Menu

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ; আজকের এই আর্টিকেলে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিকের ভূগোল সিলেবাস এর অন্তর্গত প্রথম অধ্যায়  তথা বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ  অধ্যায়ের  কিছু  গুরুত্বপূর্ণ  বহু বিকল্প ভিত্তিক,  শূন্যস্থান পূরণ,  অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তোমাদের আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ;  চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন উত্তর গুলি- 

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

দশম শ্রেণী / মাধ্যমিক ভূগোল 

 ১) বহু বিকল্প ভিত্তিক উত্তর ধর্মী প্রশ্ন: 

 ১. ভূমিরূপ বিদ্যায় গ্রেড কথাটি  প্রথম কে ব্যবহার করেন-

ক) প্রাট খ)  গিলবার্ট গ)  ডেভিস ঘ)  হাটন

 ২. ভূমিরূপ বিদ্যায় পর্যায়ন ধারণাটি কে প্রবর্তন করেন-

ক) প্রাট খ)  এইরি গ)  চেম্বারলিন ও সলিলবেরি ঘ) ডেভিস।

 ৩. আবহবিকার,  ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত ফল হল – 

ক)  আরোহন খ)  অবরোহন গ)  পর্যায়ন ঘ)  নগ্নীভবন 

৪. বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হল – 

ক)  আবহবিকার খ)  পুঞ্জিত ক্ষয় গ)  সূর্য ঘ)  পর্যায়ন

 ৫. অভিকর্ষের টানে ভূমির ঢাল বেয়ে আলগা শিলাখণ্ড মৃত্তিকারর স্থলনকে  বলে – 

ক) ক্ষয়ীভবন খ)  নগ্নীভবন গ)  পুঞ্জিত ক্ষয় ঘ)  আরোহন

 ৬. ভূপৃষ্ঠের উঁচু ভূভাগ গুলির উচ্চতা হ্রাসের প্রক্রিয়াকে বলা হয়-

ক) আরোহন খ)  অবরোহন গ)  অবক্ষেপণ ঘ)  কোনোটিই নয়

 ৭. প্রাকৃতিক  ক্ষয়কারি শক্তির দ্বারা  ভূমিরূপের পরিবর্তন হলো-

ক)  বহির্জাত প্রক্রিয়া খ)  আন্তর্জাত  প্রক্রিয়া গ)  পর্যায়ন ঘ)  কোনোটিই নয়

উত্তরঃ ১)  গিলবার্ট ২)  চেম্বারলিন  ও সলিসবেরি ৩)  নগ্নীভবন ৪)  সূর্য ৫)  পুঞ্জিত ক্ষয় ৬)  অবরোহন ৭)  বহির্জাত প্রক্রিয়া।

২)  উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো-

  1.  অবরোহন কথাটির অর্থ  হল –  নিচে নামা.
  2.  আরোহন কথাটির আভিধানিক অর্থ হল –  ওপরে ওঠা.
  3.  আবহবিকারজাত বিচূর্ণীভূত  শিলার অপসারণ  বা স্থানান্তরকে –  ক্ষয়ীভবন বলা হয়ে থাকে।
  4.  আদ্র –  অঞ্চলে রাসায়নিক আবহবিকার এর প্রাধান্য বেশি দেখা যায়।
  5.  যান্ত্রিক –  আবহবিকারের ফলে গোল আকৃতির ভূমিরূপ গঠিত হয়।
  6.  আদ্র – অঞ্চলে নদীর কাজের প্রাধান্য বেশি দেখা যায়।

৩)  এক কথায় উত্তর দাও (বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ)-

 ১. কোন অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য বেশি দেখা যায়?

 উত্তর:  উষ্ণ মরু,  উচ্চ পার্বত্য অঞ্চল,  উচ্চ অক্ষাংশে  যান্ত্রিক আবহবিকার এর প্রাধান্য বেশি দেখা যায়.

 ২. কোন প্রকার আবহবিকার এর ফলে চুনাপাথর গঠিত অঞ্চলে কাস্ট ভূমিরূপ গঠিত হয়?

 উত্তর:  রাসায়নিক আবহবিকার  এর ফলে চুনাপাথর গঠিত অঞ্চলে কাস্ট ভূমিরূপ গঠিত হয়.

 ৩. কোন প্রকার আবহবিকার এর ফলে  টর ভূমিরূপ গঠিত হয়?

 উত্তর:  যান্ত্রিক আবহবিকার  এর ফলে টর ভূমিরূপ গঠিত হয়.

৪.  বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী একটি প্রধান শক্তি বা এজেন্ট এর নাম লেখ

 উত্তর: বহির্জাত প্রক্রিয়া অংশগ্রহণকারী একটি প্রধান শক্তি হলো নদী.

 ৫. পর্যায়ন  কোন প্রাকৃতিক প্রক্রিয়ার অংশ?

 উত্তর:  পর্যায়ন হল বহির্জাত প্রক্রিয়ার একটি অন্যতম অংশ.

 ৬. আরোহন ও অবরোহন কোন প্রাকৃতিক প্রক্রিয়ার অংশ?

 উত্তর: বহির্জাত প্রক্রিয়া একটি উল্লেখযোগ্য অংশ হলো আরোহন ও অবরোহন.

 ৭. কোন প্রক্রিয়ায় ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কার্যের মধ্যে সামঞ্জস্য তৈরি হয়?

 উত্তর:পর্যায়ন  এর মাধ্যমে   ক্ষয়,  পরিবহন ও   সঞ্চয়  কার্যের  মধ্যে  সামঞ্জস্য  তৈরি হয়.

৪)  সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন (বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ)- 

 ১. বহির্জাত শক্তি বলতে কী বোঝো?

 উত্তর:  সাধারণত  যেসব শক্তি ভূপৃষ্ঠের উপর উৎপন্ন ও ক্রিয়াশীল হয় ভূপৃষ্ঠের প্রধান ভূমিরূপের পরিবর্তন ও ভাস্কর্য করে থাকে,  তাদের  বহির্জাত শক্তি বলা হয়ে থাকে।  যেমন –  নদী,  হিমবাহ,  বায়ুপ্রবাহ,  সমুদ্র তরঙ্গ,  পুঞ্জিত ক্ষয়,  আবহবিকার প্রভৃতি। 

২. অবরোহন কি  অথবা  অবরোহন কাকে বলা হয়?

 উত্তর:  ইংরেজি Degradation  বা বাংলা অবরোহন কথাটির  আক্ষরিক অর্থ হলো নিচে নামা  অর্থাৎ  যে প্রক্রিয়ায় বহির্জাত শক্তির দ্বারা  আবহবিকার, ক্ষয়ীভবন,  ও পুঞ্জিত ক্ষয় এর মাধ্যমে ভূভাগের উচ্চতা কমে যায় বা ভূভাগ নিচু হয়ে যায় সেই প্রক্রিয়াকে অবরোহন বলা হয়।  অবরোহণ এর মাধ্যমে ভূমিরূপের ক্ষয় হয় এবং ভূপৃষ্ঠের পরিবর্তন হয়।

 ৩. আরোহন কাকে বলা হয় অথবা আরোহন কি? 

 উত্তর:  আরোহন বা ইংরেজি daggradation  কথাটির আক্ষরিক অর্থ হলো ওপরে ওঠা.  সাধারণত বহির্জাত প্রক্রিয়া অংশগ্রহণকারী শক্তির দ্বারা অধঃক্ষেপণ,  অবক্ষেপণ বা সঞ্চয় কার্যের দ্বারা ভূমিরূপের নির্মাণের মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়াকে আরোহন বলা হয়ে থাকে.  এই পদ্ধতির মাধ্যমে নিম্ন ভূমির উচ্চতা বেড়ে যায় ভূপৃষ্ঠের সঞ্চয়জাত ভূমিরূপ এর সৃষ্টি হয়।

 ৪. আবহবিকার বলতে কী বোঝো?  অথবা  আবহবিকার কাকে বলে?

 উত্তর:  আবহবিকার প্রক্রিয়ায়  ভূপৃষ্ঠের সমূহ স্ব-স্থানে থেকে ভৌত বা রাসায়নিক  পরিবর্তনের মাধ্যমে চূর্ণ-বিচূর্ণ বা বিয়োজিত হয়,  এক্ষেত্রে আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা আদ্রতা বৃষ্টিপাত ইত্যাদি যান্ত্রিক,  রাসায়নিক ও জৈবিক উপায় শিলা চূর্ণ-বিচূর্ণ বিয়োজিত করে ভূপৃষ্ঠে ঘটায় ও ভূমিরূপের উচ্চতার হ্রাস ঘটে।

৫. পর্যায়ন কি অথবা পর্যায়ন কাকে বলে?

 উত্তর:  যেসব বহির্জাত প্রক্রিয়া  ক্রমান্বয়ে ক্ষয়,  বহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে সামঞ্জস্য বিধান করে ভূপৃষ্ঠের সমতলীকরন ঘটায়,  তাদের পর্যায়ন বা ক্রমায়ন শক্তি বলে। আরোহন ও অবরোহন এই পর্যায়ন প্রক্রিয়ায়  বিশেষভাবে অংশগ্রহণ করে এবং এদের নিরবিচ্ছিন্ন কাজের দ্বারা ভূমিরূপের উচ্চতায় সমতা রক্ষা করা যায়।

 ৬. নগ্নীভবন কি অথবা নগ্নীভবন বলতে কী বোঝো বা নগ্নীভবন কাকে বলা হয়?

 উত্তর:  আবহবিকার,  পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন সম্মিলিতভাবে ভূপৃষ্ঠের উপরের শিলাস্তরকে অপসারিত করে  অন্য স্থানে পরিবাহিত করে।  এর ফলে নিচের শিলাস্তর উন্মুক্ত উদঘাটন হয় তাই এই প্রক্রিয়াকে নগ্নীভবন বলে।

৭. ক্ষয়ীভবন কাকে বলে  অথবা ক্ষয়ীভবন কি?

 উত্তর:  ভূপৃষ্ঠের উপর আবহবিকারজাত  বা বিচূর্ণঈকৃত  শিলাখণ্ড সমূহ বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি যেমন নদী,  হিমবাহ,  বায়ুপ্রবাহ প্রভৃতির দ্বারা স্থানচ্যুত বা অপসারিত হলে,  তাকে ক্ষয়ীভবন বলে।  এই প্রক্রিয়ায় ভূমিরূপ এর  উচ্চতার হ্রাস  ঘটে  তাই এটি  অবনমন প্রক্রিয়ার অন্তর্গত।

 ৮. পুঞ্জিত ক্ষয় বলতে কী বোঝো অথবা পুঞ্জিত ক্ষয় কাকে বলা হয়?

 উত্তর:  ভূপৃষ্ঠে আবহবিকার এর ফলে সৃষ্ট চূর্ণ-বিচূর্ণ শিলা স্তর  কোন প্রকার প্রাকৃতিক বহন শক্তির সাহায্য ছাড়াই শুধুমাত্র মহাকর্ষ শক্তির প্রভাবে ভূমির ঢাল বেয়ে নিচের দিকে নেমে এলে তাকে পুঞ্জিত ক্ষয় বলে.  এই প্রক্রিয়ায় গভীর ও অগভীর শিলাস্তরের সঙ্গে মৃত্তিকার স্তর ক্ষয় প্রাপ্ত হয়ে পুঞ্জিত ক্ষয় রূপান্তরিত হয়।

আমাদের আজকের এই প্রশ্নোত্তরগুলি একত্রে PDF আকারে Download করতে নীচে ক্লিক করুন –

To Download The PDF Click Here
Download The PDF From Here

আরো পড়ুনঃ ভূপৃষ্ঠের তাপ বলয়গুলির বিবরণ দাও।

আরো পড়ুনঃ বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ গুলি সম্পর্কে যা জানো লেখ

আরো পড়ুনঃ বায়ুপ্রবাহের শ্রেণীবিভাগ করো এবং বিষদে লেখ অর্থাৎ মাধ্যমিক ভূগোলের বায়ুমন্ডল অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রস্নের উত্তর পেতে এই লিঙ্কে ক্লিক করুন। 

বিঃ দ্রঃ আমাদের আজকের এই বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ  অধ্যায়ের প্রশ্ন উত্তর গুলো তৈরি করার জন্য আমাদের কিছু পাঠ্যবইয়ের সাহায্য নিতে হয়েছে যদিও এর জন্য আমাদের তরফ থেকে কোনো প্রকাশকের সঙ্গে যোগাযোগ করা হয়ে ওঠেনি;  তাই আমাদের আজকের এই প্রশ্ন উত্তর গুলো নিয়ে আপনাদের কারো যদি কোন রকম সমস্যা থেকে থাকে তাহলে আমাদের ইমেইল করুন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার সমস্যা দূরীকরণে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!