Menu

Madhyamik History Test paper page 166 SaQ & Mcq Solved

Madhyamik History Test paper page 166 SaQ & Mcqসামনের ফেব্রুয়ারিতেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ২০২৪ অনুষ্ঠিত হতে চলেছে;  তাই এ বছর যে সকল ছাত্র-ছাত্রী মাধ্যমিক দেবে তাদের জন্য টেস্ট পেপার করা আবশ্যক।  সেইদিক তাকে মাথায় রেখেই আমরা অর্থাৎ আর্টস স্কুল ডট ইন নিয়ে এসেছি টেস্ট পেপার সলভ আর্টিকেল।  আজকের এই আর্টিকেলে তোমরা পাবে মাধ্যমিক ABTA টেস্ট পেপারের ইতিহাস ১৬৬ নম্বর পেজের  ছোট প্রশ্ন গুলোর সমাধান। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের আর্টিকেলটি।

ইতিহাস

Madhyamik History Test paper page 166 SaQ & Mcq

 

বিভাগ-‘

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:                                                                   ×২০=২০

১.১ পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা হল- (ক) হা ডুডু, (খ) ফুটবল (গ) হকি (ঘ) মানাকালা।

উত্তরঃ () মানাকালা।

১.২ সংস্কৃতিনগরী বলা হয় যে শহরকে-(ক) বোম্বাই (খ) দিল্লি (গ) কলকাতা (ঘ) জয়পুর।

উত্তরঃ () কলকাতা।

১.৩ ভারতের বেকন নামে খ্যাত- (ক) অক্ষয়কুমার দত্ত (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (গ) গিরিশচন্দ্র ঘোষ (ঘ) মধুসূদন রায়।

উত্তরঃ () অক্ষয়কুমার দত্ত।

১.৪ বাংলা ভাষায় লেখা প্রথম ঐতিহাসিক উপন্যাস- (ক) দেবী চৌধুরানি (খ) শাহজাহান (গ) দুর্গেশ নন্দিনী (ঘ) মেবার রানা।

উত্তরঃ () দুর্গেশ নন্দিনী

১.৫ ভারতীয় জাতীয়তাবাদের জনক- (ক) বঙ্কিমচন্দ্র (খ) বিবেকানন্দ (গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) সুভাষচন্দ্র বসু।

উত্তরঃ () বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১.৬ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়- (ক) ১৮৬৫ খ্রিস্টাব্দে (খ) ১৮৬৯ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৮ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৭ খ্রিস্টাব্দে।

উত্তরঃ () ১৮৬৫ খ্রিস্টাব্দে।

১.৭ যে শহরটিকে কেন্দ্র করে ‘জঙ্গলমহল’ নামে বিশেষ জেলা গঠন করা হয়- (ক) ঝাড়গ্রাম (খ) মেদিনীপুর (গ) বিষ্ণুপুর (ঘ) বাঁকুড়া।

উত্তরঃ () ঝাড়গ্রাম।

১.৮ সিপাহী বিদ্রোহীরা যাকে সম্রাট বলে ঘোষণা করে- (ক) দ্বিতীয় বাহাদুর শাহকে (খ) কুনুয়ার সিংকে (গ) তাঁতিয়া তোপিকে (ঘ) নানা সাহেবকে।

উত্তরঃ () দ্বিতীয় বাহাদুর শাহকে।

১.৯ হজরৎমহল সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেন- (ক) অযোধ্যায় (খ) দিল্লিতে (গ) কানপুরে (ঘ) ফৈজাবাদে।

উত্তরঃ () অযোধ্যায়।

১.১০ ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন- (ক) জমিদার সভা (খ) বঙ্গভাষা প্রকাশিকা সভা (গ) ভারতসভা (ঘ) হিন্দু মেলা।

উত্তরঃ () বঙ্গভাষা প্রকাশিকা সভা।

১.১১ ‘বাল্যশিক্ষা’ গ্রন্থটির রচয়িতা- (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (খ) মদনমোহন তর্কালঙ্কার (গ) রামসুন্দর বসাক (ঘ) গোবিন্দপ্রসাদ দাস।

উত্তরঃ () মদনমোহন তর্কালঙ্কার।

১.১২ কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন- (ক) জগদীশচন্দ্র বসু (খ) প্রফুল্লচন্দ্র রায় (গ) মহেন্দ্রলাল সরকার (ঘ) আশুতোষ মুখোপাধ্যায়।

উত্তরঃ () আশুতোষ মুখোপাধ্যায়।

১.১৩ ‘শের-ই বাংলা’ নামে পরিচিত ছিলেন- (ক) এ কে ফজলুল হক (খ) স্যার আশুতোষ মুখোপাধ্যায় (গ) চিত্তরঞ্জন দাশ (ঘ) অরবিন্দ ঘোষ।

উত্তরঃ () কে ফজলুল হক।

১.১৪ অন্ধ্রপ্রদেশের উল্লেখযোগ্য জঙ্গি কৃষক আন্দোলনের নাম- (ক) চম্পারন আন্দোলন (খ) খেদা আন্দোলন (গ) একা আন্দোলন (ঘ) রাম্পা বিদ্রোহ।

উত্তরঃ () রাম্পা বিদ্রোহ।

১.১৫ বাংলায় প্রথম প্রকৃত ট্রেড ইউনিয়ন গঠিত হয়-(ক) জুট মিলে (খ) রেলওয়েতে (গ) সূতাকলে (ঘ) সরকারি প্রেসে।

উত্তরঃ () সরকারি প্রেসে।

১.১৬ ‘ভারতের নাইটিঙ্গেল’ নামে খ্যাত- (ক) সরলাদেবী (খ) সরোজিনী নাইডু (গ) কমলা নেহরু (ঘ) বাসন্তী দেবী।

উত্তরঃ () সরোজিনী নাইডু।

১.১৭ ‘খোদা-ই খিদমতগার’-এ নেতৃত্ব দেন- (ক) মৌলানা আবুল কালাম আজাদ (খ) খান আব্দুল গফ্ফর খান (গ) ফজলুল হক (ঘ) শওকত ওসমানি।

উত্তরঃ () খান আব্দুল গফ্ফর খান।

১.১৮ ভারতীয় সংবিধানের জনক- (ক) রাধাকৃষ্ণান (খ) রাজেন্দ্রপ্রসাদ (গ) আম্বেদকর (ঘ) জওহরলাল নেহরু।

উত্তরঃ () আম্বেদকর।

১.১৯ ভারতের লৌহ মানব বলা হয়-(ক) বাল গঙ্গাধর তিলককে (খ) সর্দার বল্লভভাই প্যাটেলকে (গ) সুভাষচন্দ্র বসুকে (ঘ) জয়ন্ত চৌধুরীকে।

উত্তরঃ () সর্দার বল্লভভাই প্যাটেলকে।

১.২০ ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’ বইটির লেখক- (ক) দক্ষিণারঞ্জন বসু (খ) সুনীল গঙ্গোপাধ্যায় (গ) অতীন বন্দ্যোপাধ্যায় (ঘ) প্রফুল্লচন্দ্ রায়।

উত্তরঃ () অতীন বন্দ্যোপাধ্যায়

Read More: Madhyamik History Test paper page 145 SaQ & Mcq Solved for Madhyamik 2024 WBBSE 

বিভাগ-‘

২। যে কেনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে):                                                                                      x১৬=১৬

উপবিভাগ . একটি বাক্যে উত্তর দাও:

(..) চলচ্চিত্রের জনক কাদের বলা হয়?

উত্তরঃ দাদাসাহেব ফালকে কে ভারতীয় চলচ্চিত্রের জনক কাদের বলা হয়।

(..) কুলীন কূল সর্বস্ব নাটকটি কার লেখা?

উত্তরঃ রাম নারায়ণ তর্করত্ন কুলীন কূল সর্বস্ব নাটকটি লেখেন।

(..) ‘ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইন্সস্টিটিউটকোথায় প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ‘ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইন্সস্টিটিউট দেরাদুনে অবস্থিত।

(..) কলকাতার এলবার্ট হলের বর্তমান নাম কী?

উত্তরঃ কলকাতার এলবার্ট হলের বর্তমান নাম কফি হাউস।

Read More: Madhyamik Geography Test paper page 121 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

উপবিভাগ, ঠিক না ভুল নির্ণয় করো:

(২.২.১) ভারতবর্ষে মুদ্রণ যন্ত্রের প্রবর্তন করেছিল পর্তুগিজরা।

উত্তরঃ ঠিক।

(২.২.২) মানবেন্দ্রনাথ রায় ফাদার মার্টিন ছদ্মাবেশে জার্মানির বাটাভিয়াতে যান।

উত্তরঃ ঠিক।

(২.১.৩) স্বদেশী আন্দোলনের সঙ্গে ছাত্র আন্দোলনের কোনও সম্পর্ক ছিল না।

উত্তরঃ ভুল।

(২.২.৪) দেশ ভাগের যন্ত্রণা বাংলার বুদ্ধিজীবীদের প্রভাবিত করতে পারেনি।

উত্তরঃ ভুল।

Read More: Madhyamik Geography Test paper page 148 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

উপবিভাগ.স্তম্ভের সাথেস্তম্ভ মেলাও :
স্তম্ভ স্তম্ভ
(২.৩.১) ভারতীয় সঙ্গীতের মূল উৎস (১) স্বাধীনতার অগ্রদূত বলে কথিত (৪)
(২.৩.২) কাঙাল হরিনাথ (২) বাটখারা (৩)
(২.৩.৩) বেচারাম (৩) ফিকিরচাঁদ বাউল (১)
(২.৩.৪) ঈশ্বর গুপ্ত (৪) সামবেদ (২)

*** এই বিভাগের উত্তরগুলি পাশে নাম্বারিং এর মাধ্যমে দেখানো হলো।

Read More: Madhyamik History Test paper page 93 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

উপবিভাগ. প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত। নামাঙ্কিত করো:

(২.৪.১) কোল বিদ্রোহের এলাকা (২.৪.২) মহাবিদ্রোহের কেন্দ্র। মীরাট (২.৪.৩) শ্রমিক আন্দোলনের কেন্দ্র কানপুর (২.৪.৪.) দেশীয় রাজ্য কাশ্মীর।

*** এই বিভাগের উত্তরগুলির জন্য ছাত্র ছাত্রীদের অনুরোধ করা হচ্ছে পাঠ্য বইয়ের ম্যাপ গুলিকে কে ভালো করে অনুসরণ করার জন্য।

উপবিভাগ. নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:

(২.৫.১) বিবৃতি: উনিশ শতক ছিল বাংলার শিক্ষা-সাহিত্য, ধর্ম ও সংস্কৃতির ইতিহাসে এক যুগ সন্ধিক্ষণ। ব্যাখ্যা-১: এই সময় বাংলার মাটিতে নানা গণ-আন্দোলনের জোয়ার আসে। ব্যাখ্যা-২: ব্রিটিশ শাসন জাঁকিয়ে বসে। ব্যাখ্যা-৩: নবজাগরণ ও বাঙালিদের মনোজগতে প্রতিক্রিয়া।

উত্তরঃ ব্যাখ্যা: নবজাগরণ বাঙালিদের মনোজগতে প্রতিক্রিয়া।

(২.৫.২) বিবৃতি: বাংলার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি মহাবিদ্রোহের (১৮৫৭) সময় নীরব দর্শক হিসাবে ইংরেজ শাসকদের জয় কামনা করেছিল। ব্যাখ্যা -১: বাঙালিরা খুবই শান্তিশিষ্ট। ব্যাখ্যা-২: বাঙালিরা পরিবর্তন বিরোধী। ব্যাখ্যা-৩: শিক্ষিত বাঙালিরা তখনও মনে করতো ব্রিটিশ শাসন ভারতের পক্ষে কল্যাণকর।

উত্তরঃ ব্যাখ্যা: শিক্ষিত বাঙালিরা তখনও মনে করতো ব্রিটিশ শাসন ভারতের পক্ষে কল্যাণকর।

(২.৫.৩) বিবৃতি: ভারতে ব্রিটিশ শাসনের গোড়া থেকেই নিম্নবর্গের মানুষ বিশেষত কৃষক ও শ্রমিকরা সরকারের বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলেছিল। ব্যাখ্যা-১: ভারতে কৃষক ও শ্রমিকশ্রেণিই ব্রিটিশ শাসনে বেশি বঞ্চিত ও শোষিত হয়। ব্যাখ্যা-২: কৃষক ও শ্রমিকদের সহ্য ক্ষমতা কম। ব্যাখ্যা-৩: কৃষক ও শ্রমিকরা লেখাপড়া জানতো না।

উত্তরঃ ব্যাখ্যা: ভারতে কৃষক শ্রমিকশ্রেণিই ব্রিটিশ শাসনে বেশি বঞ্চিত শোষিত হয়।

(২.৫.৪) বিবৃতি- ভারতের জাতীয় আন্দোলনে নারীদের যোগদান খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। ব্যাখ্যা-১: নারী প্রকৃতি অবলা, তাই তাঁদের অংশগ্রহণ তাৎপর্যপূর্ণ। ব্যাখ্যা-২: ভারতে নারী শিক্ষা খুব ব্যাপক আকার ধারণ করে। ব্যাখ্যা-৩: সমাজের অন্যান্যদের আন্দোলনে প্রেরণা দেন।

উত্তরঃ ব্যাখ্যা: ভারতে নারী শিক্ষা খুব ব্যাপক আকার ধারণ করে।

Read More: Madhyamik Bengali Test paper page 124 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

Read More: Madhyamik Bengali Test paper page 99 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

Read More: Madhyamik History Test paper page 50 SaQ & Mcq Solved For madhyamik 2024 WBBSE

Madhyamik History Test paper page 166 SaQ & Mcq Solved
Madhyamik History Test paper page 166 SaQ & Mcq Solved

মাধ্যমিক টেস্ট পেপার সলভের ( Madhyamik History Test paper page 166 SaQ & Mcq Solved ) এই নতুন প্রয়াসটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না যেন।  এছাড়াও মাধ্যমিক তথা উচ্চমাধ্যমিক এবং পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদের অন্যান্য শ্রেণীর নোটস এবং সহায়ক আর্টিকেল পেতে রেগুলার ভিজিট করো আমাদের এই ব্লগ সাইটটি। ,আর্টস স্কুল ডট ইন সর্বদা চেষ্টা করে তোমাদের পাঠো উপযোগী কনটেন্ট গুলো তোমাদের সামনে তুলে ধরতে।  তোমাদের একটি ছোট্ট কমেন্ট এবং সাপোর্ট আমাদের আরও উৎসাহিত করবে ভবিষ্যতে আরো পাঠ্য উপযোগী আর্টিকেলগুলি তুলে ধরতে।  সুতরাং চলো তাহলে আমাদের জীবনের পথে এগিয়ে যাওয়ার যাত্রায় আর একটু বেশি করে প্রস্তুত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!