Menu

Madhyamik History Suggestion 2021

Madhyamik History Suggestion 2021 আজকের আমাদের এই আর্টিকেলের আলোচনার বিষয় হল আগামী WBBSE BOARD এর মাধ্যমিক পরিক্ষার জন্য সাজেশন যা তোমাদের ভালো করে দেখে নেওয়া দরকার। 

যেহেতু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক সিলেবাসের ৩০ থেকে ৩৫% বিষয় কমিয়ে দিয়েছে, তাই তোমাদেরকে বাদ দেওয়া বিষয়ের প্রস্ন গুলো বাদ দিয়েই এই Madhyamik History Suggestion 2021 টিকে অনুসরণ করতে হবে। 

Madhyamik History Suggestion 2021

(Madhyamik History Suggestion 2021) বিভাগ – ‘ক’

বহুবিকল্প ভিত্তিক প্রশ্নঃ

প্রতিটি প্রশ্নের মান ১ যার জন্য তোমাদের পর্ষদ নির্ধারিত ইতিহাস বই ভালো করে খুঁটিয়ে পড়তে হবে আর সবশেষে Test Paper Solve করলেই হয়ে যাবে MCQ প্রস্ন গুলি নিয়ে আর কোনো চিন্তার কারন থাকবে না, যার জন্য Madhyamik History Suggestion 2021 এর এই অংশে কোনো প্রশ্ন তোমাদের দেওয়া হচ্ছে না।

বিভাগ – ‘খ’

অতিসংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নঃ

এক্ষেত্রেও একই উপদেশ দেবো, ভালো করে তোমাদের পাঠ্য ইতিহাস বই পড়ো এবং Test Paper Solve করো। কারন এতো SAQ প্রশ্ন থাকে মাধ্যমিক ইতিহাসে যে তার মধ্যে থেকে বেছে দেওয়া যায় না, তাই এর জন্য তোমাদেরকে নিজেদেরকেই খাটতে হবে পুরো নম্বর পেতে হলে। আজকের এই Madhyamik History Suggestion 2021 এ আমরা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, এবং ৪ ও ৮ মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে তৈরি করার পরামর্শ দেবো, যেগুলোকে তোমরা Madhyamik History Suggestion 2021 হিসাবেও ধরতে পারো।

বিভাগ – ‘গ’

Madhyamik History Suggestion 2021 এর এই অংশে আমরা তোমাদের কিছু সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন তুলে ধরবো যেগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে যাদের উত্তর তোমাদেরকে দুটি অথবা তিনটি বাক্যে লিখতে হবে। প্রশ্ন গুলি হল-

১) নতুন সামাজিক ইতিহাস কী? ২) ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা/অসুবিধা গুলি লেখ। ৩) নিম্নবর্গের ইতিহাস নিয়ে চর্চা করেন এমন দুজন ঐতিহাসিকের নাম লেখ। ৪) সামাজিক ইতিহাস কী? ৫) দুজন ভারতীয় ঐতিহাসিকের নাম লেখ যারা খেলার ইতিহাস চর্চা করেছেন। ৬) আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারী নথিপত্রের গুরুত্ব আলোচনা করো। ৭) ফটোগ্রাফি কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হয়ে উঠেছে। ৮) সতীদাহ প্রথা কী? ৯) চুইয়ে পরা নীতি কী? ১০) কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। ১১) উডের ডেসপ্যাচ কী? ১২) ভারতীয় শিক্ষা বিষয়ে ১৮১৩ সালের সনদ আইনের গুরুত্ব কী? ১৩) সাঁওতাল বিদ্রোহের দুটি কারন লেখ। ১৪) পাবনা কৃষক বিদ্রোহের দুজন নেতার নাম লেখ। ১৫) খুঁৎকাঠি প্রথা কী? ১৬) ফরাজি আন্দোলনের দুটি বৈশিষ্ট লেখ। ১৭) দিকু কাদের বলা হত। ১৮) ভারত সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল লেখ। ১৯) উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেসন অফ সায়েন্স’ – এর ভূমিকা কি ছিল? ২০) সভাসমিতির যুগ বলতে কী বোঝ? ২১) রবীন্দ্রনাথ ঠাকুর কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। ২২) বাংলার ছাপা শিল্পের আধুনিকীকরণে ইউ এন রায় এর ভূমিকা লেখ। ২৩) জাতীয় শিক্ষা পরিষদ কী ধরনের জাতীয় শিক্ষা গড়ে তোলে। ২৪) রবীন্দ্রনাথের শিক্ষাদর্শন সম্পর্কে যা জানো লেখ। ২৫) স্বামী বিবেকানন্দ রচিত দুটি গ্রন্থের নাম লেখ।

২৬) উপেন্দ্রে কিশোর রায়চৌধুরী বিখ্যাত কেন? ২৭) ছাপাখানা প্রতিষ্ঠা বাংলার শিক্ষা প্রসারে কীভাবে সাহায্য করেছিল? ২৮) তিনকাঠিয়া প্রথা কী? ২৯) ওয়ার্কাস এন্ড পেজেন্টস পার্টির দুটি উদ্দেশ্য লেখ। ৩০) ভারতের কমিউনিস্ট পার্টির ওপর নাম দ্বিজ কেন? ৩১) চৌরিচৌরা ঘটনার গুরুত্ব আলোচনা করো। ৩২) তেভাগা আন্দোলনের মূল দাবী কী ছিল? ৩৩) কোথায় কবে ভারতের কমিউনিস্ট পার্টি প্রথম প্রতিষ্ঠিত হয়? ৩৪) খেদা আন্দোলন কী? ৩৫) কে কেন র‍্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি প্রতিষ্ঠা করেন? ৩৬) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? ৩৭) প্রীতিলতা ওয়াদ্দেদার কে ছিলেন? ৩৮) অলিন্দ যুদ্ধ কী? ৩৯) রশিদ আলি দীবস কেন পালন করা হয়? ৪০) বাংলার বিপ্লবী আন্দোলনের সাথে যুক্ত দুজন নারীর নাম লেখ। ৪১) কার্লাইল সার্কুলার কেন জারী করা হয়েছিল? ৪২) হরিজন কারা? ৪৩) হরিজন আন্দোলন কাকে বলে? ৪৪) ফরোয়ার্ড ব্লক দল কে কেন গঠন করেন? ৪৫) মাস্টারদা সূর্যসেন সম্পর্কে যা জানো লেখো? ৪৬) বীনা দাস স্মরণীয় কেন? ৪৭) পত্তি শ্রীরামালু কে ছিলেন? ৪৮) দিল্লি চুক্তির শর্ত গুলি কী ছিল? ৪৯) কোন কোন ভুখন্ড নিয়ে পাকিস্থান গড়ে ওঠে? ৫০) ভারতের স্বাধীনতা আইনে দেশীয় রাজ্যগুলি সন্মন্ধে কী বলা হয়েছে?

বিভাগ – ‘ঘ’

Madhyamik History Suggestion 2021 এর এই অংশে আমরা ৪ মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরার চেষ্টা করেছি যা তোমাদের আগামী মাধ্যমিক ২০২১ এর জন্য বিশেষভাবে সহায়ক হবে। তাহলে দেখে নেওয়া যাক Madhyamik History Suggestion 2021 এর বিভাগ ‘ঘ’ এর প্রশ্ন গুলি – যার উত্তর গুলি লিখতে হবে সাত বা আটটি বাক্যে।

১) আধুনিক ইতিহাস চর্চায় বৈচিত্রের ধারণাটি ব্যাখ্যা করো।

২) আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?

৩) নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট আলোচনা করো।

৪) ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতির গুরুত্ব লেখ।

৫) আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসাবে আত্মজীবনীর গুরুত্ব লেখ।

৬) টীকা লেখঃ উডের ডেসপ্যাচ।

৭) ইয়ং বেঙ্গল আন্দোলনের গুরুত্ব লেখ।

৮) নারী শিক্ষার বিকাশে ঈশ্বরচন্দ্রের ভূমিকা লেখ।

৯) ভারতসভার উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো।

১০) টীকা লেখঃ ইলবার্ট বীল।

১১) তিতুমীরের নেতৃত্বে বাংলায় ওয়াহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো।

১২) কোল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো।

১৩) ভারতের জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ / বর্তমান ভারত / গোরা উপন্যাস ও ভারতমাতা চিত্রের গুরুত্ব আলোচনা করো।

১৪) বাংলায় গণশিক্ষা প্রসারের ক্ষেত্রে শ্রীরামপুর মিশন ছাপাখানার ভূমিকা লেখ।

১৫) কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট এর ভূমিকা লেখ।

১৬) ভারতছাড়ো আন্দোলনে কৃষকদের ভূমিকা আলোচনা করো।

১৭) বিনয়-বাদল-দীনেশ / অলিন্দ যুদ্ধ সম্পর্কে যা জানো লেখো।

১৮) টীকা লেখঃ মিরাট ষড়যন্ত্র মামলা অথবা তেভাগা আন্দোলন।

১৯) ভারতের শ্রমিক আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা লেখ।

২০) টীকা লেখঃ ওয়ার্কাস এন্ড পেজেন্টস পার্টি।

২১) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের পরিচয় দাও।

২২) বিশ শতকে ভারতে নারী আন্দোলনের বৈশিষ্ট আলোচনা করো।

২৩) টীকা লেখঃ ডান্ডি অভিযান।

২৪) ভারতীয় স্বাধীনতা আইন, ১৯৪৭ এর শর্তগুলি কী ছিল?

২৫) দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ব্যাপারে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা লেখ।

২৬) কোন পরিস্থিতিতে হায়দ্রাবাদ ভারত ভুক্তির দলিলে সাক্ষর করেছিল।

২৭) ভারতের দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকা কী ছিল তা লেখ।

২৮) টীকা লেখঃ ভগৎ সিং অথবা মিরাট ষড়যন্ত্র মামলা।

বিভাগ – ‘ঙ’

মাধ্যমিক ইতিহাস সাজেশন / Madhyamik History Suggestion 2021 এর এই অংশে আমরা ৮ মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরবো, যেগুলো complete করলে তোমাদের Madhyamik History Suggestion 2021 নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। এক্ষেত্রে তোমাদেরকে উত্তরগুলি লিখতে হবে পনেরো থেকে ষোলোটি বাক্যে।

১) নীল বিদ্রোহের চরিত্র, কারন ও ফলাফল গুলি বিষদে আলোচনা করো।

২) লেখায় রেখায় জাতীয়তাবোধের বিকাশ সম্পর্কে যা জানো লেখ।

৩) দলিত রাজনীতি কাকে বলে, এক্ষেত্রে আম্বেদকরের ভূমিকা লেখ।

৪) সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

৫) উনিশ শতকে বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো।

৬) ভারতে বিজ্ঞান প্রসারে মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো।

৭) বঙ্গভঙ্গ বিরোধী ও অহিংস অসহযোগ আন্দোলনে ভারতের নারী সমাজের অবদান আলোচনা করো।

৮) ঔপনিবেশিক ভারতে আদিবাসী ও কৃষকরা কীভাবে বিদ্রোহ করেছিল।

৯) উনিশ শতকে ভারতে জাতীয়তাবাদী চেতনার উন্মেষের কারন গুলি আলোচনা করো।

১০) স্বাধীন ভারতে উদ্বাস্তু সমস্যা সমাধানের উদ্যোগ ও সমস্যা সম্পর্কে যা জানো লেখ।

১১) উনিশ শতকের ভারতে সমাজ ও ধর্মসংস্কার আন্দোলনে রাজা রামমোহনের ভূমিকা লেখ।

১২) বঙ্গভঙ্গ বিরোধী ও ভারতছাড়ো আন্দোলনে ছাত্র আন্দোলনের ভূমিকা লেখ।

১৩) ১৮৫৭ খ্রিষ্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র / কারন / ফলাফল আলোচনা করো।

১৪) সাঁওতাল বিদ্রোহের কারন / চরিত্র / ফলাফল আলোচনা করো।

Madhyamik History Suggestion 2021 এর আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল ম্যাপ পয়েন্টিং যার জন্য মোট ৪ মার্ক থাকে যদিও ১টি এটেন্ড করে বাকি তিনটি SAQ প্রশ্নের উত্তরও লেখা যায়। তাহলে দেখে নেওয়া যাক Madhyamik History Suggestion 2021 এর কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং স্থান – চৌরিচৌরা, এলাহাবাদ, ম্যাঙ্গালোর, পলাশী, পন্ডিচেরি, লখনউ, দিল্লি, ত্রিবান্দ্রম, -কলিকাতা, বারদৌলি, শ্রীনগর, কোচিন, মাদ্রাজ, বোম্বে, গোয়া ও ব্যারাকপুর ইত্যাদি।

 

Click Here To Download The PDF Version Of Madhyamik History Suggestion 2021

আরো পড়ুন বিশ শতকের ভারতে কৃষক আন্দোলন এর প্রসার সম্পর্কে আলোচনা করো।

 

বিঃ দ্রঃ Madhyamik History Suggestion 2021 এর এই পুরো আর্টিকেলটি তৈরি করা হয়েছে কিছু অভিজ্ঞ শিক্ষক এবং কিছু বইয়ের সাহায্য নিয়ে। যদিও শিক্ষকদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে কিন্তু কোনো প্রকাশকের সাথে যোগাযোগ করা সম্ভবপর হয়নি। তাই Madhyamik History Suggestion 2021 এর এই আর্টিকেলটি নিয়ে তোমাদের / আপনাদের কারো যদি কোনোরকম সমস্যা থেকে থাকে তবে আমাদের ইমেল করুন [email protected] এই ঠিকানায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!