Menu

শিল্পবিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ ছোট প্রশ্নোত্তর

শিল্পবিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদঃ wbbse board নির্দেশিত নবম শ্রেণীর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল শিল্পবিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। আজকের এই আর্টিকেলের আমাদের আলোচনার মূল বিষয় হল নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় শিল্পবিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এর কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও তাদের উত্তর, যা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বিশেষভাবে সহায়ক হয়ে উঠবে।

তবে প্রতি বারের মতো তোমাদের কাছে আমার একটিই অনুরোধ শিল্পবিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি পড়ার আগে তোমাদের পাঠ্য বই থেক শিল্পবিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অধ্যায়টি একটি বার ভালো করে পড়ে নিও যাতে এই আর্টিকেলে নির্দেশিত প্রশ্নোত্তর গুলি বুঝতে তোমাদের কারো কোনো অসুবিধা না হয়।

শিল্পবিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তরঃ

শিল্পবিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ

নবম শ্রেণী ইতিহাস চতুর্থ অধ্যায় 

 

১) প্রথম কোথায় শিল্পবিপ্লব ঘটেছিল?

উত্তরঃ  ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লব ঘটেছিল।

২) ইংল্যান্ডের পরে কোন কোন দেশে শিল্পায়ন ঘটে?

উত্তরঃ  ইংল্যান্ডের পরে ফ্রান্সে জার্মানি হল্যান্ড বেলজিয়াম রাশিয়া প্রভৃতি দেশে শিল্পায়ন ঘটে।

৩) শিল্পবিপ্লবকালে ফ্রান্সের কয়েকটি পুঁজিপতি গোষ্ঠীর নাম লেখ।

উত্তরঃ  শিল্পবিপ্লবকালে ফ্রান্সের কয়েকটি পুঁজিপতি গোষ্ঠীর নাম হল লাফিৎ,হোপ, পেরিয়ার ব্রাদার্স প্রভৃতি।

৪) ফ্রান্সে কোন কোন শিল্পের উন্নতি ঘটে?

উত্তরঃ  ফ্রান্সে বস্ত্র রেশম লুহ-ইস্পাত কয়লা কাগজ চিনি রাসায়নিক প্রভৃতি শিল্পের উন্নতি ঘটে।

৫) ফ্রান্সে কবে শিল্পায়ন শুরু হয়?

উত্তরঃ  ফ্রান্সে শিল্পায়ন শুরু হয় ১৮১৫-’৫০ খ্রিস্টাব্দের মধ্যে এবং চূড়ান্ত পরিণতি আসে ১৮৬০ খ্রিস্টাব্দে।

৬) চার্টিস্ট আন্দোলন কী?

উত্তরঃ  ১৮৩০-এর দশকে ইংল্যান্ডের সিল্প-শ্রমিকরা ভোটাধিকারের দাবিতে যে আন্দোলন শুরু করে তা চার্টিস্ট আন্দোলন নামে পরিচিত।

৭) চার্টিস্ট আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখো?

উত্তরঃ  চার্টিস্ট আন্দোলনের কয়েকজন নেতা হলেন ও’ব্রায়েন, ও’কনোর, হারনে, আর্নেস্ট জোন্স প্রমুখ।

আরো পড়ুন ভাইমার প্রজাতন্ত্রের পতনের কারন গুলি কী ছিল?

৮) কাকে কেন শ্রমিকদের বন্ধু বলা হয়?

উত্তরঃ  ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নকে শ্রমিকের প্রতি তাঁর সহানুভূতির জন্য ‘শ্রমিকদের বন্ধু’ বলা হয়।

৯) ইংল্যান্ডে শ্রমিকদের কল্যাণে পাশ হওয়া দুটি আইনের নাম উল্লেখ কর।

উত্তরঃ  ফ্যাক্টরি প্রথা বা প্রথম ফ্যাক্টরি আইন(১৮৩৩ খ্রিঃ) ‘পুওর ল’ বা দরিদ্র জনগণের সহায়তা আইন (১৮৩৪ খ্রিঃ)।

১০) কবে কোথায় প্যারি কমিউন গঠিত হয়?

উত্তরঃ  ১৮৭১ খ্রিস্টাব্দে (১৮ মার্চ) ফ্রান্সের প্যারিস শহরে প্যারি কমিউন গঠিত হয়।

১১) জার্মানিতে প্রথম কবে কোন শ্রমিকরা বিদ্রহ করে?

উত্তরঃ  জার্মানিতে প্রথম ১৮৪৪ খ্রিস্টাব্দে সাইলেশিয়ার তাঁতিরা বিদ্রোহ করে।

১২) জার্মানিতে প্রথম কে কবে শ্রমিক দলের প্রতিষ্ঠা করে?

উত্তরঃ  জার্মানিতে প্রথম ফার্ডিন্যান্ড ল্যাসাল ১৮৬৩ খ্রিস্টাব্দে শ্রমিক দলের প্রতিষ্ঠা করেন।

১৩) কারা কাদের ‘ইউটোপিয়ান’ বা কল্পনাবিলাসী সমাজতন্ত্রী বলে অভিহিত করেন?

উত্তরঃ  কার্ল মার্কস ও তাঁর অনুগামীরা আদি সমাজতন্ত্রীদের ‘ইউটোপিয়ান’ বা কল্পনাবিলাসী সমাজতন্ত্রী বলে অভিহিত করেন।

আরো পড়ুন উগ্রজাতীয়তাবাদ বনাম আন্তর্জাতিকতাবাদ নবমশ্রেণী

১৪) কে ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’ বা কমিউনিস্ট ইস্তাহার নামক পুস্তিকাটি রচনা করেন?

উত্তরঃ  কার্ল মার্কস ও ফ্রেডরিখ এঙ্গেলস ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’ বা কমিউনিস্ট ইস্তাহার নামক পুস্তিকাটি রচনা করেন।

১৫) দুজন বৈঞ্জানিক সমাজতন্ত্রবাদীর নাম লেখ?

উত্তরঃ  দুজন বৈঞ্জানিক সমাজতন্ত্রবাদী হলেন- কার্ল মার্কস ও ফ্রেডরিখ এঙ্গেলস।

১৬) ঊনবিংশ শতকে ইউরোপীয় শক্তিগুলি কোন কোন অঞ্চলে উপনিবেশের প্রসার ঘটায়?

উত্তরঃ  ঊনবিংশ শতকে ইউরোপীয় শক্তিগুলি এশিয়া ও আফ্রিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে উপনিবেশের প্রসার ঘটায়।

১৭) কোন সময়কালকে ‘নব্য সাম্রাজ্যবাদের যুগ’ বা ‘নয়া উপনিবেশবাদের যুগ’ বলা হয়?

উত্তরঃ  ১৮৭০-১৯১৪ খ্রিস্টাব্দকে ‘নব্য সাম্রাজ্যবাদের যুগ’ বা ‘নয়া উপনিবেশবাদের যুগ’ বলা হয়।

১৮) স্পেনের কয়েকটি উপনিবেশের নাম লেখ?

উত্তরঃ  স্পেনের কয়েকটি উপনিবেশ ছিল ফিলিপিনস দ্বীপপুঞ্জ, আফ্রিকার রিও-ডি-ওরো প্রভৃতি।

১৯) ইংল্যান্ড কোথায় উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল?

উত্তরঃ  ইংল্যান্ড ভারত, ব্রহ্মদেশ, সিংহল, আফগানিস্তান, পারস্য, চীন প্রভৃতি দেশের বিভিন্ন অংশে উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল।

আরো পড়ুন জাতিসংঘের ব্যর্থতার কারন গুলি আলোচনা করো।

২০) আফিম/অহিফেন যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

উত্তরঃ  আফিম/অহিফেন যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড ও চিনের মধ্যে।

২১) কারা কবে রি-ইনসিওরেন্স চুক্তি বাতিল করে?

উত্তরঃ  জার্মানি ১৮৯০ খ্রিস্টাব্দে রি-ইনসিওরেন্স চুক্তি বাতিল করে(১৮৮৭ জার্মানি ও রাশিয়ার মধ্যে সাক্ষরিত হয়েছিল।)

২২) কোন কোন শক্তি এশিয়ায় উপনিবেশ গড়ে তোলে?

উত্তরঃ  পর্তুগাল, হল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক প্রভৃতি ইউরোপীয় শক্তি এশিয়ায় উপনিবেশ গড়ে তোলে।

২৩) কে কবে কাদের ওপর একুশ দফা দাবি পেশ করে?

উত্তরঃ  জাপান ১৯১৫ খ্রিস্টাব্দে (১৮ জানুয়ারি) চিনের ওপর একুশ দফা দাবি পেশ করে।

২৪) কবে প্রথম চীন জাপান যুদ্ধ হয়?

উত্তরঃ  ১৮৯৪ খ্রিস্টাব্দে প্রথম চীন জাপান যুদ্ধ হয়।

২৫) কবে কাদের মধ্যে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়?

উত্তরঃ  ১৭৫৭ খ্রিস্টাব্দে বাংলার নবাব সিরাজ-উদদৌলা ও ব্রিটিশ এয়াস্ত-ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়।

২৬) কবে কাদের মধ্যে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়?

উত্তরঃ  ১৭৬৪ খ্রিস্টাব্দে বাংলার নবাব মিরকাশিম ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কাম্পানির মধ্যে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়।

আরো পড়ুন New Economic Policy বা নতুন অর্থনৈতিক নীতি

২৭) কবে কাদের মধ্যে ত্রিশক্তি চুক্তি(ট্রিপল এলায়েন্স) গড়ে ওঠে?

উত্তরঃ  ১৮৮২ খ্রিস্টাব্দে জার্মানি অস্ট্রিয়া ও ইতালির মধ্যে ত্রিশক্তি চুক্তি(ট্রিপল এলায়েন্স) গড়ে ওঠে।

২৮) কবে কাদের মধ্যে ত্রিশক্তি মৈত্রী (ট্রিপল আঁতাত) গড়ে ওঠে?

উত্তরঃ  ১৯০৭ খ্রিস্টাব্দে ইংল্যান্ড ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ত্রিশক্তি মৈত্রী (ট্রিপল আঁতাত) গড়ে ওঠে।

২৯) কে কবে আফ্রিকার কঙ্গো আবিষ্কার করেন?

উত্তরঃ  বেলজিয়ামের অভিযাত্রী স্ট্যানলি ১৮৭৬ খ্রিস্টাব্দে আফ্রিকার কঙ্গো আবিষ্কার করেঞ।

৩০) প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারন কী?

উত্তরঃ  প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারন ছিল বসনিয়ার সেরাজেভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী সোফিয়ার হত্যাকাণ্ডের ঘটনা।

৩১) কবে কাদের উদ্যোগে ‘আন্তর্জাতিক আফ্রিকা সংঘ’ প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ  ১৮৭৬ খ্রিস্টাব্দে বেলজিয়ামের উদ্যোগে ‘আন্তর্জাতিক আফ্রিকা সংঘ’ প্রতিষ্ঠিত হয়।

৩২) জার্মানিতে সর্বপ্রথম কবে কোথায় রেলপথ চালু হয়?

উত্তরঃ  জার্মানিতে সর্বপ্রথম ১৮৩৫ খ্রিস্টাব্দে বাভেরিয়ায় রেলপথ চালু হয়।

আরো পড়ুন ঊনবিংস শতকের ইউরোপ, Short Question & Answer

 

অবশেষে আপ্নাকে/তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় করে শিল্পবিপ্লব উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এর গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নোত্তরের আর্টিকেলটি পুরোপুরি পড়ার জন্য। এভাবেই চিরকাল www.artsschool.in এর পাশে থেকে সর্বদা তোমাদের সাপোর্ট দেখিয়ো যাতে ভবিষ্যতে শিল্পবিপ্লব উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এর গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নোত্তরগুলির মতো আরো নোটস তোমাদের সামনে তুলে ধরতে পারি।

বিঃ দ্রঃ  শিল্পবিপ্লব উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি কিছু অভিজ্ঞ শিক্ষক ও পাঠ্য বইয়ের সাহায্যে তৈরি করা হয়েছে। যদিও শিক্ষকদের পরামর্শ নেওয়া হয়ে গেছে কিন্তু প্রকাশকদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া সম্ভব হয়নি। শিল্পবিপ্লব উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এর এই আর্টিকেলটি নিয়ে আপনাদের কারো যদি কোনো অভিযোগ বা জিজ্ঞাসা থাকে তবে ইমেল করুন আমাদের। আমাদের ইমেল এর ঠিকানা- [email protected]

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!