Menu

Madhyamik Geography Test paper page 169 SaQ & Mcq Solved

Madhyamik Geography Test paper page 169 SaQ & Mcq Solved; সামনের ফেব্রুয়ারিতেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ২০২৪ অনুষ্ঠিত হতে চলেছে;  তাই এ বছর যে সকল ছাত্র-ছাত্রী মাধ্যমিক দেবে তাদের জন্য টেস্ট পেপার করা আবশ্যক।  সেইদিক তাকে মাথায় রেখেই আমরা অর্থাৎ আর্টস স্কুল ডট ইন নিয়ে এসেছি টেস্ট পেপার সলভ আর্টিকেল।  আজকের এই আর্টিকেলে তোমরা পাবে মাধ্যমিক ABTA টেস্ট পেপারের ইতিহাস ১৬৯ নম্বর পেজের  ছোট প্রশ্ন গুলোর সমাধান। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের আর্টিকেলটি।

ভূগোল

Madhyamik Geography Test paper page 148 SaQ & Mcq Solved

বিভাগ-‘

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো:                                        ×১৪=১৪

১.১ যে প্রক্রিয়ায় ভূ-পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলে- (ক) আরোহন (খ) অবরোহন (গ) আবহবিকার (ঘ) নগ্নীভবন।

উত্তরঃ () আরোহন।

১.২ সুন্দরবনের একটি নিমজ্জিত দ্বীপ হল- (ক) নয়াচর (খ) সন্দেশখালি (গ) ঘোড়ামারা (ঘ) সাগরদ্বীপ।

উত্তরঃ () ঘোড়ামারা।

১.৩ অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয়- (ক) বালির ওপর (খ) তুষারক্ষেত্রে (গ) বনভূমিতে (ঘ) জলভাগের ওপর।

উত্তরঃ () তুষারক্ষেত্রে।

১.৪ রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ বায়ু হল- (ক) চিনুক (খ) বোরা (গ) মিস্ট্রাল (ঘ) ব্লিজার্ড।

উত্তরঃ () চিনুক।

১.৫ পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে- (ক) সিজিগি (খ) পেরিজি (গ) অ্যাপোজি (ঘ) অপসূর।

উত্তরঃ () অ্যাপোজি।

১.৬ ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্রস্রোত তার প্রবাহের দিক পরিবর্তন করে, তা হল- (ক) ক্যানারি স্রোত (খ) মৌসুমী স্রোত (গ) কুরোশিয়ো স্রোত (ঘ) বেঙ্গুয়েলা স্রোত।

উত্তরঃ () মৌসুমী স্রোত।

১.৭ তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হল- (ক) সিসা (খ) পারদ (গ) ইউরেনিয়াম (ঘ) প্লাস্টিক।

উত্তরঃ () ইউরেনিয়াম।

১.৮ আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হল- (ক) মধ্যপ্রদেশ (খ) তামিলনাড়ু (গ) রাজস্থান (ঘ) উত্তরপ্রদেশ।

উত্তরঃ () রাজস্থান।

১.৯ শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে- (ক) খাদার (খ) ভাবর, (গ) ভাঙ্গার (ঘ) বেট।

উত্তরঃ () ভাবর।

১.১০ আম্রবৃষ্টি সংঘটিত হয়- (ক) শীতকালে (খ) গ্রীষ্মকালে (গ) শরৎকালে (ঘ) বর্ষাকালে।

উত্তরঃ () গ্রীষ্মকালে।

১.১১ ‘তৃষ্ণার্ত ফসল’ বলা হয় যে ফসলকে তা হল- (ক) গম, (খ) মিলেট, (গ) তুলা, (ঘ) ধান।

উত্তরঃ () ধান।

১.১২ ‘শিকড় আলগা শিল্প’ নামে পরিচিত- (ক) লৌহ ইস্পাত শিল্প, (খ) কার্পাস বয়নশিল্প (গ) ইঞ্জিনিয়ারিং শিল্প (ঘ) পেট্রোকেমিক্যাল শিল্প।

উত্তরঃ () কার্পাস বয়নশিল্প।

১.১৩ ২০১১ সালের আদমসুমারী অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব রাজ্যটি হল- (ক) কেরল (খ) বিহার (গ) পশ্চিমবঙ্গ (ঘ) অরুণাচল প্রদেশ।

উত্তরঃ () অরুণাচল প্রদেশ।

১.১৪ ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের মিলিয়ন শিটে অক্ষাংশগত-দ্রাঘিমাগত বিস্তার থাকে- (ক) 4°×4° (খ) 1°×1° (গ) 30’×30′ (ঘ) 15’×15’1

উত্তরঃ () 4°×4°

Read More: Madhyamik Geography Test paper page 121 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

বিভাগ-‘

২। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশেশুএবং অশুদ্ধ হলে পাশে লেখো:
. যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও:                                                               ×=

২.১.১ মরুভূমিতে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে ইয়ারদাং বলে।

উত্তরঃ শুদ্ধ।

২.১.২ বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রভা সৃষ্টি হয়, তার নাম আয়নোস্ফিয়ার।

উত্তরঃ শুদ্ধ।

২.১.৩ মৌসুমী বায়ু একটি সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ।

উত্তরঃ শুদ্ধ।

২.১.৪ হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়।

উত্তরঃ শুদ্ধ।

২.১.৫ ফ্লাই অ্যাশ পাওয়া যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে।

উত্তরঃ শুদ্ধ।

২.১.৬ কৃষ্ণ মৃত্তিকা গম চাষের পক্ষে আদর্শ।

উত্তরঃ অশুদ্ধ।

২.১.৭ মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হয় ‘প্ল্যাটফর্ম’।

উত্তরঃ শুদ্ধ।

Read More: Madhyamik Geography Test paper page 148 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও): x=

.. নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলে।

উত্তরঃ নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বিন্দুবার বলা হয়।

.. যে শীতল বাতাস পর্বতের ঢাল বেয়ে উপত্যকায় নেমে আসে, তাকে

উত্তরঃ ক্যাটাবেটিক বায়ু বলে।

.. জোয়ারের প্রাবল্য সর্বাধিক হয় তিথিতে।

উত্তরঃ আমাবস্যা  তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক হয়।

২.২.৩ মেঘাচ্ছন্নতার হিসাব এককে প্রকাশ করা হয়।

উত্তরঃ মেঘাচ্ছন্নতার হিসাব অক্টাস এককে প্রকাশ করা হয়।

.. ন্যাক্সভূমিকা, জুনিপার হল, উদ্ভিদ।

উত্তরঃ ন্যাক্সভূমিকা, জুনিপার হল, পার্বত্য উদ্ভিদ।

.. শহরকে ভারতের রূঢ় বলা হয়।

উত্তরঃ দুর্গাপুর শহরকে ভারতের রূঢ় বলা হয়।

.. উপগ্রহচিত্রের ক্ষুদ্রতম একককে বলে।

উত্তরঃ উপগ্রহচিত্রের ক্ষুদ্রতম একককে পিক্সেল বলা হয়।

Read More: Madhyamik History Test paper page 93 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

. একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও):      x=

.. সাহারায় দুটি সিফ বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে কী বলে?

উত্তরঃ সাহারায় দুটি সিফ বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে গাসি বলা হয়।

.. কোন স্তরকেপৃথিবীর ছাতাবলা হয়?

উত্তরঃ ওজোন স্তরকে ‘পৃথিবীর ছাতা’ বলা হয়।

.. সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলাবর্ত কী নামে পরিচিত?

উত্তরঃ সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলাবর্ত জায়র/গায়র নামে পরিচিত।

.. আর্সেনিক দূষণের প্রভাবে কি রোগ সৃষ্টি হয়?

উত্তরঃ আর্সেনিক দূষণের প্রভাবে ব্লাকফুট রোগ সৃষ্টি হয়।

.. কোন নদীর ওপর ভাকরানাঙ্গাল বাঁধ দেওয়া হয়েছে?

উত্তরঃ শতদ্রু নদীর ওপর ভাকরা-নাঙ্গাল বাঁধ দেওয়া হয়েছে।

.. কোন মাটিতে কফি চাষ ভালো হয়?

উত্তরঃ মৃদু অম্লজ পাটাস ও হিউমাস যুক্ত মাটিতে কফি চাষ ভালো হয়।

.. কোন বন্দরকেআরব সাগরের রানিবলে?

উত্তরঃ কোচিন বন্দরকে ‘আরব সাগরের রানি’ বলে।

.. টোপোশিটে অনিত্যবহ নদীকে কী রঙে দেখানো হয়?

উত্তরঃ টোপোশিটে অনিত্যবহ নদীকে কালো রঙে দেখানো হয়।

Read More: Madhyamik Geography Test paper page 148 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

. বামদিকের সঙ্গে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো:                                       ×=
বামদিক ডানদিক
২.৪.১ মিথেন (১) ভারতের অর্থনৈতিক রাজধানী (৩)
২.৪.২ পিঙ্ক-বোল-ওয়ার্ম (২) সড়কপথ (৪)
২.৪.৩ মুম্বাই (৩) গ্রীণ হাউস গ্যাস (১)
২.৪.৪ সোনালী চতুর্ভুজ (৪) কার্পাস বা তুলো (২)

*** এই বিভাগের উত্তরগুলি পাশে নাম্বারিং এর মাধ্যমে দেখানো হল।

Read More: Madhyamik Bengali Test paper page 124 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

Read More: Madhyamik Bengali Test paper page 99 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

Read More: Madhyamik History Test paper page 50 SaQ & Mcq Solved For madhyamik 2024 WBBSE

Madhyamik Geography Test paper page 169 SaQ & Mcq
Madhyamik Geography Test paper page 169 SaQ & Mcq

মাধ্যমিক টেস্ট পেপার সলভের ( Madhyamik Geography Test paper page 169 )এই নতুন প্রয়াসটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না যেন।  এছাড়াও মাধ্যমিক তথা উচ্চমাধ্যমিক এবং পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদের অন্যান্য শ্রেণীর নোটস এবং সহায়ক আর্টিকেল পেতে রেগুলার ভিজিট করো আমাদের এই ব্লগ সাইটটি। ,আর্টস স্কুল ডট ইন সর্বদা চেষ্টা করে তোমাদের পাঠো উপযোগী কনটেন্ট গুলো তোমাদের সামনে তুলে ধরতে।  তোমাদের একটি ছোট্ট কমেন্ট এবং সাপোর্ট আমাদের আরও উৎসাহিত করবে ভবিষ্যতে আরো পাঠ্য উপযোগী আর্টিকেলগুলি তুলে ধরতে।  সুতরাং চলো তাহলে আমাদের জীবনের পথে এগিয়ে যাওয়ার যাত্রায় আর একটু বেশি করে প্রস্তুত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!