Menu

শিক্ষার ধারণা ও লক্ষ্য অধ্যায়ের প্রশ্নোত্তর একাদশ শ্রেণী

শিক্ষার ধারণা ও লক্ষ্য ; আজকের আমাদের আর্টিকেলের আলোচনার বিষয় WBCHSE এর একাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞানের প্রথম অধ্যায় শিক্ষার ধারণা ও লক্ষ্য অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্নোত্তর।

একাদশ শ্রেণী – শিক্ষা বিজ্ঞান (Education)

শিক্ষার ধারণা ও লক্ষ্য (প্রথম অধ্যায়)

 

১. এডুকেশন (Education) কথাটি কোন শব্দ থেকে এসেছে?

উত্তরঃ ল্যাটিন শব্দ Educare/Educere/Educattum থেকে এসেছে।

২. শিক্ষা শব্দটি সংস্কৃত কোন ধাতু থেকে এসেছে?

উত্তরঃ শিক্ষা শব্দটি সংস্কৃত ‘শাস’ থেকে এসেছে।

৩. আধুনিক শিক্ষাবিজ্ঞানের জনক কাকে বলা হয় (শিশু কেন্দ্রিক)?

উত্তরঃ রুশো কে আধুনিক শিক্ষাবিজ্ঞানের জনক বলা হয়।

৪. রুশোর লেখা বই-এর নাম কী?

উত্তরঃ রুশোর লেখা বইটির নাম এমিল।

৫. প্লেটোর লেখা গ্রন্থের নাম কী?

উত্তরঃ প্লেটোর লেখা গ্রন্থের নাম হল রিপাবলিক (Republic).

৬. Educare কথার অর্থ কী?

উত্তরঃ লালনপালন / পরিচর্যা করা।

৭. Educere কথার অর্থ কী?

উত্তরঃ  Educare কথার অর্থ হল নির্দেশনা দান করা / নিষ্কাশন করা।

৮. Educattum কথার অর্থ কী?

উত্তরঃ Educattum কথার অর্থ শিক্ষাদানের কাজ।

৯. বিবেকানন্দের মতে শিক্ষা কী?

উত্তরঃ বিবেকানন্দের মতে – শিক্ষার্থীর অন্তর নিহিত সম্ভবনাগুলির পরিপূর্ণ বিকাশ সাধন।

১০. পলিটি কাকে বলে?

উত্তরঃ প্রাচীন গ্রীসের নগরগুলিকে বলা হত পলিটি।

 

আরো পড়ুন মগধরাজ রাজহংসের চরিত্রের বর্ণনা দাও।

 

১১. আধুনিক দার্শনিকদের কটি ভাগে ভাগ করা যায় ও কী কী?

উত্তরঃ আধুনিক দার্শনিকদের চারটি ভাগে ভাগ করা যায়, যথা – ভাববাদী, জড়বাদী, প্রয়োগবাদী ও প্রকৃতিবাদী।

১২. প্রাচ্যের কয়েকজন শিক্ষাবিদদের নাম লেখ?

উত্তরঃ প্রাচ্যের কয়েকজন শিক্ষাবিদদের নাম হল – রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, গান্ধিজি এবং স্বামী বিবেকানন্দ।

১৩. পাশ্চাত্যের কয়েকজন শিক্ষাবিদের নাম লেখো?

উত্তরঃ পাশ্চাত্যের কয়েকজন শিক্ষাবিদ হলেন – রুশো, প্লেটো, ফ্রয়েবেল, পেস্তোলৎসি, অ্যারিস্টটল।

১৪. গান্ধীজীর মতে শিক্ষা কী?

উত্তরঃগান্ধীজীর মতে মানুষের দেহ, মন এবং আত্মার যা পরিপূর্ণ বিকাশ ঘটায় তাকে বলা হয় শিক্ষা ।

১৫. রবীন্দ্রনাথের মতে শিক্ষা কী?

উত্তরঃ রবীন্দ্রনাথের মতে, বিশ্বপ্রকৃতির সাথে সামঞ্জস্য বিধানের দ্বারা প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা হল শিক্ষা।

১৬. প্লেটোর মতে শিক্ষা কী?

উত্তরঃ প্লেটোর মতে শিক্ষা হল এমন একটি ধারণ শক্তি যা শিশুর মধ্যেকার সব পূর্ণতাকে বিকশিত করে।

১৭. শিক্ষার প্রধান উদ্দেশ্য কী?

উত্তরঃ শিক্ষার প্রধান উদ্দেশ্য হল – জ্ঞানার্জন করা।

১৮. শিক্ষার কটি অর্থ ও কী কী?

উত্তরঃ শিক্ষার প্রধান অর্থ দুটি। এগুলি হল – সংকীর্ন অর্থ ও ব্যাপক অর্থ।

১৯. অ্যারিস্টটলের মতে শিক্ষা কী?

উত্তরঃ অ্যারিস্টটলের মতে, শিক্ষা হল সুস্থ দেহ এক সুস্থ মনের সৃষ্টি।

২০. UNESCO – এর সম্পূর্ণ নাম কী?

উত্তরঃ UNESCO এর সম্পূর্ণ নাম হল – United Nations Educational Scientific and cultural organization.

 

আরো পড়ুন দশকুমারচরিতম সংক্ষিপ্ত প্রশ্নোত্তর একাদশ শ্রেণী

 

২১. শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য কটি ও কী কী?

উত্তরঃ শিক্ষার প্রধান চারটি উদ্দেশ্য বা লক্ষ্য রয়েছে। যেগুলি হল – ক) জানার জন্য শিক্ষা বা জ্ঞানের জন্য শিক্ষা (Learning to know). খ) কর্মের জন্য শিক্ষা (learning to do). গ) একত্রে বসবাসের জন্য শিক্ষা (learning to live together). ঘ) মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা (learning to be).

২২. ‘সা বিদ্যা মা বিমুক্তয়ে’ – কথাটির অর্থ কী?

উত্তরঃ যা মানুষকে মুক্তিলাভে সহায়তা করে, সেই হল বিদ্যা।

২৩. স্বামী দয়ানন্দের মতে শিক্ষা কী?

উত্তরঃ স্বামী দয়ানন্দের মতে চরিত্রগঠন ও ধার্মিক জীবনযাপনের উপায় হল শিক্ষা।

২৪. ড.জাকির হোসেনের মতে শিক্ষা কী?

উত্তরঃ ড.জাকির হোসেনের মতে, শিক্ষা হল এমন প্রক্রিয়া যা কোনো ব্যক্তির মনের সম্পূর্ণ বিকাশে সহায়ক হয়।

২৫. রুশোর মতে শিক্ষা কী?

উত্তরঃ রুশোর মতে, শিশুর স্বতঃ আত্মবিকাশ যা মানব সমাজের সমস্ত কৃত্রিমতা বর্জিত স্বাভাবিক মানুষ তৈরিতে সহায়ক।

২৬. শিক্ষার বর্তমান অর্থ কী?

উত্তরঃ বর্তমান অর্থে শিক্ষা হল ব্যক্তি জীবনের সেইসব গুনের বিকাশ যা ব্যক্তিকে পরিবেশ নিয়ন্ত্রনের মাধ্যমে নিজের সম্ভবনা গুলির বিকাশ ঘটাতে সাহায্য করে।

২৭. শিক্ষার উপাদান কটি ও কী কী?

উত্তরঃশিক্ষার প্রধান উপাদান চারটি, যেগুলি হল – শিক্ষার্থী, শিক্ষক, পাঠক্রম ও বিদ্যালয়।

২৮. পৃথিবীতে টিকে থাকার জন্য অপরিহার্য কী?

উত্তরঃপৃথিবীতে টিকে থাকার জন্য অপরিহার্য হল জ্ঞান।

২৯. মানুষের শ্রেষ্ঠত্বের মূলে কী রয়েছে?

উত্তরঃ মানুষের শ্রেষ্ঠত্বের মূলে রয়েছে বুদ্ধির বৃত্তি।

৩০. প্রাচীনকালে শিক্ষার উদ্দেশ্য কী ছিল?

উত্তরঃ প্রাচীনকালে শিক্ষার উদ্দেশ্য ছিল আত্মউপলব্ধি।

 

আরো পড়ুন Class 11 History Syllabus & Number pattern for 2021

 

৩১. অভিযোগ কথাটির অর্থ কী?

উত্তরঃ অভিযোগ কথাটির অর্থ হল মানিয়ে নেওয়া।

৩২. Catture কথাটি কোন শব্দ থেকে এসেছে?

উত্তরঃ cattere থেকে এসেছে, যার অর্থ হল- কোন জাতির বিশ্বাস।

৩৩. বুনিয়াদি শিক্ষার প্রবর্তক কে?

উত্তরঃ বুনিয়াদি শিক্ষার প্রবর্তক হলেন – গান্ধীজী।

৩৪. শিশুকেন্দ্রীক শিক্ষার প্রবর্তক কে?

উত্তরঃ শিশুকেন্দ্রীক শিক্ষার প্রবর্তক হলেন রুশো।

৩৫. হান্টার কমিশন রিপোর্ট কবে প্রকাশিত হয়?

উত্তরঃ হান্টার কমিশন রিপোর্ট ১৮৮২ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় যা ছিল শিক্ষার জন্য গঠিত কমিশন।

৩৬. উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয়?

উত্তরঃ ১৮৫৪ খ্রিষ্টাব্দে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়।

৩৭. NCERT এর সম্পূর্ণ নাম কী?

উত্তরঃ NCERT এর সম্পূর্ণ নাম হল – national council of educational research and training.

৩৮. SCERT এর পুরো নাম কী?

উত্তরঃ SCERT এর পুরো নাম state council of educational research and training.

৩৯. কোন সংস্থাকে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয়?

উত্তরঃ বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয়।

৪০. কোন শিক্ষাবিদ সমাজকে জীবদের সঙ্গে তুলনা করেছেন?

উত্তরঃ হার্বাট স্পেনসার সমাজকে জীবদের সঙ্গে তুলনা করেছেন।

৪১. লক্ষ্য সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ – কার উক্তি?

উত্তরঃ লক্ষ্য সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ – উক্তিটি জন ডিউই এর।

৪২. শিক্ষা কমিশন কতগুলি?

উত্তরঃ শিক্ষা কমিশন প্রধানত চারটি।

 

আরো পড়ুন প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র বা পলিস গুলি গড়ে ওঠার কারন

 

অবশেষে আপনাকে / তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় করে শিক্ষার ধারণা ও লক্ষ্য অধ্যায়ের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নোত্তর গুলি পড়ার জন্য। এই ভাবেই চিরদিন আর্টস স্কুল ডট ইন এর পাশে থেকে তোমাদের সাপোর্ট দেখিয়ো যাতে ভবিষ্যতে আমরা শিক্ষার ধারণা ও লক্ষ্য অধ্যায়ের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নোত্তর গুলির মতো আরো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি তোমাদের সামনে তুলে ধরতে পারি এবং তোমরা শিক্ষার ধারণা ও লক্ষ্য এর মতো সেই গুলোও পরে সামনের পরিক্ষার জন্য প্রস্তুত হতে পারো।

 

বিঃ দ্রঃ শিক্ষার ধারণা ও লক্ষ্য অধ্যায়ের ছোট প্রশ্নোত্তর গুলি তৈরি করা হয়েছে কিছু অভিজ্ঞ শিক্ষকের পরামর্শে এবং কোনো কোনো পাঠ্য বইয়ের সাহায্যে, যদিও শিক্ষকদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে কিন্তু কোনো প্রকাশকের সাথে যোগাযোগ করা হয়ে ওঠেনি, তাই শিক্ষার ধারণা ও লক্ষ্য অধ্যায়ের ছোট প্রশ্নোত্তর গুলি নিয়ে আপনাদের কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তবে আমাদের ইমেল করুন [email protected] এই ঠিকানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!