Menu

Madhyamik Bengali Suggestion 2021-মাধ্যমিক ২০২১

Madhyamik Bengali Suggestion 2021; আজকের আমাদের এই আর্টিকেলের আলোচনার বিষয় হল আগামী WBBSE BOARD এর মাধ্যমিক পরিক্ষার জন্য সাজেশন যা তোমাদের ভালো করে দেখে নেওয়া দরকার।

যেহেতু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক সিলেবাসের ৩০ থেকে ৩৫% বিষয় কমিয়ে দিয়েছে, তাই তোমাদেরকে বাদ দেওয়া বিষয়ের প্রস্ন গুলো বাদ দিয়েই এই Madhyamik Bengali Suggestion 2021 টিকে অনুসরণ করতে হবে। 

Table of Contents

Madhyamik Bengali Suggestion 2021

WBBSE Board MAdhyamik 2021

 

  1. ঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তর লেখ (MCQ)

প্রতিতি প্রশ্নের মান ১ যার জন্য তোমাদের পর্ষদ নির্দেশিত পাঠ্য বাংলা বইটি ভালো করে পড়তে হবে এবং Test Paper Solve করতে হবে, যার জন্য Madhyamik Bengali Suggestion 2021 এর এই অংশে তোমাদের কোনো প্রশ্ন দেওয়া হয়নি।

  1. কমবেশি ২০টি শব্দে উত্তর দাও (SAQ) 

এক্ষেত্রেও আর্টস স্কুল ডট ইনের তরফ থেকে তোমাদের জন্য একটিই উপদেশ দেবো, ভালো করে WBBSE Board নির্দেশিত পাঠ্য বই পড়ো এবং Test Paper Solve করো। কারন এত SAQ থাকে যে তার মধ্যে থেকে বেছে দেওয়া খুবই কঠিন। যার জন্য তোমাদের নিজেদেরকেই পরিশ্রম করতে হবে। পুরো নম্বর পেতে হলে। আজকের এই Madhyamik Bengali Suggestion 2021 এ আমরা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন গুলি এবং ৫ মার্কের কিছু বড়ো প্রশ্ন তুলে ধরার চেষ্টা করবো যা তোমাদের মাধ্যমিক ২০২১ এর পরিক্ষার জন্য বিশেষ সহায়ক হবে। আর যেগুলো কে তোমরা Madhyamik Bengali Suggestion 2021  হিসাবে ধরে নিয়ে আগামী পরিক্ষার জন্য প্রস্তুত হতে পারো।

  1. প্রসঙ্গ নির্দেশ সহ কমবেশি ৬০ টি শব্দে উত্তর দাও।
Madhyamik Bengali Suggestion 2021 (গল্প)

১) রত্নের মূল্য জহুরীর কাছে – এমন উক্তির কারন কী?

২) পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? – কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? কেন বলা হয়েছে?

৩) এর মধ্যে তপন কোথা? – কীসের মধ্যে, কেন এমন মন্তব্য করা হয়েছে?

৪) তপনের মাথায় ঢোকে না – সে কী পড়ছে? – তপন কী পড়ছিল? তা পড়ার সময় কেন তার মাথায় ঢুকছিল না?

৫) হরিদার উনানের হাড়িতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না – হরিদার জীবিকা কী? কেন তার হাড়িতে অনেক সময় কেবল জল ফোটে?

৬) কিন্তু দোকানদার হেসে ফেলে – কার কী কান্ড দেখে দোকানদার হেসেছিল?

৭) আপনি কী ভগবানের চেয়ে বড়ো? – কার প্রতি এমন উক্তি? এমন উক্তির কারন কী?

৮) হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়ে ছিলেন? – তিনি মাস্টারমশাইকে কীভাবে বোকা বানিয়েছিল?

৯) অদৃষ্ট কখনও এই ভুল ক্ষমা করবে না – অদৃষ্ট শব্দের অর্থ কী? এমন উক্তির কারন কী?

১০) তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় – কার ঢং নষ্ট হবে? কেন এমন মন্তব্য করা হয়েছে?

১১) কেবল এই জন্যই যে সে আজও বাঁচিয়া আছে – সে কে? কেন তার সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছে?

১২) সহসা আশঙ্খা হয়, সংসারে মেয়াদ বোধ করি বেশিদিন নাই – কার সম্পর্কে বলা হয়েছে? কেন এমন বলা হয়েছে?

১৩) সে, যে এ নয় তার জামিন আমি হতে পারি – উক্তিটি কার? কেন এমন উক্তি?

১৪) কীরূপ সদাশয় ব্যক্তি ইনি – কার সম্পর্কে এমন উক্তি? এমন উক্তির কারন কী?

১৫) রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো – কার উক্তি? এমন উক্তির কারন কী?

১৬) এরা কী আপনার বাংলাদেশের পুলিশ – কার উক্তি? কোন প্রসঙ্গে এই উক্তি?

১৭) তিনি ঢের বেশি আমার আপনার – কার সম্পর্কে এই উক্তি? বক্তার এই উক্তির কারন কী?

১৮) তার লাঞ্ছনা এই কালো চামড়ার নীচে কম জ্বলে না – কে কাকে এই উক্তি করেছেন? এমন উক্তির কারন কী?

১৯) কিন্তু তোমার বাবু একটা ভুল হয়েছে – কার, কী ভুল হয়েছে?

২০) কিন্তু ইহা যে কত বড়ো ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল – কে? কী অনুভব করেছিল?

২১) মা ওকে অনেক বুঝিয়েছিলেন – কাকে, কেন বুঝিয়েছিলেন?

২২) ইসাবের মেজাজ চড়ে গেল – ইসাব কে? কী কারনে তার মেজাজ চড়ে গেল?

২৩) ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে – কে কাকে কী শিখিয়েছিল / কে কেন এই উক্তিটি করেছিল?

২৪) এই আওয়াজ মুখরিত হয়ে উঠল – কোন আওয়াজের কথা বলা হয়েছে, এমন আওয়াজ ওঠার কারন কী?

২৫) এমন ভাবে পাগল হওয়া কি তার সাজে – কার কথা বলা হয়েছে, এমন বলার কারন কী?

২৬) নদেরচাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল – নদেরচাঁদ কে? তার আমোদের কারন কী?

২৭) সর্বাঙ্গ অবশ অবসন্ন হইয়া আসিতেছে – কার সম্পর্কে এমন উক্তি? কেন এমন উক্তি করা হয়েছে?

২৮) মানুষ কী তাকে রেহাই দেবে? – কার সম্পর্কে এমন উক্তি? কেন এমন উক্তি?

২৯) আজ তার মনে হইল কী প্রয়োজন ছিল ব্রিজের – কার মনে হয়েছিল? কেন এমন মনে হয়েছিল?

৩০) নদীর বিদ্রোহের কারন সে বুঝিতে পারিয়াছে – কে বুঝতে পেরেছে? কী বুঝতে পেরেছে? অথবা নদীর বিদ্রোহ বলতে এখানে কী বোঝানো হয়েছে।

Madhyamik Bengali Suggestion 2021 (কবিতা)

 

১) তার পর যুদ্ধ এল – যুদ্ধ কীভাবে এসেছিল তার ফলে কী হয়েছিল?

২) তারা আর স্বপ্ন দেখতে পারলো না – কারা কী কারনে স্বপ্ন দেখতে পারলো না?

৩) এল ওরা লোহাড় হাতকড়ি নিয়ে – ওরা কারা? ওরা এসে কী করেছিল?

৪) চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস – কারা কীভাবে চিরচিহ্ন দিয়ে গিয়েছিল?

৫) মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা – কোন মন্দিরের কথা বলা হয়েছে? সেখানে পূজার ঘণ্টা বাজছিল কেন?

৬) হায়, পুত্র মায়াবী মানব সীতাপতি – কার উক্তি? কেন এই উক্তি?

৭) এই কী সাজে আমারে – কার উক্তি? এমন উক্তি করার  কারন লেখ।

৮) হায় বিধি বাম মম পতি – কার উক্তি? এমন উক্তির কারন কী?

৯) এ কলঙ্ক পিতঃ ঘুষিব জগতে – কার উক্তি? কেন এই উক্তি?

১০) আগে পূজ ইষ্ট দেবে – কার উদ্দেশ্য কেন এই উক্তি?

১১) গানের বর্ম আজ পড়েছি গায়ে – এই উক্তির দ্বারা কবি কী বলতে চেয়েছেন?

১২) অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন?

১৩) আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন – ব্যাখ্যা করো।

১৪) যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেড়িয়ে এল – কখন তারা বেড়িয়ে এসেছিল? তারা বেড়িয়ে এসে কী করেছিল?

১৫) নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা – কারা এমন করেছিল? কীভাবে তারা তাদের অমানুষতা প্রকাশ করেছিল।

  1. কমবেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
Madhyamik Bengali Suggestion 2021 (গল্প)

১) বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে – বাবুটি কে? তার পোশাকের / সাজসজ্জার পরিচয় দাও।

২) পথের দাবী গল্পের কোন চরিত্রটি তোমার ভালো লেগেছে এবং কেন?

৩) হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র আছে – হরিদার জীবনের নাটকীয় বৈচিত্রের পরিচয় দাও।

৪) জগদীশ বাবুর বাড়ি হরিদা বিবাগী সেজে জাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো।

৫) ত্রিশ বছর বয়সে নদীর জন্য এত বেশি মায়া একটু অস্বাভাবিক – নদীর জন্য কার মায়া, তা অস্বাভাবিক কেন, এই অস্বাভাবিকতার পরিনতি কী হয়েছিল?

৬) বড়ো ভয় করিতে লাগিল নদের চাঁদের – নদেরচাঁদ কে তার ভয়ের কারন কী? এবং তার শেষ পরিনতির জন্য সে নীজে কতটা দায়ী ছিল?

৭) নদীর বিদ্রোহ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।

  1. কমবেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
Madhyamik Bengali Suggestion 2021 (কবিতা)

১) চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে – একথা কাকে বলা হয়েছে? তার অপমানিত ইতিহাস কীভাবে চিরচিহ্ন মুদ্রিত হয়েছিল?

২) সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবানী – পূন্যবানীটি কী? এটি প্রয়োগ অনিবার্য হয়ে উঠেছে কেন?

৩) সখী সবে আজ্ঞা দিল – কে কী আজ্ঞা দিল?

৪) পঞ্চ কন্যা পাইল চেতন – পঞ্চকন্যা কারা? তারা কীভাবে চেতনা পেল?

৫) যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা – অসুখী একজন কবিতা অনুসারে শহরের পরিণতি কীভাবে হল তা উল্লেখ করো।

৬) তারপর যুদ্ধ এল – যুদ্ধ কীসের মতো এসেছিল? যুদ্ধের করুন পরিণতি কী হয়েছিল তা উল্লেখ করো।

৭) শিশু আর বাড়িরা খুন হলো – এই উক্তির মধ্যে দিয়ে যুদ্ধের পৈশাচিকতা, বর্বরতা যেভাবে ধরা পরেছে তা উল্লেখ করো।

৮) গান কীভাবে অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠতে পারে, তা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা অবলম্বনে লেখ।

৯) রক্ত মুছি শুধু গানের গায়ে – এখানে কোন রক্তের কথা কবি বলেছেন? গানের গায়ে রক্ত মোছার তাৎপর্য লেখ।

  1. কমবেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও
Madhyamik Bengali Suggestion 2021 (গল্প) 

১) আমরা কালিও তৈরি করতাম নিজেরাই – লেখক কীভাবে কালি তৈরি করতেন? কালি তৈরি সম্পর্কে প্রাচীনদের অভিমত কী?

২) জন্মনিল ফাউন্টেন পেন – ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখ।

৩) কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে শক্তিধর – কলম ও তলোয়ারের পৃথক পৃথক ভূমিকা লেখ। কলমকে তলোয়ারের চেয়ে শক্তিধর বলা হয় কেন?

৪) ক্যালিগ্রাফিস্ট বা লিপীকুশলী কাদের বলা হয় – প্রাবন্ধিক এদের সন্মন্ধে কী বলেছেন তা প্রবন্ধ অনুসারে লেখ।

৫) ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখ।

৬) আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন – শব্দের ত্রিবিধ কথাগুলি কী কী প্রবন্ধ অনুসারে তা বুঝিয়ে দাও।

৭) এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না – কোন দোষের কথা বলা হয়েছে? বৈজ্ঞানিক সাহিত্য কীভাবে সুপ্রতিষ্ঠিত হবে বলে প্রাবন্ধিক মনে করেন।

৮) এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত – কোন কথা মনে রাখা উচিত? তা মনে রাখা উচিত কেন?

৯) বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় এখনও নানা রকম বাধা আছে – এই বাধা দূর করার জন্য প্রাবন্ধিক কী কী পরামর্শ দিয়েছেন – আলোচনা করো।

  1. কমবেশি ১২৫ টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ
Madhyamik Bengali Suggestion 2021 (নাটক) 

Madhyamik Bengali Suggestion 2021 এ আমরা তোমাদের বাংলা নাটক থেকে কয়েকটি প্রশ্ন তুলে ধরেছি যা তোমাদের পরিক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।

১) এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো – কার উক্তি? তিনি কাদের কাছে কেন ক্ষমা চেয়েছেন?

২) বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা – সিরাজ কেন বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা দেখতে পেয়েছেন?

৩) সিরাজদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে ঘসেটি বেগমের চরিত্র বিশ্লেষণ করো?

৪) নবাব যদি কোলকাতা আক্রমণ না করতেন, তাহলে এসব কিছুই আজ হতো না – বক্তা কে? তার এমন উক্তির কারন কী?

৫) আজ কার রক্ত সে চায় – কার উক্তি? কেন এই উক্তি?

৬) সিরাজদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজদ্দৌলার চরিত্র লেখ।

৭) কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা – কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এমন উক্তির কারন কী?

  1. কমবেশি ১৫০ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও।
Madhyamik Bengali Suggestion 2021 (কোনি উপন্যাস) 

Madhyamik Bengali Suggestion 2021 এর এই অংশে আমরা তোমাদের জন্য মাধ্যমিকের সিলেবাসের অন্তর্গত কোনি গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরার চেষ্টা করেছি।

১) কোনি উপন্যাস অবলম্বনে কোনো চরিত্র টির বর্ণনা দাও।

২) কোনির সংগ্রাম শুধু জলে নয়, দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে – কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো।

৩) আজ বারুণী – বারুণী তিথি কী? এই তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য যেভাবে ফুটে উঠেছে তা লেখ।

৪) ক্ষিদ্দা কীভাবে কোনির জীবনে প্রেরনা হিসাবে কাজ করেছিল – তা আলোচনা করো।

৫) সব পারে মানুষ সব পারে – মানুষের সব পারার কাহিনী কোনি উপন্যাসে যেভাবে ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো।

৬) ফাইট কোনি ফাইট – কোনির ফাইট দেওয়ার কাহিনী সংক্ষেপে বর্ণনা করো।

  1. চলিত গদ্যে বঙ্গানুবাদ করোঃ (Madhyamik Bengali Suggestion 2021) 

Madhyamik Bengali Suggestion 2021 এর এই অংশের জন্য কিছু দেওয়া হয়নি কারন এর জন্য তোমাদেরকে মাধ্যমিক টেস্ট পেপার solve করতে হবে।

  1. কমবেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ

Madhyamik Bengali Suggestion 2021 এর এই অংশেও  তোমাদের কিছু বলা হচ্ছে না। এই অংশে মাধ্যমিক পরিক্ষায় তোমাদের অপশন থাকবে, হয় কথোপকথন অথবা প্রতিবেদন লিখতে হবে। তোমাদের সুবিধামতো টেস্ট পেপার থেকে যে কোনো একটি বিষয়কে ভালো করে অনুশীলন করো।

  • Madhyamik Bengali Suggestion 2021 এর লাস্ট বা শেষ অংশে তোমাদের জন্য কিছু প্রবন্ধ তুলে ধরা হয়েছে যা কমবেশি ৪০০ শব্দে লিখতে হবে।

১) বাংলার ঋতু বৈচিত্র ২) দৈনন্দিন জীবনে বিজ্ঞান, ৩) বিজ্ঞান ও কুসংস্কার, ৪) বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, ৫) আধুনিক জীবনে কম্পিউটার, ৬) মোবাইল ফোনের অপব্যবহার, ৭) মাতৃভাষায় বিজ্ঞানচর্চা, ৮) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৯) সাহিত্যপাঠের প্রয়োজনীয়তা, ১০) বাংলার সংস্কৃতি, ১১) বিদ্যালয় জীবনের স্মরণীয় অভিজ্ঞতা, ১২) অরণ্য ও অরণ্যপ্রানী সংরক্ষরনের প্রয়োজনীয়তা, ১৩) একটি প্রিয় পর্যটন কেন্দ্র, ১৪) সাম্প্রদায়িকতা প্রতিরোধ ছাত্র সমাজ, ১৫) একটি ভয়াবহ দুর্ঘটনা, ১৬) একটি প্রাকৃতিক দুর্যোগ, ১৭) পরিবেশ দূষণ ও তার প্রতিকার, ১৮) একটি নির্জন দুপুর, ১৯) একজন মহাপুরুষের জীবনী, ২০) তোমার প্রিয় লেখক / লেখিকা।

 

Click Here to Download The PDF Version Of the Madhyamik Bengali Suggestion 2021

 

Read More Madhyamik Geography Suggestion 2021

 

বিঃ দ্রঃ Madhyamik Bengali Suggestion 2021 এর এই পুরো আর্টিকেলটি তৈরি করা হয়েছে কিছু অভিজ্ঞ শিক্ষক এবং কিছু বইয়ের সাহায্য নিয়ে। যদিও শিক্ষকদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে কিন্তু কোনো প্রকাশকের সাথে যোগাযোগ করা সম্ভবপর হয়নি। তাই Madhyamik Bengali Suggestion 2021 এর এই আর্টিকেলটি নিয়ে তোমাদের / আপনাদের কারো যদি কোনোরকম সমস্যা থেকে থাকে তবে আমাদের ইমেল করুন [email protected] এই ঠিকানায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!