Menu

French Revolution Short question answer

French Revolution ফরাসী বিপ্লবের কয়েকটি দিক আজকের এই আর্টিকেলের আলোচনার বিষয়। নবম শ্রেণীর ইতিহাসের এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হবে। French Revolution Short question answer গুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এর সবগুলো তোমরা সহজেই ধরতে পারো।

কিন্তু যেটা আমি প্রত্যেক বার বলে থাকি সবার আগে কিন্তু তোমাকে পর্ষদ বা board অর্থাৎ WBCHSE নির্দেশিত পাঠ্যবইটি ভালো করে পরতে হবে যাতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে চট করে সেটা ধরে নিতে পারো। তুমি যদি পাঠ্যবই থেকে French Revolution ফরাসী বিপ্লবের কয়েকটি দিক অধ্যায়টি খুব ভালো করে একবার পড়ে নাও তাহলে আর কোনই অসুবিধা হওয়ার কথা নয়।

চলো তাহলে দেখে নেওয়া যাক French Revolution ফরাসী বিপ্লবের কয়েকটি দিক অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ

)  বিপ্লব বলতে কি বোঝ?

উঃ বিপ্লব বলতে বোঝায় প্রচলিত ব্যবস্তার খুব দ্রুত ও কার্যকরী পরিবর্তন।

)  ‘আমিই রাষ্ট্র’-এটি কার উক্তি?

উঃ এটি ফরাসি সম্রাট চতুর্দশ লুই-এর উক্তি।

)  ফ্রান্সের বনশানুক্রমিক অভিজাতরা কী নামে পরিচিত ছিল?

উঃ  ফ্রান্সের বনশানুক্রমিক অভিজাতরা ‘নবিলিটি অব দ্যা সোড’ নামে পরিচিত ছিল।

) কবে কোণ বংশের শাসনকালে ফরাসি বিপ্লব ঘটে?

উঃ ১৭৮৯ খ্রিস্টাব্দে বুরবোঁ রাজবংশের শাসনকালে ফরাসি বিপ্লব ঘটে।

) ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?

উঃ ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন বুরবোঁ বংশীয় ষোড়শ লুই।

French Revolution Short question answer
French Revolution Short question answer

)  ক্ষমতা সতন্ত্রিকরন নীতির প্রবক্তা কে ছিলেন?

উঃ ক্ষমতা সতন্ত্রিকরন নীতির প্রবক্তা ছিলেন মন্তেস্কু।

) কে প্রাক-বিপ্লবকালের ফ্রান্সকে ‘রাজনৈতিক কারাগার’ বলে অবিহিত করেছেন?

উঃ দার্শনিক ভলতেয়ার প্রাক-বিপ্লবকালের ফ্রান্সকে ‘রাজনৈতিক কারাগার’ বলে অবিহিত করেছেন।

) কে প্রাক-বিপ্লবকালের ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ বলে অভিহিত করেছেন?

উঃ ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ প্রাক-বিপ্লবকালের ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ বলে অভিহিত করেছেন।

) ফরাসি যাজকদের আদায় করা কয়েকটি করের নাম লেখ?

উঃ  ফরাসি যাজকদের আদায় করা কয়েকটি করের নাম হল- টাইদ বা ধর্মকর, মৃত্যুকর বিবাহকর প্রভৃতি।

১০)  ফরাসি যাজকরা কটি শ্রেণিতে বিভক্ত ছিল?

উঃ ফরাসি যাজকরা মূলত উচ্চ যাজক ও নিন্ম জাজক-দুটি শ্রেণিতে বিভক্ত ছিল।

The rise of regional power আঞ্চলিক শক্তির উত্থান  এর ছোট প্রশ্ন উত্তর পরতে click Here 

১১)  সাকুলেৎ কাদের বলা হত?

উঃ ফরাসি বিপ্লব-এর সময় ফ্রান্সের শহর ও গ্রামের দরিদ্র নিঃস্ব ভবঘুরে প্রমুখ জনতাকে সাকুলেৎ বলা হয়।

১২) কে “স্প্রিরিট অব লজ” ও “দ্যা পার্সিয়ান লেটারস” গ্রন্থ দুটি রচনা করেন?

উঃ মন্তেস্কু “স্প্রিরিট অব লজ” ও “দ্যা পার্সিয়ান লেটারস” গ্রন্থ দুটি রচনা করেন।

১৩)  ভলতেয়ারের লেখা দুটি গ্রন্থের নাম লেখ?

উঃ ভলতেয়ারের লেখা দুটি গ্রন্থের নাম হল- “কাদিদ” ও “ফিলজফিকাল ডিকশনারি”।

১৮)  রুশোর লেখা দুটি গ্রন্থের নাম লেখ।

উঃ “অসাম্যের সূত্রপাত” ও “সামাজিক চুক্তি” হল রুশোর লেখা দুটি গ্রন্থে।

১৯)  কারা ‘বিশ্বকোষ’ – এর সংকলন করেন?

উঃ ‘বিশ্বকোষ’ এর সংকলন করেন দার্শনিক ডেনিস দিদেরো এবং ডি’ এলেমবার্ট।

২০)  ফরাসি জাতীয় সভার নাম কি?

উঃ ফরাসি জাতীয় সভার নাম ছিল স্টেটস জেনারেল।

২১) কারা টেনিস কোর্টের শপথ নিয়েছিলেন?

উঃ ফরাসি স্টেটস জেনারেলের তৃতীয় সম্প্রদায়ের নির্বাচিত সদস্যরা টেনিস কোর্টের শপথ নিয়েছিলেন।

২২)  কবে টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিলো?

উঃ টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিলো ১৭৮৯ খ্রিস্টাব্দের ২০ জুন।

গ্রহরুপে পৃথিবী ছোট প্রশ্ন ও উত্তর class 9 2020

 

২৩)  কে কবে ব্যাক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করে?

উঃ ফরাসি সংবিধানসভা ১৭৮৯ খ্রিস্টাব্দের ২৬ আগস্ট ‘ব্যাক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করে’

২৪)  কারা কবে ফ্রান্সের রাজতন্ত্রের উচ্ছেদ ঘটায়?

উঃ জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন ১৭৯২ খ্রিস্টাব্দে ফ্রান্সে রাজতন্ত্রের উচ্ছেদ ঘটায়।

২৫)  বিপ্লবের সময় ফ্রান্সের দুটি রাজনৈতিক দলের নাম লেখ?

উঃ বিপ্লবের সময় ফ্রান্সের দুটি রাজনৈতিক দলের নাম হল জিরন্দিস্ট ও জ্যাকোবিন।

২৬)  ফ্রান্সে ‘লাল সন্ত্রাসের’ নেতা কে ছিলেন?

উঃ ফ্রান্সে ‘লাল সন্ত্রাসের’ নেতা ছিলেন রোবসপিয়ার।

২৭)  ফরাসি বিপ্লবের তিনটি নীতি কি ছিল?

উঃ ফরাসি বিপ্লবের তিনটি নীতি ছিল “সাম্য মৈত্রী ও স্বাধীনতা”

 

অবশেষে আপনাকে/আপনাকে  অসংখ্য ধন্যবাদ সময় করে এই পোস্টটি পড়ার জন্য। এভাবেই চিরদিন https://artsschool.in এর এই ব্লগের পাশে থাকুন যাতে ভবিষ্যতে আরো উন্নত মানের Study material & Notes আপনাদের সামনে তুলে ধরতে পারি। একটাই অনুরোধ করবো নিয়মিত আমাদের এই ব্লগে Visit করুন এবং নিজের জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করে তুলুন।

বিঃ দ্রঃ এই আর্টিকেলের French Revolution ফরাসী বিপ্লবের কয়েকটি দিক অধ্যায়ের পুরো প্রশ্ন ও উত্তর গুলি কিছু অভিজ্ঞ শিক্ষক ও পাঠ্য বই বা নোট বইয়ের সাহায্যে এবং নিজের চেষ্টায় তৈরি। শিক্ষকদের অনুমতি নেওয়া হলেও প্রকাশকদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়ে ওঠেনি। এবিষয়ে আপনাদের কারো যদি কোনো অসুবিধা থাকে তবে যোগাযোগ করুন আমাদের সাথে এবং জানান আপনার কথা।

If you willing to read more and want to gain a lot of knowledge Click Here 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!