পৃথিবীর অন্দরমহল এর ছোট প্রশ্ন ও উত্তর।
১) পৃথিবীর ব্যসার্ধ কত?
উঃ পৃথিবীর ব্যসার্ধ ৬৩৭০ কি.মি. প্রায়।
২) সিয়াল ও সিমা স্তর দুটিকে বিচ্ছিন্ন করে কোন বিযুক্তি রেখা?
উঃ সিয়াল ও সিমা স্তর দুটিকে বিচ্ছিন্ন করে কনরাড বিযুক্তি রেখা।
৩) দক্ষিন আফ্রিকার গভীরতম খনির নাম লেখো(ক্রিত্রিম গর্ত)।
উঃ দক্ষিন আফ্রিকার গভীরতম খনি রবিনসন ডীপ (সোনার খনি)
৪) ম্যগমা কাকে বলে?
উঃ ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্তায় থাকে তাকে ম্যগমা বলে।
৫) লাভা কাকে বলে?
উঃ ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভুপৃস্টের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে।
৬) গুটেনবার্গ বিযুক্তিরেখা কোথায় অবস্থিত?
উঃ গুটেনবার্গ বিযুক্তিরেখা অবস্থিত কেন্দ্রমন্ডল থেকে গুরুমন্ডল সীমানায়।

৭) কেন্দ্রমন্ডলের পরিধি কত?
উঃ কেন্দ্রমন্ডলের পরিধি ৩৪৭৫ কি.মি.
৮) পৃথিবীর গড় ঘনত্ব কত?
উঃ পৃথিবীর গড় ঘনত্ব ৫.৫ গ্রাম/ঘনসেমি।
৯) পৃথিবীর অভ্যন্তরে কটি অংশ ও কী কী?
উঃ পৃথিবীর অভ্যন্তরে তিনটি অংশ – কেন্দ্রমন্ডল গুরুমন্ডল ও শিলামন্ডল।
১০) পি-তরঙ্গের গতিবেগ কত?
উঃ পি-তরঙ্গের গতিবেগ সেকেন্ডে প্রায় ৫ থেকে ১৪ কিমি।
১১) এস তরঙ্গের গতিবেগ কত?
উঃ এস তরঙ্গের গতিবেগ সেকেন্ডে প্রায় ৩ থেকে ৭ কিমি।
১২) পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ দেখা যায়?
উঃ পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ দেখা যায়।
১৩) পৃথিবীর অভ্যন্তরে কীভাবে তাপ মাত্রা বৃদ্ধি পায়?
উঃ পৃথিবীর অভ্যন্তরে ১কিমি গভীরতা বৃদ্ধিতে তাপমাত্রা বৃদ্ধি পায় ৩০ ডিগ্রি সেলসিয়াস।
১৪) সিয়াল স্তর কোন দুটি প্রধান উপাদান দ্বারা গঠিত?
উঃ সিয়াল স্তর সিলিকা ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত।
পৃথিবীর অন্দরমহল ছারাও গ্রহরুপে পৃথিবী অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর এর জন্য এই আর্টিকেল টি পড়ুন।
১৫) সিমা স্তর কোন দুটি প্রধান উপাদান দ্বারা গঠিত?
উঃ সিমা স্তর সিলিকা ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত।
১৬) গুরুমন্ডল কটি স্তর দ্বারা গঠিত ও কী কী?
উঃ গুরুমন্ডল দুটি স্তর দ্বারা গঠিত – নিফেসিমা এবং ক্রোফেসিমা।
১৭) মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত?
উঃ মহাদেশীয় ভূত্বক গ্যানাইট দ্বারা গঠিত।
১৮) মহাসাগরীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত?
উঃ মহাসাগরীয় ভূত্বক ব্যসল্ট দ্বারা গঠিত।
১৯) পৃথিবীর গভীরতম কৃত্তিম গর্ত কোথায় অবস্থিত ?
উঃ পৃথিবীর গভীরতম কৃত্তিম গর্ত রাশিয়ার কোলা উপদ্বীপে অবস্থিত।
২০) লেহম্যান বিযুক্তি রেখা কোথায় দেখা যায়?
উঃ অন্তকেন্দ্র মণ্ডল ও বহিঃ কেন্দ্রমন্ডলের সংযোগস্থলে লেহম্যান বিযুক্তি রেখা দেখা যায়।
আরো পড়ুন আঞ্চলিক শক্তির উত্থান অষ্টম শ্রেণীর ছোট প্রশ্ন ও উত্তর
২১) কোন দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি উৎপন্ন করে?
উঃ আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি উৎপন্ন করে।
২২) কোন তরঙ্গ কেবল কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে চলাচল করতে পারে?
উঃ এস তরঙ্গ কেবল কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে চলাচল করতে পারে।
২৩) কোন তরঙ্গ যে কোন মাধ্যমের মধ্যে দিয়ে চলাচল করতে পারে?
উঃ পি তরঙ্গ যে কোন মাধ্যমের মধ্যে দিয়ে চলাচল করতে পারে।
২৪) ভূত্বক কাকে বলে?
উঃ গুরুমন্ডলের উপরে যে কঠিন হালকা ও পাতলা শিলা স্তরটি পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে ভূত্বক বলে।
২৫) শিলার ঘনত্বের ভিত্তিত্তে ভূত্বক কতপ্রকার ও কী কী?
উঃ শিলার ঘনত্বের ভিত্তিত্তে ভূত্বক দুইপ্রকার – সিয়াল ও সিমা।
২৬) ঘনত্ব কাকে বলে?
উঃ একক আয়তনের পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে।
অবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে এই পোস্টটি পড়ার জন্য। এভাবেই চিরদিন https://artsschool.in এর এই ব্লগের পাশে থাকুন যাতে ভবিষ্যতে আরো উন্নত মানের Study material & Notes আপনাদের সামনে তুলে ধরতে পারি। একটাই অনুরোধ করবো নিয়মিত আমাদের এই ব্লগে Visit করুন এবং নিজের জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করে তুলুন।