik Bengali Test paper page 64 SaQ & Mcq Solved

বিভাগ-‘

. নীচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশেশুএবং অশুদ্ধ হলেলেখো। (যে কোনো ছটি):                                                                                                       x=

২.১.১ মহাদেশীয় হিমবাহে বার্গফ্রন্ড দেখা যায়।

উত্তরঃ ভুল।

২.১.২ লা লিনার প্রভাবে প্রশায় মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়।

উত্তরঃ ঠিক।

২.১.৩ অমাবস্যায় সমুদ্রের জল বাড়ে কিন্তু পূর্ণিমায় সমুদ্র জলতল একদম কমে যায়।

উত্তরঃ ভুল।

২.১.৪ ঋতুভেদে যে বায়ু প্রবাহিত হয় পশ্চিমবঙ্গে তার নাম কালবৈশাখী।

উত্তরঃ ভুল

২.১.৫ বাবলা একটি জেরোফাইট উদ্ভিদ হিসাবে চিহ্নিত হয়।

উত্তরঃ ঠিক।

২.১.৬ ব্যাঙ্গালুরুকে দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার বলে।

উত্তরঃ ভুল।

২.১.৭ দূর সংবেদন ব্যবস্থায় সবসময় সেন্সরের কাজ প্রধান।

উত্তরঃ ঠিক।

Read More: Madhyamik Bengali Test paper page 9 SaQ & Mcq Solved

. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো: (যে কোনো ছটি): ×=

.. শিলাময় মরুভূমির অন্য নাম।

উত্তরঃ শিলাময় মরুভূমির অন্য নাম হামাদা।

.. নাতিশীতোষ্ণ মণ্ডলের গড় উষ্ণতা ° সে থেকে এর মধ্যে হয়।

উত্তরঃ নাতিশীতোষ্ণ মণ্ডলের গড় উষ্ণতা ০° সে থেকে ১৫ ডিগ্রি এর মধ্যে হয়।

.. কোন উষ্ণ স্রোতের প্রভাবে শীতকালে জাপান উপকূল উষ্ণ থাকে।

উত্তরঃ কুরোশিও স্রোত এর প্রভাবে শীতকালে জাপান উপকূল উষ্ণ থাকে।

.. রেডিয়াম এক ধরণের বর্জ্য।

উত্তরঃ রেডিয়াম এক ধরণের তেজস্ক্রিয় বর্জ্য।

.. বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে কোন উপত্যকা।

উত্তরঃ বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে গ্রস্থ উপত্যকা।

.. ভারতের দীর্ঘতম উপনদী হল।

উত্তরঃ ভারতের দীর্ঘতম উপনদী হল যমুনা।

.. উত্তর ভারতের নতুন পলিমাটিকে বলে।

উত্তরঃ উত্তর ভারতের নতুন পলিমাটিকে কারেওয়া বলে।

Read More: Madhyamik History Test paper page 50 SaQ & Mcq Solved

. একটি বা দুটি শব্দে উত্তর দাও: (যে কোনো ছটি):                                       x=

.. জমাটবদ্ধ তুষারকণাকে কী বলে?

উত্তরঃ জমাটবদ্ধ তুষারকণাকে হিমশৈল বলা হয়।

.. কোন্ যন্ত্রের সাহায্যে বায়ুর গতিকে পরিমাপ করা হয়?

উত্তরঃ অ্যানিমোমিটার এর সাহায্যে বায়ুর গতিকে পরিমাপ করা হয়।

.. জোয়ার ভাটার প্রধান কারণ কী?

উত্তরঃ জোয়ার ভাটার প্রধান কারন হল – চাদের আকর্ষণ।

.. একটি পারদঘটিত বর্জ্যের নাম করো।

উত্তরঃ একটি পারদ ঘটিত বর্জের নাম – পারদ লবন।

.. মরু মৃত্তিকার আর এক নাম কী?

উত্তরঃ মরু মৃত্তিকার আরেকনাম সিরোজোম।

.. ভারতের একটি সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ দাও।

উত্তরঃ মোটর গাড়ি নির্মাণ শিল্প হল ভারতের একটি সংযোজন ভিত্তিক শিল্প।

.. এশিয়ার মধ্যে কোন্ শহর প্রথম কম্পিউটার ব্যবহার শুরু করে?

উত্তরঃ এশিয়ার মধ্যে প্রথম কোলকাতায় কম্পিউটার ব্যবহার শুরু করে।

.৩.৮ ভূসমলয় উপগ্রহের কক্ষপথকে কী বলে?

উত্তরঃ ভূসমলয় কক্ষপথ বা কৃত্রিম কক্ষপথ।

Read More: নদীর বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ-মাধ্যমিক ভূগোল

. বামদিকের সঙ্গে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো:                                       ×=
বামদিক

 

ডানদিক

 

২.৪.১ প্লাবন ভূমি

 

(১) রেলইঞ্জিন কারখানা ( ২)

 

২.৪.২ বারানসী (২) ওড়িশা (৩)

 

২.৪.৩ পারাদ্বীপ বন্দর

 

(৩) জম্মু-কাশ্মীর (৪)

 

২.৪.৪ কারেওয়া

 

(৪) স্বাভাবিক বাঁধ (১)

 

*** এই বিভাগের উত্তরগুলি পাশে নাম্বারিং এর মাধ্যমে দেখানো হয়েছে।

Madhyamik Geography Test paper page 59 SaQ & Mcq Solved
Madhyamik Geography Test paper page 59 SaQ & Mcq Solved

মাধ্যমিক টেস্ট পেপার সলভের ( Madhyamik Geography Test paper page 59 SaQ & Mcq Solved) এই নতুন প্রয়াসটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না যেন।  এছাড়াও মাধ্যমিক তথা উচ্চমাধ্যমিক এবং পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদের অন্যান্য শ্রেণীর নোটস এবং সহায়ক আর্টিকেল পেতে রেগুলার ভিজিট করো আমাদের এই ব্লগ সাইটটি। , আর্টস স্কুল ডট ইন সর্বদা চেষ্টা করে তোমাদের পাঠো উপযোগী কনটেন্ট গুলো তোমাদের সামনে তুলে ধরতে।  তোমাদের একটি ছোট্ট কমেন্ট এবং সাপোর্ট আমাদের আরও উৎসাহিত করবে ভবিষ্যতে আরো পাঠ্য উপযোগী আর্টিকেলগুলি তুলে ধরতে।  সুতরাং চলো তাহলে আমাদের জীবনের পথে এগিয়ে যাওয়ার যাত্রায় আর একটু বেশি করে প্রস্তুত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!