Menu

Voice change in Bengali, Active and passive Voice

আজকে আমারা শিখবো voice change in Bengali, যেখানে বাংলাতেই আমরা voice change In Bengali এই দেখবো বিস্তারিত। voice বলতে আমরা কিন্তু সাধারণত voice এর বাংলা অর্থ বাচ্যকেই বুঝি । অর্থাৎ ক্রিয়া সম্পাদনের ভাবকেই সাধারণত আমরা voice বা বাচ্য বলে থাকি।

Voice change in Bengali তে আমরা দেখতে পাবো যে Voice কে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এগুলি হল active voice বা প্রত্যক্ষ বাচ্য আর আরেকটি passive voice যার অর্থ করলে দারায় পরোক্ষ বাচ্য।

এবারে Voice change in Bengali এর এই আর্টিকেলে জেনে নেওয়া যাক Active Voice ও passive voice কাকে বলে?

  1. Active Voice: কোনো বাক্যে যখন কর্তা নিজে সরাসরি কোনো কাজ সম্পাদন করে থাকে অর্থাৎ কর্তার সঙ্গে ক্রিয়ার সরাসরি সম্পর্ক থাকে তখন তাকে বলে Active Voice.

যেমন – Ram is singing a song. এখানে আমরা দেখতে পারছি যে রামের সঙ্গে গান গাওয়ার একটা সরাসরি সম্পর্ক রয়েছে যেখানে রাম একজন ব্যক্তি এবং তিনি নিজেই কার্যটি সম্পাদন করছেন, তাই এটি Active Voice.

  1. Passive Voice : এক্ষেত্রে আমরা দেখেতে পাবো কর্তার সঙ্গে কর্মের কোনো সরাসরি সম্পর্ক থাকে না তার বদলে একটা passive সম্পর্ক দেখতে পাবো। মানে হল যখন কর্তা কোনো কাজ সরাসরি না করে কারো মাধ্যমে করায় তাকেই সাধারণত আমরা passive voice বলে থাকি।

যেমন, The school is established by Rathinbabu. এক্ষেত্র আমরা দেখতে পারছি যে বাক্যের কর্তার সঙ্গে কর্মের সরাসরি কোনো সম্পর্ক নেই  বরং একটা passive সম্পর্ক অর্থাৎ কাজটি কর্তার দ্বারা করানো হচ্ছে। তাই এটি একটি passive voice এর উদাহরণ।

Voice Change in Bengali তে আমরা voice change এর পুরো নিয়মগুলি একে একে দেখবো। তবে তার  আগে আমাদের voice change করার জন্য কিছু বিষয় জেনে নেওয়া দরকার  যেগুলো voice chage এর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

Voice change in Bengali, Active and passive Voice
Voice change in Bengali, Active and passive Voice

Voice Change in Bengali এর কিছু বিশেষ নিয়ম যেগুলো আমাদের সর্বদা মনে রাখা দরকারঃ

 

১. Voice change করার সময় অর্থাৎ Active Voice থেকে passive voice অথবা passive voice থেকে active  voice এর রুপান্তরের সময় subject এবং object পরস্পর জায়গা পরিবর্তন করবে। অর্থাৎ subject এর জায়গায় object এবং object এর জায়গায় subject বসবে।

২. Active voice থেকে passive voice এ রুপান্তরের সময় সর্বদা verb এর 3rd বা past participle রূপ বসাতে হয়। আবার passive voice থেকে active এ রুপান্তরের সময় verb প্রথম অবস্থায় নিয়ে আসতে হয়।

৩. Active voice থেকে  passive voice এ রুপান্তরের সময় সর্বদা object এর আগে preposition হিসাবে by বসাতে হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও ঘটতে দেখা যায়।

৪. এটা আসলে কোনো নিয়ম নয় এখানে এই বলার যে Voice Change in Bengali তে প্রতিটি tense এর জন্য আলাদা আলাদা নিয়ম বা rule রয়েছে যেগুলোকে আমাদের অনুসরণ করতে হবে।

তাহলে এবার একে একে দেখে নেওয়া যাক Voice change in Bengali এর প্রতিটি tense এর নিয়মগুলিঃ

১. Present Indefinite Tense:

Tense এর নিয়ম Subject + verb + Object.

Voice Change এর নিয়ম Object + am/is/are + verb এর 3rd রূপ + by + Subject.

উদাহরনঃ Ram eats banana.

Banana is eaten by Ram.

২. Present Continuous Tense:

Tense  এর নিয়ম Subject + am/is/are + (Verb + ing ) + object.

Voice Change এর নিয়ম Object + am/is/are + being + verb এর 3rd রূপ + by + subject.

উদাহরনঃ Rahim is driving a car.

A car is being driven by Rahim.

আরো পড়ুন Classification of Noun, Noun কাকে বলে কয়প্রকার ও কী কী? 

৩. Present Perfect Tense:

Tense এর নিয়ম Subject + have/has + verb এর 3rd রূপ + object.

Voice change এর নিয়ম Object + have been/has been + verb এর 3rd রূপ + by + Subject.

উদাহরনঃ  Karim has killed the tiger.

The tiger has killed by Karim.

৪. Past Indefinite Tense:

Tense এর নিয়ম Subject + Verb এর 2nd রূপ + Object

Voice Change এর নিয়ম Object + was/were + Verb এর 3rd রূপ + by + Subject.

উদাহরনঃ Rahim bought a new pen.

A new pen was bought by Rahim.

৫. Past Continuous Tense:

Tense এর নিয়ম Subject + was/were + Verb+Ing + object.

Voice Change এর নিয়ম Object + was/were + being + verb এর 3rd রূপ + by +subject.

উদাহরনঃ Sita was washing the clothes.

The clothes were being washed by Sita.

৬. Past Perfect Tense:

Tense এর নিয়ম subject + had + Verb এর 3rd রূপ + object.

Voice Change এর নিয়ম Object + had been + verb এর 3rd রূপ + by + subject.

৭. Future Indefinite Tense:

Tense এর নিয়ম Subject + Shall/Will + verb + Object.

Voice Change এর নিয়ম Object +shall be/will be + Verb এর 3rd রূপ +by + object.

৮. Let এর voice change

কোনো বাক্যে যদি subject না থাকে এবং বাক্যটিতে কোনো আদেশ বোঝায় সেক্ষেত্রে let দিয়ে voice change করতে হয়।

নিয়ম Let + object + be + verb এর 3rd রূপ।

উদাহরনঃ open the door.

Let the door be opened.

৯. Modal verb এর voice change এর নিয়ম

কোনো বাক্যে can, could, may, might, shall, should, will, would ইত্যাদি modal verb থাকলে যদি বাক্যটির voice change করতে বলে তবে নিয়ম হবে –

নিয়মঃ Object + Modal + be + verb এর 3rd রূপ + by + subject.

উদাহরনঃ I can do the sum.

The sum can be done by me.

১০. Voice change in Bengali এর লাস্ট বা ১০ নম্বর নিয়মটি হল যে কোনো বাক্যে যদি আদেশ উপদেশ ও অনুরোধ বোঝায় এবং বাক্যটির voice change করতে বলে সেক্ষত্রে যেই বাক্যটি থাকবে তার আগে আদেশ বোঝালে You are ordered to দিয়ে বাক্যের বাকি অংশ বসাতে হবে। একই ভাবে আদেশ বোঝালে you are advised to এবং অনুরোধ বোঝালে you are requested to বসাতে। বাক্যটি যদি negative হয় তাহলে not টিকে to এর আগে বসাতে হয়।

উদাহরনঃ please give me a glass of water.

You are requested to give me a glass of water.

Do not play in the sun.

You are advised not to play in the sun.

Voice change in Bengali এর পুরো নিয়ম গুলি আমরা এখানে আলোচনা করলাম। তবে voice change করতে গিয়ে আমরা একটা জিনিস লক্ষ করলাম যে subject এবং object যখন তাদের জায়গা পরিবর্তন করছে তখন কিন্তু কিছু ক্ষেত্রে তাদের পরিবর্তন ঘটছে। সেই পরিবর্তনটাই নীচে দেখানো হচ্ছে –

Subject Object
I

We

They

He

She

It

You

Name

Me

Us

Them

Him

Her

It

You

Name

 

 

আরো পড়ুন Tense In Bengali; Tense কাকে বলে?

অবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে এই Voice change in Bengali এর পোস্টটি পড়ার জন্য। এভাবেই চিরদিন https://artsschool.in এর এই ব্লগের পাশে থাকুন যাতে ভবিষ্যতে আরো voice change in Bengali এর মতো  উন্নত মানের Study material & Notes আপনাদের সামনে তুলে ধরতে পারি। একটাই অনুরোধ করবো নিয়মিত আমাদের এই ব্লগে Visit করুন এবং নিজের জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করে তুলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!