Menu

Madhyamik Result 2020 will be published Today july15, 2020

অবশেষে ঘোষিত হতে চলেছে Madhyamik result 2020, আমরা সকলেই জানি বর্তমান পৃথিবীর অবস্থা কি এবং আমরা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি। আমাদের দেস ও রাজ্য West Bengal ও এর ব্যতিক্রম নয়। আমরা সকলেই এখন প্রায় গৃহবন্দি। তায় কয়েকদিন ধরেই একটা গুঞ্জন চলছিল যে Madhyamik Result 2020 বেরবো বা আদৌ বেরোবে কি না?

অবশেষে সব গুঞ্জনের শেষ ঘটিয়ে আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী  গত কাল মানে 14.07.2020 ঘোষণা করলেন যে Madhyamik Result 2020 ঘোষণা করা হবে আজ মানে 15.07.2020. তবে সকল ছাত্রও ছাত্রীকে social distance মেনে তবেই রেজাল্ট সংগ্রহ করতে হবে। ***

madhyamik Result 2020
madhyamik Result 2020

আমরা সকলেই জানি যে আমাদের রাজ্যে Madhyamik examination, conduct করে WBBSE বোর্ড। এবছরও এর ব্যতিক্রম কিছু ঘটেনি। wbbse board এবছর ১৮থেকে ২৭ তারিখের মধ্যে মাধ্যমিক পরীক্ষার আয়োজন করেছিল, যেখানে প্রায় ২৮৩৯ সেন্টার করা হয়েছিল সমগ্র রাজ্যে। এবছর প্রায় ১০১৫৮৮৮ জন ছাত্র ছাত্রী এই পরীক্ষায় বসেছিল তাদের জীবনের প্রথম বড়ো পরীক্ষাটি দিতে।

খবর অনুযায়ী আজকেই নির্দিষ্ট সময় অনুসারে Madhyamik Result 2020 ঘোষণা করা হবে এবং একবার ঘোষণা করা হয়ে গেলেই অনলাইনে প্রকাশ করা হবে। ছাত্ররা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবে। যার জন্য তাদেরকে ভিসিট করতে হবে wbbse.org এবং তা না হলে তারা wbresult.nic.in ই ওয়েবসাইট থেকেও নিজেদের রেজাল্ট চেক করে নিতে পারবে।

উপরিউক্ত দুটি ওয়েবসাইট থেকেই রেজাল্ট চেক করতে হলে তোমাদের দুটি জিনিসের প্রয়োজন হবে Actually দুটো নয় শুধু তোমাদের Madhyamik Exam এর Admit কার্ড হলেই হবে, ওখানে রেজাল্ট ঘোষণার পর তোমাদেরকে নিজেদের Roll ও No দিতে হবে এবং তার পর নিজের date of birth ব্যাস তাহলেই তোমার রেজাল্ট দেখতে পারবে।

এছাড়াও বিভিন্ন সংস্থা বিভিন্ন ভাবে Madhyamik Result 2020 দেখার ব্যবস্থা করে থাকবেন, অনেক সময় দেখা যাবে তোমাদের মোবাইল কোম্পানি sms পাঠাতে বলবে নির্দিষ্ট তথ্য দিয়ে তাহলে তারা তোমাকে তোমার রেজাল্ট send করবে যদিও এর জন্য তারা নির্দিষ্ট Charge নেবে, এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে Registration এর ভিত্তিতেও রেজাল্ট দেখার ব্যবস্থা করে থাকবে। তবে আমার মতে এগুলোকে এড়িয়ে কেবলমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ফলো করাটাই বেস্ট হবে।

গতকাল মাননীয়া মুখ্যমন্ত্রী, রেজাল্টের দিন ঘোষণার পর সকল ছাত্রছাত্রীকে তার আগাম শুভেচ্ছাও জানিয়েছেন। আমাদের পক্ষ থেকেও সকল ছাত্র ও ছত্রীকে তাদের Madhyamik Result 2020 এর জন্য আগাম শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আশা করি সকলেরই রেজাল্ট খুব ভালো হবে এবং তারা এর পর উচ্চ শিক্ষার দিকে এগিয়ে যাবে। So best of Luck for All of you.

*** আর হ্যাঁ এবছর সম্ভবত ছাত্রছাত্রীদের রেজাল্ট Online Available করা হবে, যাতে social Distance বজায় থাকে এবং তাদেরকে স্কুলে ভিড় করতে না হয়ে। না হলে সম্ভবত ২২ তারিখে স্কুল থেকে marksheet দেওয়া হবে যেক্ষেত্রে নির্দিষ্ট সতর্কতা ও social Distance মেনে স্কুল থেকে Marksheet সংগ্রহ করতে হবে। 

এরকম আরো ইনফর্মেশন মূলক ও পাঠ্য সহায়ক তথ্য অথবা Study material/notes পেতে নিয়মিত ভিসিট করো আমাদের এই ওয়েবসাইট https://artsschool.in আশাকরি তোমরা বিশেষভাবে উপকৃত হবে।

অবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে এই পোস্টটি পড়ার জন্য। এভাবেই চিরদিন https://artsschool.in এর এই ব্লগের পাশে থাকুন যাতে ভবিষ্যতে আরো উন্নত মানের Study material & Notes আপনাদের সামনে তুলে ধরতে পারি। একটাই অনুরোধ করবো নিয়মিত আমাদের এই ব্লগে Visit করুন এবং নিজের জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করে তুলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!