Menu

Madhyamik History Test paper page 145 SaQ & Mcq Solved

Madhyamik History Test paper page 145 SaQ & Mcq Solved ; সামনের ফেব্রুয়ারিতেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ২০২৪ অনুষ্ঠিত হতে চলেছে;  তাই এ বছর যে সকল ছাত্র-ছাত্রী মাধ্যমিক দেবে তাদের জন্য টেস্ট পেপার করা আবশ্যক।  সেইদিক তাকে মাথায় রেখেই আমরা অর্থাৎ আর্টস স্কুল ডট ইন নিয়ে এসেছি টেস্ট পেপার সলভ আর্টিকেল।  আজকের এই আর্টিকেলে তোমরা পাবে মাধ্যমিক ABTA টেস্ট পেপারের ইতিহাস ১৪৫ নম্বর পেজের  ছোট প্রশ্ন গুলোর সমাধান। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের আর্টিকেলটি।

ইতিহাস

Madhyamik History Test paper page 145 SaQ & Mcq Solved

বিভাগ– ‘

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:                                  ×২০=২০

 

১.১ সাম্প্রতিককালে ইতিহাসচর্চার ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে তা হল- (ক) মনস্তাত্ত্বিক (খ) অর্থনৈতিক (গ) বিজ্ঞান সম্মত (ঘ) সমাজতাত্ত্বিক।

উত্তরঃ () সমাজতাত্ত্বিক।

১.২ ‘এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি’ গ্রন্থটি রচনা করেন- (ক) জে ডি বার্নাল (খ) মহেন্দ্রলাল সরকার (গ) জগদীশচন্দ্র বসু (ঘ) প্রফুল্লচন্দ্র রায়।

উত্তরঃ () প্রফুল্লচন্দ্র রায়।

১.৩ তিন আইন পাশ হয়- (ক) ১৮৭০ খ্রিস্টাব্দে (খ) ১৮৭২ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে।

উত্তরঃ () ১৮৭২ খ্রিস্টাব্দে।

১.৪ ইন্ডিগো ডিস্ট্রিক্ট বিভাগটি যে পত্রিকায় অন্তর্ভুক্ত ছিল সেটি হল (ক) হিন্দু প্যাট্রিয়ট (খ) অমৃতবাজার পত্রিকা (গ) টাইমস অফ ইন্ডিয়া (ঘ) বেঙ্গল গেজেট।

উত্তরঃ () হিন্দু প্যাট্রিয়ট।

১.৫ হুগলীর ‘ইমাম বাড়া’ প্রতিষ্ঠা করেন -(ক) স্যার সৈয়দ আহম্মদ (খ) মজনু শাহ (গ) মির নিসার আলি (ঘ) হাজি মহম্মদ মহসীন।

উত্তরঃ () হাজি মহম্মদ মহসীন।

১.৬ মেদিনীপুর জেলার জঙ্গল মহল যে বিদ্রোহের কেন্দ্র ছিল সেটি হল- (ক) কোল বিদ্রোহ (খ) সাঁওতাল বিদ্রোহ (গ) চুয়াড় বিদ্রোহ (ঘ) মোপলা বিদ্রোহ।

উত্তরঃ () চুয়াড় বিদ্রোহ।

১.৭ দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় (ক) কোল বিদ্রোহের পরে (খ) মুণ্ডা বিদ্রোহের পরে (গ) সাঁওতাল বিদ্রোহের পরে (ঘ) ভিল বিদ্রোহের পরে।

উত্তরঃ () কোল বিদ্রোহের পরে।

১.৮ মহারানির ঘোষণাপত্র অনুযায়ী (১৮৫৮ খ্রিস্টাব্দ) ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন – (ক) লর্ড ডালহৌসি (খ) লর্ড ক্যানিং (গ) লর্ড মাউন্টব্যাটেন (ঘ) লর্ড বেন্টিঙ্ক।

উত্তরঃ () লর্ড ক্যানিং।

১.৯ ‘দ্য বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি’ প্রতিষ্ঠিত হয়- (ক) ১৮৩৬ খ্রিস্টাব্দে (খ) ১৮৩৮ খ্রিস্টাব্দে (গ) ১৮৪৩ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫১ খ্রিস্টাব্দে।

উত্তরঃ খ্রিস্টাব্দে () ১৮৪৩ খ্রিস্টাব্দে।

১.১০ ‘গোরা’ উপন্যাসটি রচিত হয়েছে- (ক) হিন্দু ধর্মের পুনরুজ্জীবনবাদের পটভূমিকায় (খ) মুসলমান ধর্মের স্তুতির মধ্য দিয়ে (গ) অসাম্প্রদায়িক আবহে (ঘ) সাম্প্রদায়িকতার আবহে।

উত্তরঃ () অসাম্প্রদায়িক আবহে।

১.১১ জাতীয় প্রযুক্তি বিদ্যার পথিকৃৎ বলা হয় (ক) রাজেন্দ্রলাল মিত্রকে (খ) নবগোপাল মিত্রকে (গ) সি ভি রমনকে (ঘ) মেঘনাদ সাহাকে।

উত্তরঃ () সি ভি রমনকে।

১.১২ বিশ্বভারতী কেন্দ্রীয় বিদ্যালয়ে পরিণত হয় – (ক) ১৯৫০ খ্রিস্টাব্দে (খ) ১৯৫১ খ্রিস্টাব্দে (গ) ১৯৫২ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৫৩ খ্রিস্টাব্দে।

উত্তরঃ () ১৯৫১ খ্রিস্টাব্দে।

১.১৩ তমলুক ও কাঁথিতে কৃষক বিদ্রোহে নেতৃত্ব দেন- (ক) বারীন্দ্র ঘোষ (খ) বীরেন্দ্রনাথ শাসমল (গ) কৃষ্ণ পাল (ঘ) দীনেশ দাস।

উত্তরঃ () বীরেন্দ্রনাথ শাসমল।

১.১৪ তেভাগা আন্দোলনে চাষিরা উৎপন্ন ফসলের কত অংশ দাবি করে?- (ক) ২/৩ অংশ (খ) ১/২ অংশ (গ) ১/৪ অংশ (ঘ) কিছুই নয়।

উত্তরঃ () / অংশ।

১.১৫ ভারতীয় কমিউনিস্ট পার্টি সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল – (ক) বার্লিনে (খ) ভিয়েনায় (গ) তাসখন্দে (ঘ) বেজিং-এ।

উত্তরঃ () তাসখন্দে।

১.১৬ লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন- (ক) সরলা দেবী চৌধুরানী (খ) কল্পনা দত্ত (গ) লীলা নাগ (ঘ) বীণা দাস।

উত্তরঃ () সরলা দেবী চৌধুরানী।

১.১৭ দক্ষিণ ভারতের ‘বিদ্যাসাগর’ নামে পরিচিত- (ক) জ্যোতিরাও ফুলে (খ) শ্রী নারায়ণ গুরু (গ) বীরসা লিঙ্গম পাস্তুলু (ঘ) ভি ডি সাভারকার।

উত্তরঃ () বীরসা লিঙ্গম পাস্তুলু।

১.১৮ ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ হলেন- (ক) ঊর্মিলা দেবী (খ) প্রীতিলতা ওয়াদ্দেদার (গ) বীণা দাস (ঘ) লক্ষ্মী সেহগল।

উত্তরঃ () প্রীতিলতা ওয়াদ্দেদার।

১.১৯ নেহেরু-লিয়াকৎ চুক্তি স্বাক্ষরিত হয়- (ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে (খ) ১৯৫০ খ্রিস্টাব্দে (গ) ১৯৫২ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৬৪ খ্রিস্টাব্দে।

উত্তরঃ () ১৯৫০ খ্রিস্টাব্দে।

১.২০ নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পায় (ক) ১৯৫৬ খ্রিস্টাব্দে (খ) ১৯৬০ খ্রিস্টাব্দে (গ) ১৯৬৩ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৭৪ খ্রিস্টাব্দে।

উত্তরঃ () ১৯৬৩ খ্রিস্টাব্দে।

Read More: Madhyamik Geography Test paper page 121 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

বিভাগ-‘

২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও) :                                                                                      ১৬x১৬=১৬

Read More: Madhyamik Bengali Test paper page 124 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

উপবিভাগ: . একটি বাক্যে উত্তর দাও

(..) কোন আইনে এদেশে শিক্ষার জন্য এক লক্ষ টাকা মঞ্জুর করা হয়?

উত্তরঃ 1813-এর সনদ আইনে এদেশে শিক্ষার জন্য এক লক্ষ টাকা মঞ্জুর করা হয়।

(..) পাইকান কী?

উত্তরঃ পাইক বা সৈনিকের কাজ করে চুয়াড়রা বেতনের পরিবর্তে যে নিষ্কর জমি ভোগ করত তাকে পাইকান বলা হয়।

(..) কোন বিদ্রোহের পটভূমিকায়আনন্দমঠউপন্যাসটি রচিত হয়?

উত্তরঃ সন্ন্যাসী ফকির বিদ্রোহের পটভূমিকায় ‘আনন্দমঠ’ উপন্যাসটি রচিত হয়।

(..) গণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম।

Read More: Madhyamik Bengali Test paper page 99 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

উপবিভাগ: . ঠিক বা ভুল নির্ণয় করো:

(২.২.১) রাজা বা নবাবের দরবারের সংগীতকে বলা হয় দরবারি সংগীত।

উত্তরঃ ঠিক।

(২.২.২) ডিরোজিও ছিলেন হেয়ার স্কুলের ছাত্র।

উত্তরঃ ঠিক।

(২.২.৩) নবগোপাল মিত্র ‘আষাঢ় মেলা’র সৃষ্টি করেছিলেন।

উত্তরঃ ভুল।

(২.২.৪) কলকাতা বিশ্ববিদ্যালয়কে ‘গোলদিঘীর গোলাম খানা’ বলা হয়।

উত্তরঃ ঠিক।

Read More: Madhyamik Geography Test paper page 148 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

উপবিভাগ: .স্তম্ভের সঙ্গেস্তম্ভ মেলাও:

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) হরিচাঁদ ঠাকুর (১) ১৯২১  খ্রিস্টাব্দে (৪)
(২.৩.২) বীরাষ্টমী ব্রত (২) নমঃশূদ্র আন্দোলন (১)
(২.৩.৩) একা আন্দোলন (৩) ১৯২৭ খ্রিস্টাব্দে (৩)
(২.৩.৪) বারদৌলি সত্যাগ্রহ (৪) সরলাদেবী চৌধুরানী (২)

*** এই বিভাগের উত্তরগুলি পাশে নাম্বারিং এর মাধ্যমে দেখানো হল।

Read More: Madhyamik History Test paper page 93 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

উপবিভাগ: . প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত নামাঙ্কিত করো:

(২.৪.১) দেশীয় রাজ্য জুনাগড়। (২.৪.২) নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র – যশোর। (২.৪.৩) বারাসত বিদ্রোহের এলাকা। (২.৪.৪) ডান্ডি।

*** এই বিভাগের উত্তরের জন্য তোমাদের অনুরোধ করা হচ্ছে পাঠ্য বইয়ের ম্যাপ গুলি ভালো করে অনুসরন করো।

Read More: Madhyamik History Test paper page 50 SaQ & Mcq Solved For madhyamik 2024 WBBSE

উপবিভাগ : . নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:

(২.৫.১) বিবৃতি: প্রধানত ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হয়েছিল ব্যাখ্যা-১: একই ভাষাভাষী মানুষকে একই রাজ্যে রাখলে সাংস্কৃতিক বন্ধন ও প্রশাসনিক কাজ দৃঢ় হয়। ব্যাখ্যা-২: ভাষা মানুষের মনের ভাব প্রকাশ করে। ব্যাখ্যা-৩: রাজ্য পুনর্গঠন কমিশন ১৯৫৬ খ্রিস্টাব্দে গঠিত হয়।

উত্তরঃ ব্যাখ্যা: একই ভাষাভাষী মানুষকে একই রাজ্যে রাখলে সাংস্কৃতিক বন্ধন প্রশাসনিক কাজ দৃঢ় হয়।

(২.৫.২) বিবৃতি: শাহজাহানকে ‘Prince Builder’ (প্রিন্স বিল্ডার) বলা হয়। ব্যাখ্যা-১: তিনি রাজপুত্র ছিলেন বলে। ব্যাখ্যা-২: তিনি স্থাপত্য নির্মাণে খুব আগ্রহী ছিলেন। ব্যাখ্যা-৩: তাজমহল বানিয়ে ছিলেন বলে।

উত্তরঃ ব্যাখ্যা: তিনি স্থাপত্য নির্মাণে খুব আগ্রহী ছিলেন।

(২.৫.৩) বিবৃতি: উনিশ শতকে ছাপা বইগুলির চাহিদা বৃদ্ধি হয়- ব্যাখ্যা-১: লোকে ছাপা বই পড়তে ভালোবাসত। ব্যাখ্যা-২: ওই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়। ব্যাখ্যা-৩: ছাপা বই দেখতে সুন্দর হত।

উত্তরঃ ব্যাখ্যা: ওই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়।

(২.৫.৪) বিবৃতি: ছাত্ররা ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা বর্জন করে – ব্যাখ্যা-১: বিদেশি ভাষার সঙ্গে ছাত্রদের পরিচয় ছিল না। ব্যাখ্যা- ২: ছাত্ররা তখন বেকারত্বের হতাশায় ভুগছিল। ব্যাখ্যা-৩: ছাত্ররা ব্রিটিশ শাসনের অঙ্গ হিসেবে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা বর্জন করে।

উত্তরঃ ব্যাখ্যা: ছাত্ররা ব্রিটিশ শাসনের অঙ্গ হিসেবে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা বর্জন করে।

Read More: Madhyamik History Test paper page 118 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

Madhyamik History Test paper page 145 SaQ & Mcq Solved
Madhyamik History Test paper page 145 SaQ & Mcq Solved

মাধ্যমিক টেস্ট পেপার সলভের ( Madhyamik History Test paper page 145 SaQ & Mcq Solved) এই নতুন প্রয়াসটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না যেন।  এছাড়াও মাধ্যমিক তথা উচ্চমাধ্যমিক এবং পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদের অন্যান্য শ্রেণীর নোটস এবং সহায়ক আর্টিকেল পেতে রেগুলার ভিজিট করো আমাদের এই ব্লগ সাইটটি। ,আর্টস স্কুল ডট ইন সর্বদা চেষ্টা করে তোমাদের পাঠো উপযোগী কনটেন্ট গুলো তোমাদের সামনে তুলে ধরতে।  তোমাদের একটি ছোট্ট কমেন্ট এবং সাপোর্ট আমাদের আরও উৎসাহিত করবে ভবিষ্যতে আরো পাঠ্য উপযোগী আর্টিকেলগুলি তুলে ধরতে।  সুতরাং চলো তাহলে আমাদের জীবনের পথে এগিয়ে যাওয়ার যাত্রায় আর একটু বেশি করে প্রস্তুত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!