Menu

একাদশশ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

একাদশশ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর; আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি একাদশশ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় এর কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যা তোমাদের আগামী wbchse board এর একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার জন্য বিশেষ সহায়ক হবে।

 

আদিম মানুষ থেকে প্রারম্ভিক সভ্যতা সমূহ।

একাদশ শ্রেণির ইতিহাস 

 

একাদশশ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ 

 

১) প্লেইস্টোসিন যুগের অন্যতম বৈশিষ্ঠ লেখ।

উত্তরঃ প্লেইস্টোসিন যুগের অন্যতম বৈশিষ্ঠ হল আধুনিক মানুষের আবির্ভাব ।

২) নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ঠ কী?

উত্তরঃ নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ঠ কৃষি পদ্ধতির ব্যবহার।

৩) প্লেস্টোসিন যুগ কত বছর স্থায়ী হয়েছিল?

উত্তরঃ প্লেস্টোসিন যুগ ১০ থেকে ২০ লক্ষ বছর স্থায়ী হয়েছিল।

৪) বর্তমান যুগ কত বছর স্থায়ী হয়েছিল?

উত্তরঃ ১০ থেকে ২০ লক্ষ বছর বর্তমান যুগ স্থায়ী হয়েছিল।

৫) কোন যুগের মানুষ কৃষি কাজের সূচনা ঘটিয়েছিল?

উত্তরঃ নব্যপ্রস্তর যুগের মানুষ কৃষি কাজের সূচনা ঘটিয়েছিল।

৬) একটি লিটিল এপ এর উদাহরণ দাও।

উত্তরঃ গিবন হল একটি লিটিল এপ এর উদাহরণ।

৭) আজ থেকে কত বছর আগে পৃথিবীর জন্ম হয়?

উত্তরঃ আজ থেকে ৫০০ কোটি বছর আগে পৃথিবীর জন্ম হয়।

৮) মেসোপটেমিয় কোন যুগের সভ্যতা ছিল?

উত্তরঃ মেসোপটেমিয় লৌহযুগের সভ্যতা ছিল।

৯) আদিম মানুষের প্রথম আবির্ভাব ঘটে কোন দেশে?

উত্তরঃ আফ্রিকায় প্রথম আদিম মানুষের আবির্ভাব ঘটে।

১০) হোমোহাবিলিস – কথার অর্থ কী?

উত্তরঃ হোমোহাবিলিস কথার অর্থ দক্ষ মানুষ।

 

Read more একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর প্রথম অধ্যায়

 

১১) অরিজিন অব স্পিসিস – গ্রন্থের রচয়িতা কে ছিলেন?

উত্তরঃ অরিজিন অব স্পিসিস – গ্রন্থের রচয়িতা চার্লস ডারউইন।

১২) অধিকাংশ ঐতিহাসিকদের ধারণায় আদিম মানবের জন্মভূমি কোথায়?

উত্তরঃ অধিকাংশ ঐতিহাসিকদের ধারণায় আদিম মানবের সম্ভাব্য জন্মভূমি হল আফ্রিকা।

১৩) এখন পর্যন্ত সবচেয়ে পুরোনো জীবাশ্মটি কোথায় আবিষ্কৃত হয়েছে?

উত্তরঃ এখন পর্যন্ত সবচেয়ে পুরোনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে আফ্রিকায়।

১৪) হোমোইরেক্টাস – শব্দটির অর্থ কী?

উত্তরঃ হোমোইরেক্টাস – শব্দটির অর্থ দণ্ডায়মান মানুষ।

১৫) পিকিং মানবের জীবাশ্ম সর্বপ্রথম কে আবিষ্কার করেছেন?

উত্তরঃ পিকিং মানবের জীবাশ্ম সর্বপ্রথম আবিষ্কার করেছেন পেই-ওয়েন-চুং।

১৬) পৃথিবীর প্রথম গৃহপালিত পশু কোনটি?

উত্তরঃ পৃথিবীর প্রথম গৃহপালিত পশু কুকুর।

১৭) হোম্মোস্যাপিয়েন্স কথাটির অর্থ কী?

উত্তরঃ হোম্মোস্যাপিয়েন্স কথাটির অর্থ বুদ্ধিমান মানুষ।

১৮) মানুষ কোন যুগে খাদ্য সংগ্রাহক থেকে উৎপাদকে পরিণত হয়?

উত্তরঃ মধ্য প্রস্তর যুগে মানুষ খাদ্য সংগ্রাহক থেকে উৎপাদকে পরিণত হয়।

১৯) প্রাচীন কালে অধিকাংশ সভ্যতার বিকাশ ঘটেছিল কোথায়?

উত্তরঃ প্রাচীন কালে অধিকাংশ সভ্যতার বিকাশ ঘটেছিল বিভিন্ন নদী তীরবর্তী অঞ্চলে।

২০) মানুষ প্রথম কোন ফসলটি উৎপাদন করতে গিয়েছিল?

উত্তরঃ মানুষ প্রথম যব উৎপাদন করতে গিয়েছিল।

 

Read More নব্যপ্রস্তর যুগের সমাজব্যবস্থা চাষবাস কেমন ছিল,

 

২১) ভারতের প্রাচীনতম গ্রামীণ সভ্যতার নাম কী এবং এর আবিষ্কারক কে ছিলেন?

উত্তরঃ ভারতের প্রাচীনতম গ্রামীণ সভ্যতার নাম হল মেহেড়্গড় সভ্যতা, এর আবিষ্কারক ছিলেন জাঁ ফ্রাঁসোয়া জারিজ ১৯৭৪ সালে।

২২) সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল?

উত্তরঃ সিন্ধু সভ্যতা তাম্র প্রস্তর যুগের সভ্যতা ছিল।

২৩) সিন্ধু সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়?

উত্তরঃ ১৯২২ সালে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়।

২৪) হরপ্পা সভ্যতায় কোন সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয়েছিল?

উত্তরঃ হরপ্পা সভ্যতায় লোথাল বন্দরটি আবিষ্কৃত হয়েছিল.

২৫) হরপ্পা সভ্যতার মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার জানতো না এবং কোন ধাতুর ব্যবহার জানতো?

উত্তরঃ হরপ্পা সভ্যতার মানুষ জানতো না – লোহার ব্যবহার এবং তামার ব্যবহার জানতো।

২৬) মেসোপটেমিয়া শব্দের অর্থ কী?

উত্তরঃ মেসোপটেমিয়া শব্দের অর্থ – দুই নদীর মধ্যবর্তী দেশ।

২৭) সুমেরিও সমাজ কটি শ্রেণিতে বিভক্ত ছিল?

উত্তরঃ সুমেরিও সমাজ  তিনটি শ্রেণিতে বিভক্ত ছিল।

২৮) সুমেরিওদের লেখা চিত্র লিপিগুলি কী প্রকৃতির ছিল?

উত্তরঃ সুমেরিওদের লেখা চিত্র লিপিগুলি কীলকাকৃতির।

২৯) সুমেরিওরা কোন গাছকে জীবনবৃক্ষ বলতো?

উত্তরঃ সুমেরিওরা খেজুর গাছকে জীবনবৃক্ষ বলতো।

৩০) ইজিপ্ট কথার অর্থ কী?

উত্তরঃ ইজিপ্ট কথার অর্থ কালো চুলের মানুষ।

 

Read More প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র বা পলিস গুলি গড়ে ওঠার কারন

 

৩১) কোন সভ্যতার মানুষ প্রথম লেখন পদ্ধতি আবিষ্কার করে?

উত্তরঃ সুমেরিও সভ্যতার মানুষ প্রথম লেখন পদ্ধতি আবিষ্কার করে।

৩২) মিশরের সবথেকে বড়ো পিরামিডের নাম কী?

উত্তরঃ মিশরের সবথেকে বড়ো পিরামিড হল খুফুর পিরামিড।

৩৩) প্রাচীন মিশরের দেবতা ও মানুষের মধ্যে সংযোগ রক্ষা করতো কে?

উত্তরঃ প্রাচীন মিশরের দেবতা ও মানুষের মধ্যে সংযোগ রক্ষা করতো পুরোহিত।

৩৪) মিশরের সর্বশেষ ফ্যারাও কে ছিলেন?

উত্তরঃ সপ্তম ক্লিওপেট্রা ছিলেন মিশরের সর্বশেষ ফ্যারাও।

৩৫) কিউনিফর্ম লিপি কোন প্রাচীন দেশের লিপি ছিল?

উত্তরঃ সুমেরিওদের লিপি, এই লিপি পাঠোদ্ধার করে শাঁ পোলিয়ে।

৩৬) মহেঞ্জোদারো কথার অর্থ কী?

উত্তরঃ মহেনজোদারো কথার অর্থ মৃতের স্তূপ।

৩৭) মানবগোষ্ঠীর প্রথম পাওয়া জীবাশ্মের নাম কী?

উত্তরঃ লুসি, এটি একটি নারীর জীবাশ্ম।

৩৮) সিন্ধু সভ্যতার সময়সীমা লেখো।

উত্তরঃ ৩ হাজার খ্রিস্টপূর্ব থেকে ১৫০০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত।

৩৯) ইরাকের পূর্ব নাম কী ছিল?

উত্তরঃ ইরাকের পূর্ব নাম ছিল মেসোপটেমিয়া।

৪০) ফ্যারাও শব্দটি কোথা থেকে এসেছে?

উত্তরঃ মিশরের রাজা বা সম্রাট কে বলা হত ফ্যারাও, এটি ফেরো শব্দ থেকে এসেছে। ফেরো শব্দের অর্থ হল বড়ো বাড়ির মানুষ।

৪১) ঋক বেদের দেবতা ইন্দ্রকে কোন নামে ডাকা হত?

উত্তরঃ পুরন্দর; এর অর্থ হল নগর ধ্বংসকারী।

৪২) হায়ারোগ্লিফিক কী?

উত্তরঃ মিশরের চিত্র লিপিকে সাধারণত হায়ারোগ্লিফিক বলা হয়ে থাকে। এর অর্থ হল পবিত্র লিপি। এতে ২৭০টি অক্ষর বা লিপি ব্যবহার করা হত। এটি ডান দিক থেকে বামদিকে পড়তে হত।

৪৩) হরপ্পা সভ্যতার মানুষ কোন পশুর ব্যবহার জানতো না?

উত্তরঃ হরপ্পা সভ্যতার মানুষ ঘোড়ার ব্যবহার জানতো না।

৪৪) মিশরের প্রান কাকে বলা হয়?

উত্তরঃ নীলনদকে মিশরের প্রান বলা হয়। এটি বলেছেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস।

৪৫) ভারতের প্রথম নগর কেন্দ্রীক সভ্যতার নাম কী?

উত্তরঃ  ভারতের প্রথম নগর কেন্দ্রীক সভ্যতা হল হরপ্পা সভ্যতা।

 

Read More Class 11 History Syllabus & Number pattern

 

অবশেষে আপনাকে / তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় করে একাদশশ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলি পুরোপুরি পড়ার জন্য, এভাবেই www.artsschool.in এর পাশে থেকে তোমাদের সাপোর্ট দেখিয়ো যাতে ভবিষ্যতে আমরা একাদশশ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলির মতো আরো গুরুত্ব পূর্ণ ইতিহাসের প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরতে পারি এবং সেগুলি পরে তোমরা তোমাদের আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো।

বিঃদ্রঃ একাদশশ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলি তৈরি করা হয়েছে কিছু অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ মেনে এবং তার সাথে কিছু পাঠ্য বইয়েরও সাহায্য নেওয়া হয়েছে, তাই একাদশশ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলি নিয়ে আপনাদের কারো যদি কোনোরকম সমস্যা থেকে থাকে তবে আমাদের ইমেল করুন [email protected] এই ঠিকানায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!