Menu

ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন

ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন; wbbse board নির্দেশিত অষ্টম শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায় হল ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন যেখানে আমরা ভারতে উপনিবেশ বিরোধী ও স্বাধীনতার জন্য আন্দোলন ১৯১৯ খ্রিস্টাব্দের জাতীয় আন্দোলনে গান্ধিজির প্রভাব লক্ষ করবো। তাছাড়া সেই সময়ে ঘটে যাওয়া দুটি বিশ্বযুদ্ধ ও তাদের প্রভাব কতটা পরেছিল ভারতীয় জনজীবন ও রাজনীতির উপর তাও জানবো বিষদ ভাবে। তবে আজকের এই আর্টিকেলটিতে আমরা শুধু ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন এর কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নোত্তর সম্পর্কেই জানবো।

তবে প্রতিবারের মতো আবারও তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমার ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন এর প্রশ্নোত্তর গুলি পড়ার আগে একটিবার তোমাদের পাঠ্য ইতিহাস বই থেকে ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন অধ্যায়টি ভালো করে পড়ে নিও যাতে এই আর্টিকেলে বর্ণিত প্রশ্নোত্তর গুলি তোমরা সহজেই বুঝতে পারো।

দেখে নেওয়া যাক ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন  অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নোত্তরঃ

 

অষ্টম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায়

ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন

 

 

) গান্ধীজীর পুরো নাম কী?

উঃ গান্ধীজীর পুরো নাম মোহন দাস করমচাঁদ গান্ধি।

) প্রথম বিশ্বযুদ্ধ কত খ্রিষ্টাব্দে শুরু হয়েছিল?

উঃ প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ খ্রিঃ (শেষ হয় ১৯১৯খ্রিঃ) শুরু হয়েছিল।

) কোণ জাতীয় রাজনৈতিক নেতা দক্ষিন আফ্রিকায় বিভিন্ন ধর্ম ভাষা অঞ্চলের মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করেছিলেন?

উঃ মহাত্মা গান্ধি দক্ষিন আফ্রিকায় বিভিন্ন ধর্ম ও ভাষা অঞ্চলের মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করেছিলেন।

) খিলাফৎ আন্দোলন কমিটি কত খ্রিষ্টাব্দে গড়ে উঠেছিল?

উঃ ১৯১৯খ্রিস্টাব্দে খিলাফৎ আন্দোলন কমিটি গড়ে উঠেছিল।

) রাওলাট সত্যাগ্রহের পরে কোন তিনটি প্রধান জাতীয় আন্দোলন করেছিলেন মহাত্মা গান্ধি?

উঃ অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন।

) কত খ্রিষ্টাব্দে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়?

উঃ ১৯২১ খৃষ্টাব্দে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়।

) চৌরিচৌরা ঘটনাটি কোথায় ঘটেছিল কবে?

উঃ ১৯২২ খ্রিস্টাব্দের ৪ঠা ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচৌরা গ্রামে।

আরো পড়ুন জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নোত্তর

) সাইমন কমিশন কত খ্রিঃ গঠিত হয়?

উঃ ১৯২৭ খ্রিষ্টাব্দে সাইমন কমিশন  গঠিত হয়

) আইন আমান্য আন্দোলন কত খ্রিঃ গঠিত হয়?

উঃ  ১৯৩০ খ্রিষ্টাব্দে আইন আমান্য আন্দোলন  গঠিত হয়

১০) ডান্ডিঅভিজান বলতে কি বোঝ?

উঃ গান্ধিকে সামনে রেখে আইন আমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়। ১৯৩০ খ্রিষ্টাব্দের ৬ এপ্রিল গুজরাটের ডান্ডিতে অভিজান করে লবণ আইন ভঙ্গ করা হয়।

১১) সীমান্ত গান্ধি কাকে বলে?

উঃ খান আব্দুল গফফর খান কে সীমান্ত গান্ধি বলা হয়।

১২) গান্ধির সত্যাগ্রহ অহিংসার আদর্শ দুটিকে একসাথে কি বলা হয়?

উঃ গান্ধির সত্যাগ্রহ ও অহিংসার আদর্শ দুটিকে একসাথে অহিংসা-সত্যাগ্রহ বলা হয়।

১৩) ভারত শাসন আইন কত খ্রিঃ কার নেতৃত্বে পাশ হয়?

উঃ ভারত সচিব মন্টেগু ও লর্ড চেমসফোর্ড এর নেতৃত্বে ১৯১৯ খ্রিষ্টাব্দে।

১৪) কত খ্রিঃ দক্ষিন আফ্রিকা থেকে গান্ধিজি ভারতবর্ষে ফেরেন?

উঃ ১৯১৫ খ্রিষ্টাব্দে দক্ষিন আফ্রিকা থেকে গান্ধিজি ভারতবর্ষে ফেরেন।

১৫) প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু হয়?

উঃ গুজরাটের খেড়া জেলায় প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়।

১৬) রাওলাট আইন জালিয়ানওয়ালাবাগের হত্যা কাণ্ড কত খ্রিষ্টাব্দে হয়েছিল?

উঃ ১৯১৯ খ্রিষ্টাব্দে (রাওলাটের নেতৃত্বে) রাওলাট আইন ও জালিয়ানওয়ালাবাগের হত্যা কাণ্ড।

আরো পড়ুন শিল্পবিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ ছোট প্রশ্নোত্তর

১৭) রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঘটনার প্রতিবাদে স্যার উপাধি ত্যাগ করেছিলেন?

উঃ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর স্যার উপাধি ত্যাগ করেছিলেন।

১৮) স্বরাজ্য দল কত খ্রিষ্টাব্দে গঠিত হয়?

উঃ ১৯২২খ্রিষ্টাব্দে (চিত্তরঞ্জন দাস ও মোতিলাল নেহেরু এর নেতৃত্বে) স্বরাজ্য দল গঠিত হয়।

১৯) গান্ধি আরউইন চুক্তি কত খ্রিঃ কাদের মধ্যে সাক্ষরিত হয়?

উঃ ১৯৩১ খ্রিষ্টাব্দে গান্ধি আরউইন চুক্তি সাক্ষরিত হয়

২০) মাস্টারদা নামে কে পরিচিত?

উঃ চট্রগ্রামের মাস্টার সূর্যসেন মাস্টারদা নামে পরিচিত

২১) কোন যুদ্ধে মাস্টারদা নেতৃত্ব দিয়েছিলেন?

উঃ জালালাবাদের যুদ্ধে যুদ্ধে মাস্টারদা নেতৃত্ব দিয়েছিলেন।

২২) গুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণে কে কে নেতৃত্ব দেন?

উঃ গুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণে নেতৃত্ব দেন বি-বা-দি বা বিনয়, বাদল ও দীনেশ

২৩) ইনক্লাব জিন্দাবাদ শব্দের অর্থ কী?

উঃ ইনক্লাব জিন্দাবাদ শব্দের অর্থ বিপ্লব-দীর্ঘ জীবি হোক।

২৪) তাম্রলিপ্ত জাতীয় সরকার কার নেতৃত্বে গঠিত হয়?

উঃ মেদিনীপুরের তমলুক মহাকুমার সতীশ চন্দ্র সামন্তের নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়।

আরো পড়ুন Removal of too, omit too, Negative Sentence

২৫) গান্ধিবুড়ি নামে কে পরিচিত?

উঃ মাতঙ্গিনী হাজরা গান্ধিবুড়ি নামে পরিচিত।

২৬) কত খ্রিঃ চিত্তরঞ্জন দাসের মৃত্যু হয়?

উঃ ১৯২৫ খিঃ চিত্তরঞ্জন দাসের মৃত্যু হয়.

২৭) আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিলেন?

উঃ সুভাসচন্দ্র বসু (১৯৪২খ্রিঃ)আজাদ হিন্দ ফৌজ  গঠন করেছিলেন

২৮) সুভাসচন্দ্র বসু কোথায় স্বাধীনতার পতাকা উড়িয়েছিলেন?

উঃ সুভাসচন্দ্র বসু কোহিমায় স্বাধীনতার পতাকা উড়িয়েছিলেন।

২৯) কোন দুর্ঘটনায় সুভাসচন্দ্রের মৃত্যু হয়?

উঃ ১৯৪৫ খ্রিঃ ৮ই আগস্ট, এক বিমান দুরঘটনায়।

৩০) আজাদ হিন্দ ফৌজকে কে পরিচালনা করেন?

উঃ সুভাসচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজকে পরিচালনা করেন।

৩১) কোথায় আজাদ হিন্দ ফৌজের বিচার শুরু হয়?

উঃ দিল্লির লাল কেল্লায় আজাদ হিন্দ ফৌজের বিচার শুরু হয়।

৩২) করেঙ্গে ইয়া মরেঙ্গে কার উক্তি?

উঃকরেঙ্গে ইয়া মরেঙ্গেগান্ধিজির উক্তি।

আরো পড়ুন সবুজ বিপ্লব বলতে কি বোঝ? মাধ্যমিক ভূগোল

৩৩) ভারত ছাড়ো আন্দোলন কত খ্রিষ্টাব্দে শুরু হয়?

উঃ ১৯৪২ খ্রিষ্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়।

৩৪) দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত খ্রিষ্টাব্দে শুরু হয়?

উঃ ১৯৩৯ খ্রিষ্টাব্দে (শেষ হয় ১৯৪৫ খ্রিঃ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়

৩৫) ইটালির রাজ্যপ্রধানের নাম কী?

উঃ ইটালির রাজ্যপ্রধানের নাম বেনিতো মুসোলিনি।

৩৬) নোউবিদ্রহ কত খ্রিস্টাব্দে ঘটেছিল?

উঃ ১৯৪৬ খ্রিস্টাব্দে(বোম্বায়ে)।

৩৭) কত খ্রিষ্টাব্দে ব্রিটিশ সরকারের নৌবাহিনী প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করে?

উঃ ১৯৪৬ খ্রিষ্টাব্দে ব্রিটিশ সরকারের নৌবাহিনী প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করে।

আরো পড়ুন আঞ্চলিক শক্তির উত্থান অষ্টম শ্রেণীর ছোট প্রশ্ন ও উত্তর

 

অবশেষে আপনাকে/তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় করে ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের এই আর্টিকেলটি পুরোপুরি পড়ার জন্য। এভাবেই চিরকাল www.artsschool.in ব্লগের পাশে থেকে তোমাদের সাপোর্ট দেখিয়ো যাতে ভবিষ্যতে ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন এর মতো আরো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরতে পারি।

বিঃদ্রঃ ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন অধ্যায়ের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নোত্তর পর্বটি কিছু অভিজ্ঞ শিক্ষক ও পাঠ্য বইয়ের সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে। যদিও শিক্ষক দের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে কিন্তু কোনো প্রকাশকের কাছ থেকে অনুমতি নেওয়া সম্ভব হয়ে ওঠেনি। তাই ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন এর এই আর্টিকেল নিয়ে আপনাদের কারো যদি কোনো অসুবিধা বা জিজ্ঞাসা থেকে থাকে আমাদের ইমেল করুন। আমাদের ইমেল এর ঠিকানা [email protected]                          ধন্যবাদ 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!