Menu

Madhyamik History Suggestion 2023 for last Minute Revision

Madhyamik History Suggestion 2023 for last Minute Revision; আজকে আমরা এই আর্টিকেলটিতে তোমাদের জন্য তুলে ধরেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আগামী মাধ্যমিক ২০২৩ এর ইতিহাস বিষয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ বা সাজেশন ভিত্তিক প্রশ্নগুলি যেগুলি তোমরা ভালো করে যদি মুখস্ত করে নাও তাহলে আশা রাখা যায় এখান থেকে অনেক প্রশ্নই তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কমন হিসেবে পেয়ে যাবে।

Madhyamik History Suggestion 2023 for Last Minute Revision

WBBSE Madhyamik Examination 2023

বিভাগ ‘ক’ – বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ( নম্বর ১)

এই বিভাগের প্রশ্নগুলি করার জন্য তোমাকে অবশ্যই পাঠ্য বইটি ভালো করে পড়তে হবে তার সাথে সাথে যে কোন একটি টেস্ট পেপার যদি ভালো করে সলভ করো তাহলে এই বিভাগের প্রশ্ন উত্তর গুলো নিয়ে কোন সমস্যা থাকার কথা নয়।

বিভাগ ‘খ’ – অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন ( প্রশ্ন মান ১)

এক্ষেত্রেও তোমাদের সেই একই উপদেশ দেব ভালো করে পাঠ্য বই পড়ো এবং তার সাথে টেস্ট পেপার সলভ কর।

বিভাগ ‘গ’  – সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন ( প্রশ্ন মান ২)  দুটি বা তিনটি বাক্যেগুলির উত্তর লিখতে হবে।

১)  নিম্নবর্গের ইতিহাস কি? ২) কিভাবে স্মৃতিকথা ও আত্মজীবনী কে ইতিহাসের উপাদান রূপে ব্যবহার করা যেতে পারে? ৩)  আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে ফটোগ্রাফির গুরুত্ব লেখ। ৪)  ভারতে শিক্ষার ইতিহাসে ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইনের গুরুত্ব উল্লেখ করো? ৫)  ওয়াহাবি আন্দোলনের দুটি গুরুত্ব লেখো। ৬)  সভা সমিতির যুগ কাকে বলে? ৭) ? উডের ডেসপ্যাচ কি? ৮)  চার্লস উইলকিন্স কে ছিলেন? ৯)  লর্ড কার্জন কেন বঙ্গবন্ধ করেন? ১০) বসু বিজ্ঞান মন্দিরে কোন কোন বিষয়ে গবেষণা করা যেত? ১১)  তিন কাঠিয়া ব্যবস্থা কি? ১২)  বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কি ছিল? ১৩)  শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হত? ১৪)  মোপলা বিদ্রোহের কারণ কি ছিল? ১৫)  ইতিহাসে বিনা দাস স্মরণীয় কেন? ১৬)  দলিত কাদের বলা হত? ১৭)  চৌরিচৌরা ঘটনা কি? ১৮)  রশিদ আলী দিবস কি? ১৯) জেমস অগাস্টাস হিকি কেন বিখ্যাত ছিলেন? ২০)  কারলাইল সার্কুলার কি? ২১)  সরদার বল্লভ ভাই প্যাটেল কে লৌহ মানব বলা হত কেন? ২২)  মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? ২৩)  খোদাই খিদমতগার কি? ২৪)  সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির আসল উদ্দেশ্য কি ছিল? ২৫)  স্মৃতিকথা কিভাবে দেশভাগের ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহৃত হয়?

বিভাগ ‘ঘ’ ( প্রশ্ন মান ৪)  ৭-৮টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও 

১) শ্রীরামকৃষ্ণ সর্ব ধর্ম সমন্বয়ের আদর্শ কিভাবে তুলে ধরেছিলেন?

২)  পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো।

৩) নীল বিদ্রোহে মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল?

৪)  সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা কর?

৫)  উপনিবেশিক শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে করেছেন?

৬)  বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে দেশবাসীকে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করেছিল?

৭)  বিশ শতকে ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ে ও সাফল্যের পরিচয় দাও?

৮)  বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের সম্পর্কে সংক্ষেপে লেখ।

৯)  ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ নিয়ে একটি টীকা লেখ।

১০)  হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল?

১১)  ছাপাখানার প্রসারের শ্রীরামপুর মিশনের অবদান লেখো।

১২)  দলিত অধিকার বিষয়ে গান্ধীজী আম্বেদকর বিতরকের বর্ণনা দাও।

১৩)  টীকা লেখঃ  জাতীয় শিক্ষা পরিষদ।

১৪)  টীকা লেখঃ  বাংলার নমঃশূদ্র আন্দোলন।

১৫)  ভারতছাড়ো আন্দোলনের শ্রমিকদের কিরূপ ভূমিকা ছিল?

১৬)  সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। 

১৭)  স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনঃ গঠিত হয়েছিল?

১৮)  জমিদার সভা ও ভারত সভার গঠন ও উদ্দেশ্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।

১৯)  কারিগরি শিক্ষার বিস্তারে বাংলার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা লেখ।

২০)  দেশ বিভাগ জনিত উদ্বাস্তু সমস্যা সম্বন্ধে টীকা লেখ।

২১)  হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল?

২২)  নীলদর্পণ নাটকের  বাংলার সমাজের  কিরুপ প্রতিফলন পাওয়া যায়?

২৩) ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।

২৪)  ভারত মাতা চিত্রের ঐতিহাসিক তাৎপর্য বিশ্লেষণ কর।

২৫)  সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্তের ভূমিকা সংক্ষেপে লেখ।

বিভাগ ‘ঙ’ ( প্রশ্ন মান ৮)  ১৫-১৬ টি বাক্যে প্রশ্নের উত্তর দাওঃ

১)  ১৯ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজের কিরূপ ভূমিকা ছিল?

২)  আনন্দমঠ ও গোরা উপন্যাস উপনিবেশিক ভারতে জাতীয়তাবাদ বিকাশে কিরূপ ভূমিকা পালন করেছিল?

৩)   বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন  ও ভারতছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা কর।

৪)  প্রকৃতি,  মানুষ ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা আলোচনা করো।

৫)  বিপ্লবী আন্দোলনে  মাস্টারদা সূর্যসেন ও প্রীতিলতা ওয়াদ্দেদার এর ভূমিকা লেখ।

৬)  অসহযোগ ও আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও।

৭)  লেখা ও রেখায় কিভাবে ভারতীয় জাতীয়তাবাদ ফুটে উঠেছিল আলোচনা কর।

৮)  উনিশ শতকের বাংলার নবজাগরণে রাজা রামমোহন রায়ের ভূমিকা পর্যালোচনা করো।

৯)  কৃষক বিদ্রোহ রূপে বাংলার নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো।

১০)  বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকার ও জগদীশচন্দ্র বসুর অবদান লেখো।

*** প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করোঃ

 কলকাতা,  মাদ্রাজ,  নাগপুর,  বারদৌলি,  পলাশী,  দিল্লি,  কোচিন,  বোম্বাই,  চৌরিচৌরা,  লখনৌ,  ত্রিবান্দম,  সুরাট,  কানপুর,  ব্যারাকপুর, তমলুক,  হায়দ্রাবাদ। ( যদিও এই অংশের জন্য তোমাদের একটু টেস্ট পেপার টা প্র্যাকটিস করতে হবে এখানে শুধুমাত্র কয়েকটি বিশেষ স্থানের নামই উল্লেখ করে দেয়া হলো)

Read More: Madhyamik History Test Paper page 50 Answer

Madhyamik History Suggestion 2023 for last Minute Revision পুরো আর্টিকেলটিকে PDF আকারে Download করতে হলে নীচে দেওয়া ছবিটিতে ক্লিক করুনঃ

To Download The PDF Click Here
artsschool.in PDF File Download

বিঃ দ্রঃ আমাদের আজকের এই Madhyamik History Suggestion 2023 for last Minute Revision টি তৈরি করতে আমাদের কিছু বইয়ের সাহায্য নিতে হয়েছে,  যদিও এর জন্য আমাদের তরফ থেকে কোন প্রকাশকের সঙ্গে যোগাযোগ করা বা সেভাবে অনুমতি নেওয়া হয়ে ওঠেনি;  তাই আমাদের আজকের এই Madhyamik History Suggestion 2023 for last Minute Revision নিয়ে আপনাদের কারো যদি কোন রকম সমস্যা থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার সমস্যা দূরীকরণের।

*** মনে রাখতে হবে সাজেশন(Madhyamik History Suggestion 2023 for last Minute Revision) হলো আন্দাজ ভিত্তিক এবং একটা স্পেসিফাই ভাবে পড়াশোনা করার জন্য।  তবে এখানে কিন্তু কখনোই ১০০ শতাংশ গ্যারান্টি দেওয়া যায় না যার জন্য প্রথম থেকেই তোমাদের বলে আসছি যে সবার আগে পাঠ্য বইটিকে ভালো করে পড়ো এবং তারপর এইরকম কিছু সাজেশন ভিত্তিক প্রশ্নগুলোর আলোচনা দেখা যেতে পারে।  বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং মাধ্যমিক এক্সামিনেশন।  ভালো করে পড়াশুনা করো এবং ভবিষ্যতের পথে এগিয়ে চলো জাতির মুখ উজ্জ্বল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!