একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর প্রথম অধ্যায়, যা আমাদের আজকের আলোচনার বিষয়। আজকে আমরা এই আর্টিকেলে একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর গুলি নিয়ে আলোচনা করবো যা তোমাদের বার্ষিক পরীক্ষার দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ।
মূলত আমরা সকলেই জানি যে একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর প্রথম অধ্যায় SAQ ভিত্তিক অর্থাৎ বার্ষিক পরীক্ষার কথা মাথায় রাখলে আমাদের শুধুমাত্র এই অধ্যায় থেকে ছোট প্রশ্ন অর্থাৎ MCQ ও SAQ ধরণের প্রশ্নগুলিই পরতে হবে।
যেহেতু একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর অর্থাৎ ছোট প্রশ্ন ও উত্তর গুলোই শুধু পরতে হবে সেক্ষত্রে আমাদের কিন্তু বিশেষ মনোযোগ দিতে হবে এব্যাপারে। কিন্তু চিন্তার কোনো কারন নেই তোমাদের মুশকিল আসান করার জন্যই আমাদের এই প্রয়াস।
কিন্তু প্রতিবারের মতো এবারেও তোমাদের সকলকে একটা কথাই বলার আমার একাদশ শ্রেণীর ইতিহাসের প্রশ্ন ও উত্তর যেগুলি একাদশ শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাস চেতনা থেকে নেওয়া সেগুলি https://artsschool.in এই ব্লগ থেকে পড়ার আগে তোমাদের WBCHSE BOARD নির্দেশিত পাঠ্য বই থেকে ইতিহাস চেতনা অধ্যায়টা একটু পড়ে নিও যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়।
তাহলে আর না বকে চলো দেখে নেওয়া যাক একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর গুলি যা কিনা হবে SAQ এবং MCQ ধরনেরঃ
১) প্রাক ইতিহাস কথাটি প্রথম কে ব্যাবহার করেন?
উঃ প্রাক ইতিহাস কথাটি প্রথম ব্যবহার করেন পল তুর্ণাল।
২) ইংরেজিতে ‘প্রাক ইতিহাস’ কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন?
উঃ ইংরেজিতে ‘প্রাক ইতিহাস’ কথাটি প্রথম ব্যাবহার করেছিলেন ড্যানিয়েল উইলসন।
৩) প্রাক ইতিহাসের সময়কাল কত?
উঃ প্রাক ইতিহাসের সময়কাল ২০০০০০০ থেকে ৩০০০ খ্রিস্ট পূর্বাব্দ পর্যন্ত।
৪) প্রায় ঐতিহাসিক যুগ বলতে কোন সময়কালকে বোজানো হয়ে থাকে?
উঃ প্রায় ঐতিহাসিক যুগ বলতে বোঝায় যখন মুদ্রার ব্যাবহার শুরু হয়েছে।
৫) প্রায় ইতিহাস যুগের সভ্যতার নিদর্শন কোনটি?
হরপ্পা সভ্যতা হল প্রায় ইতিহাস যুগের সভ্যতার নিদর্শন।
৬) ‘হিস্টোরিয়া’ কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে?
উঃ ‘হিস্টোরিয়া’ শব্দটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে।
৭) প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারগুলি কেমন ছিল?
উঃ প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারগুলি ছিল ভোঁতা ও অমসৃণ।
৮) প্রাক ইতিহাস পর্বের কয়েকটি হাতিয়ার এর নাম লেখ?
উঃ প্রাক ইতিহাস পর্বের কয়েকটি হাতিয়ার হল পাথরের তৈরি ছুরি, কুঠার ও বর্শা।
একাদশ শ্রেণীর কর্তার ভূত গল্পের ছোট প্রশ্ন ও তাদের উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার জন্য বিশেষ দরকারি।
৯) তাম্র প্রস্তর যুগের পরে যে যুগ আসে সেটির নাম লেখ।
উঃ তাম্র প্রস্তর যুগের পরে লৌহ যুগ এসেছিল।
১০) কুমোরের চাকা কোন যুগে আবিষ্কৃত হয়েছিল?
উঃ কুমোরের চাকা নব্য প্রস্তর যুগে আবিষ্কৃত হয়েছিল।
১১) মায়া সভ্যতার নিদর্শন পাওয়া যায় কোথায়?
উঃ আমেরিকায় মায়া সভ্যতার নিদর্শন পাওয়া যায়।
১২) কোথায় সোহাগের তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে?
উঃ সোহাগের তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে ভারতে।
১৩) অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন?
উঃ জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন।
১৪) জিগুরাত মন্দির কোন দেশে ছিল?
উঃ জিগুরাত মন্দির সুমেরে ছিল।
১৫) এপিগ্রাফি কাকে বলে?
উঃ লিপির উৎকীর্ণ বিদ্যাকে এপিগ্রাফি বলে।
১৬) পৃথিবীর বৃহত্তম মহাকাব্য কোনটি?
উঃ মহাভারত হল পৃথিবীর বৃহত্তম মহাকাব্য।
১৭) ভারতীয় পুরানের সংখ্যা কত?
উঃ ভারতীয় পুরানের মোট সংখ্যা হল ১৮ টি।
১৮) কাকে ইতিহাসের জনক বলা হয়?
উঃ হেরোডোটাসকে ইতিহাসে জনক বলা হয়।
আরো পড়ুন আপনাদের যদি একাদশ শ্রেণীর ইতিহাসের প্রশ্ন ও উত্তর পড়া হয়ে গিয়ে থাকে তবে পড়ুন Leela’s Friend Short question and answer By R.K Narayan
১৯) পাল রাজাদের মুদ্রার নাম কী?
উঃ পাল রাজাদের মুদ্রার নাম নারায়ণী।
২০) চোল রাজাদের মুদ্রার নাম নাম লেখ।
উঃ চোল রাজাদের মুদ্রার নাম ক্যাসু।
২১) ‘কল্পসুত্র’ কে রচনা করেন?
উঃ কল্পসুত্র রচনা করেন ভদ্রবাহু।
২২) ইরানে জরথুস্ট ধর্ম কে প্রবর্তন করেন?
উঃ মহাবীর ইরানে জরথুস্ট ধর্ম প্রবর্তন করেন।
২৩) ইলিয়াড ও অডিসি মহাকাব্য দুটি কার রচনা?
উঃ ইলিয়াড ও অডিসি মহাকাব্য দুটি অন্ধ কবি হোমারের রচনা।
২৪) হর্ষচরিত কার রচনা?
উঃ হর্ষচরিত বানভট্টের রচনা।
২৫) রামচরিত কার লেখা?
উঃ রামচরিত সন্ধাকর নন্দির লেখা।
আরো পড়ুন ইতিহাসের ধারনা অধ্যায়ের Important ছোট প্রশ্ন ও উত্তর
আরো পড়ুন “The place of art in education” By Nandalal Bose Class XI Short question and answers
আরো পড়ুন উপনিবেশিক কতৃত্ব প্রতিষ্ঠা অষ্টম শ্রেণীর ইতিহাস
আরো পড়ুন নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ নবম শ্রেণী
আরো পড়ুন গ্রহরুপে পৃথিবী ছোট প্রশ্ন ও উত্তর class 9 2021 জিওগ্রাফি।
আজকের এই আর্টিকেলে আমরা একাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ছোট প্রশ্ন ও উত্তর গুলি দেখলাম কেননা আমরা জানি আমাদের বার্ষিক পরীক্ষায় এই অধ্যায় থেকে কেবলমাত্র ৩ টি MCQ ও তিনটি SAQ প্রশ্ন থাকবে।
তো আজকের এই একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় ছোট প্রশ্ন ও উত্তর অংশে আমরা কেবল ২৫ টি SAQ ধরণের প্রশ্ন তুলে ধরেছি যা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বিশেষ উপযোগী হবে। আমরা ভবিষ্যতে চেষ্টা করবো আরো কিছু ছোট প্রশ্ন তুলে ধরতে এই অধ্যায় থেকে যাতে কোনো প্রশ্ন বাদ থেকে না যায়।
তাহলে এর জন্য তোমাদের যা করতে হবে নিয়মিত ভাবে ভিসিট করতে হবে আমাদের এই ব্লগ artsschool.in যেখানে আমরা নিত্যদিন নতুন ভাবে আর্টসের বিভিন্ন বিষয়ের প্রশ্ন ও উত্তরগুলি তুলে ধরার চেষ্টা করবো।
অবশেষে আপনাকে/আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে এই পোস্টটি পড়ার জন্য। এভাবেই চিরদিন https://artsschool.in এর এই ব্লগের পাশে থাকুন যাতে ভবিষ্যতে আরো উন্নত মানের Study material & Notes আপনাদের সামনে তুলে ধরতে পারি। একটাই অনুরোধ করবো নিয়মিত আমাদের এই ব্লগে Visit করুন এবং নিজের জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করে তুলুন।
বিঃ দ্রঃ এই আর্টিকেলের একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় ছোট প্রশ্ন ও উত্তর গুলি কিছু অভিজ্ঞ শিক্ষক ও কিছু বইয়ের সাহায্যে এবং নিজের চেষ্টায় তৈরি। শিক্ষকদের অনুমতি নেওয়া হলেও প্রকাশকদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়ে ওঠেনি। এবিষয়ে আপনাদের কারো যদি কোনো অসুবিধা থাকে তবে যোগাযোগ করুন আমাদের সাথে এবং জানান আপনার কথা।