H.S English Syllabus: মাধ্যমিকের পর ছাত্রজীবনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষা হল H.S exam. যেটা পাস করে আমাদের উচ্চ শিক্ষার যাত্রা শুরু করতে হয়। প্রতিটা ক্লাসের মতো H.S এও আমাদের অত্যাবশ্যক বিষয় হিসাবে ইংরেজি পরতেই হয়। যার জন্য আমদের এই উচ্চমাধ্যমিকের ইংরেজির বিষয় বস্তু সম্পর্কে স্পষ্ট জ্ঞান থাকা আবশ্যক।
English মানেই সকলের মনে কিন্তু একটা আতঙ্ক থেকেই যায়, বিশেষত যারা average student. তাদের কাছে English মানেই কিন্তু একটা বিরাট ব্যাপার, কিন্তু ব্যাপারটা আদতে তা নয়, অন্য subject এর মতো English টাকেও যদি সহজ ভাবে দেখা হয়ে তাহলে দেখবো English is not so taught as we thought. মানে ইংরেজিকে আমরা যতটা কঠিন ভাবি ততটা নয়। এর জন্য আমদের শুধু একটু Syllabus জ্ঞান থাকতে হবে আর মন থেকে ভীতি টাকে দূর করতে হবে।
তো আজকে আমরা এই আর্টিকেলের মাধ্যমে H.S English Syllabus 2020 নিয়ে আলোচনা করবো। একে একে আমরা দেখবো, আমাদের এই H.S English Syllabus 2020 এর মধ্যে কোন কোন গল্প, কবিতা, নাটক রয়েছে এবং এদের জন্য H.S Exam এ আমাদের কত নম্বর বরাদ্দ থাকবে। কোন বিষয়টাকে আমাদের পরতে হবে কত নম্বর পাওয়ার জন্য।
মাধ্যমিক ইতিহাস এর দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট ও পর্যালোচনা (Reform features and reviews)এর ছোট প্রশ্ন ও উত্তর।
WBCHSE, H.S English Syllabus এর টেক্সট বই থেকে মূলত আমদের কয়েকটি বিষয় পরতে হবে এগুলি হল Prose বা গল্প, Poem বা কবিতা এবং Dramma বা নাটক। এই তিনটি বিষয় থেকে মুলত প্রশ্ন থাকবে ৫০ নম্বরের। গল্প অর্থাৎ Poem থেকে ২০, কবিতা অর্থাৎ Poem থেকে ২০ এবং নাটক অর্থাৎ Dramma থেকে থাকবে ১০ নম্বর। আর H.S English Syllabus এ Text Book থেকে মুলত আমদের এগুলোই পরতে হবে।
তাহলে এবার প্রথমে দেখা যাক H.S English Syllabus এ কোন কোন গল্প অন্তর্ভুক্ত আছে এবং কোন গুলো আমাদের ভালো করে পরতে হবে-
- The Eyes Have It – Ruskin Bond
- Strong Roots (An extract from the chapter orientation from wings of fire) – A.P.J Abdul Kalam.
- Thank You Ma’am Langston Hughes
- Three Questions – Leo Tolstoy.
গল্পের পাসাপাসি এবার দেখে নেওয়া যাক H.S English Syllabus এ আমাদের কোন কোন কবিতা রয়েছে, এবং কোন গুলো কেমন ভাবে পরতে হবে –
- On killing a tree – Gieve Patel.
- Asleep in the valley – Arthur Rimbaud.
- Shall I Compare Thee to a summer’s day – William Shakespeare.
- The poetry of earth – John Keats.
গল্প ও কবিতা তো হল H.S English Syllabus এ আমদের কিন্তু নাটকও পরতে হবে, তবে বিশেষ চিন্তার কোনো কারন নেই, এখানে আমাদের কেবলমাত্র একটিই নাটক থাকছে, যেটাকে আমাদের ভালো ভাবে খুঁটিয়ে পরতে হবে –
- The Proposal – Anton Chekhov.
এ তো গেল literature part, যেখান থেকে আমাদের বার্ষিক পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে মোট ৫০ নম্বর, যেটা আমি তোমাদের আগেই মানে শুরুতেই বলে দিয়েছি কিন্তু এছাড়াও আমাদের বার্ষিক পরীক্ষায় থাকবে আরো ৩০ নম্বর। এবারে সেগুলো কোন কোন অংশ থেকে আসবে তা জানার চেষ্টা করবো।
পরের ৩০ নম্বর থাকবে language portion থেকে অর্থাৎ যেমন ধরো grammar, writing ও unseen. হ্যাঁ ঠিকই শুনেছ এগারো ক্লাসের মতো এখানে unseen অনুপস্থিত থাকবে না। English Syllabus এ তোমাদের unseen রয়েছে যার জন্য Number বরাদ্দ থাকবে ১০.
Grammar এ মূলত থাকবে Textual মানে grammar এর exercise গুলো মূলত তোমাদের পাঠ্য বই থেকে তুলে দেওয়া হবে যার মধ্যে থাকবে- Narration Change, Voice Change, Transformation Of sentences, Degree Change, Joining/splitting of sentences, Article And preposition, Correct of errors ইত্যাদি।
সবার শেষে তোমাদের Syllabus এর অন্তর্গত যে বিষয়টি নিয়ে বলবো সেটা হল writing, এখানে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে ১০ নম্বর, যেখানে তিনটি option/বিকল্প থেকে যে কোন একটি বিষয়ে তোমাকে লিখতে হবে। এগুলি হল –
- Precise Writing
- Reporting an Event.
- Business/formal letters.
এতক্ষন পর্যন্ত আমরা H.S English Syllabus এর মোট লিখিত পরীক্ষা মানে ৮০ নম্বর নিয়ে আলোচনা করলাম। কিন্তু এছাড়াও আরো ২০ নম্বর রয়েছে আমাদের syllabus এর অন্তর্ভুক্ত। যেটা কিনা দেওয়া হবে প্রকল্প/project রুপায়নের মাধ্যমে। পুরো শিক্ষাবর্ষে আমাদের একটি প্রজেক্ট সম্পূর্ণ করতে হবে এবং নির্দিষ্ট শিক্ষক বা শিক্ষিকার কাছে সেটা জমা দিতে হবে যার জন্য ২০ নম্বর দেওয়া হবে।
অবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে এই পোস্টটি পড়ার জন্য। এভাবেই চিরদিন https://artsschool.in এর এই ব্লগের পাশে থাকুন যাতে ভবিষ্যতে আরো উন্নত মানের Study material & Notes আপনাদের সামনে তুলে ধরতে পারি। একটাই অনুরোধ করবো নিয়মিত আমাদের এই ব্লগে Visit করুন এবং নিজের জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করে তুলুন।