Menu

PART OF SPEECH কাকে বলে? কয় প্রকার ও কী কী?

Part of speech আজকের এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় হল part of speech, অর্থাৎ আজকে আমরা জানবো PART OF SPEECH কাকে বলে এটি কয়প্রকার ও কি কি তাও আবার সম্পূর্ণ বাংলায়।

তাহলে চলো শুরু করা যাক আমাদের জানার দৌর, part Of Speech কি ও কাকে বলে কয়প্রকার ও কি কি?

ইংরেজিতে আমরা যে সকল বাক্যগুলি ব্যবহার করি তা অনেকগুলি WORD এর সমন্বয়ে গড়ে ওঠে। পুরো বাক্যটিকে যদি আমরা একটি SPEECH হিসাবে ধরি,  তবে ঐ বাক্যের একেকটি অংশকে আমরা PART OF SPEECH বলতে পারি। আর ইংরেজি শিখতে হলে যা সেখা আবশ্যক,  তাই আজকের এই অংশে আমরা সেই সম্পর্কে জানবো। তাহলে শুরু করা যাক। PART OF SPEECH কে সাধারণত আটটি ভাগে ভাগ করা হয়ে থাকে

PART OF SPEECH কে সাধারণত আটটি ভাগে ভাগ করা হয়ে থাকে, ইংরেজি শিখতে হলে আমাদের এই আটটি ভাগ সম্পর্কে স্পষ্ট জ্ঞান থাকা প্রয়োজন।

CLASSIFICATION OF PART OF SPEECH IN ENGLISH 

আগেই বলা হয়েছে যে PART OF SPEECH কে প্রধানত আটটি ভাগে ভাগ করা হয়ে থাকে, এগুলি হল-

  1. Noun ( বিশেষ্য).
  2. Pronoun (বিশেষণ)
  3. Adjective (অব্যয়)
  4. Verb (ক্রিয়া)
  5. Adverb (ক্রিয়া বিশেষণ)
  6. Preposition (পদান্বয়ী অব্যয়)
  7. Interjection ( আবেগসূচক অব্যয়)
  8. Conjunction (সংযোজক অব্যয়)

 

তাহলে আমরা জানলাম যে part of speech কে প্রধানত আটটি ভাগে ভাগ করা হয় এবং এগুলি হল, Noun, Pronoun, Adjective, Verb, Adverb, Preposition, Interjection  ও Conjunction. এবারে এদের প্রত্যেকের সম্পর্কে বিস্তারিত জানবো।

 

1. Noun :- Part Of Speech এর প্রথম অংশ হল NOUN,  বাক্যের যে word দ্বারা কোনো ব্যক্তি বস্তু,যায়গা রং ইত্যাদির নাম বোঝায় তাকেই আমরা noun বলে থাকি। অর্থাৎ সাধারণ ভাবে বলতে গেলে নামবাচক পদকেই noun বলা হয়। যেমন – Ram, Book, Goat, Pen, Car, Computer, Tree, Kolkata, Rabindranath ইত্যাদি।

2. Pronoun :– একই বাক্যে একই noun বার বার না ব্যাবহার করে তার বদলে যে সকল word আমরা ব্যাবহার করে থাকি তাদেরকেই সাধারণত pronoun বলে থাকি, অর্থাৎ Noun এর পরিবর্তে বাক্যে যে সকল word বসে তাদেরকে pronoun বলে।

যেমন – He, She, It, We, I, They, Them, Us, Her, ইত্যাদি। যদি একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝতে চায় তাহলে, দেখা যাক, Ram is a good boy. Ram goes to school every day. Ram does his Homework every day. Ram obeys his parent. এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি যে ram শব্দটিকে বহুবার ব্যাবহার করা হয়েছে যার ফলে বাক্যটি ঠিক মনে হচ্ছে না.  কিন্ত এর জায়গায় যদি pronoun ব্যাবহার করা হত তবে কেমন হত দেখা যাক – Ram is a good boy. He goes to school every day. He does his homework every day. He obeys his parent.

3. Adjective: – যে ওয়ার্ড দ্বারা কোন Noun বা pronoun এর দোষ গুন অবস্তা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝানো হয় তাদের সাধারণত Adjective বলা হয়ে থাকে। যেমন – Red Shirt, Good Boy, Old Man, White Hair, Honest Man, Short road ইত্যাদি। এখানে red, good, old, white honest short প্রতিটি word দ্বারা কোন না কোন দোষ গুন অবস্থা বোজানো হয়েছে তায় এরা adjective.

4. Verb : যেসকল word দ্বারা কোন কাজ করা বা হয়া বোজায় তাকে আমরা verb বলে থাকি। অর্থাৎ কাজ করা বা হওয়া বোঝাতে যে সকল শব্দের সাহায্য নেওয়া হয় তাদেরকেই verb বলে। যেমন- Play, Talk, walk, See, sing, run, watch, fly প্রভ্রতি।

5. Adverb: verb এর গতি প্রক্রতি নির্দেশ করে যে সকল ওয়ার্ড তাদের adverb অর্থাৎ ক্রিয়াকে বিশেষিত করে যে সকল ওয়ার্ড তাদের সাধারণত বলা হয়ে থাকে ক্রিয়া বিশেষণ। যেমন – sadly, warmly, sweetly, badly, rapidly, slowly ইত্যাদি।

6. Preposition: preposition বুঝতে গেলে আমাদের আগে এর অর্থ টাকে ভালো ভাবে বিশ্লেষণ করতে হবে, pre কথার অর্থ হল আগে আর position কথার অর্থ অবস্থান, অর্থাৎ যে সকল wod noun বা pronoun এর আগে বসে অবস্থান নির্ণয় করে এবং বাক্যের অন্যান্য অংশের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাদেরকেই বলা হয় preposition. যেমন – on, under, in, into, at, beneath, between, beside ইত্যাদি।

7. Interjection: interjection কথার অর্থ হল আবেগসূচক অব্যয়, অর্থাৎ যে সকল word দ্বারা মনের কোন আকস্মিক অবস্থা, ভয়, আনন্দ, উল্লাস, দুঃখ, বেদনা, বিস্ময় প্রকাশ ঘটানো হয়ে থাকে সেইসব শব্দকে আমরা interjection বলে থাকি। যেমন – alas! Hurrah! Hush! Hello! Bravo! ইত্যাদি।

8. Conjunction: Part Of Speech এর সর্বশেষ অংশ হল Conjunction.  conjunction এর অর্থ হল সংযোজক অব্যয় অর্থাৎ যে সকল word দ্বারা কোন দুটি বাক্য বা বাক্যাংশকে একসঙ্গে যুক্ত করা হয়ে থাকে তাদের conjunction বলে। যেমন – And, But, Or, Neither Nor, Either Or প্রভ্রতি।

 

অবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে এই পোস্টটি পড়ার জন্য। এভাবেই চিরদিন https://artsschool.in এর এই ব্লগের পাশে থাকুন যাতে ভবিষ্যতে আরো উন্নত মানের Study material & Notes আপনাদের সামনে তুলে ধরতে পারি। একটাই অনুরোধ করবো নিয়মিত আমাদের এই ব্লগে Visit করুন এবং নিজের জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করে তুলুন।

TO READ MORE ARTICLE LIKE THIS CLICK HERE 

Comments 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!