Menu

Madhyamik History Test paper page 220 SaQ & Mcq Solved

Madhyamik History Test paper page 220 SaQ & Mcq সামনের ফেব্রুয়ারিতেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ২০২৪ অনুষ্ঠিত হতে চলেছে;  তাই এ বছর যে সকল ছাত্র-ছাত্রী মাধ্যমিক দেবে তাদের জন্য টেস্ট পেপার করা আবশ্যক।  সেইদিক তাকে মাথায় রেখেই আমরা অর্থাৎ আর্টস স্কুল ডট ইন নিয়ে এসেছি টেস্ট পেপার সলভ আর্টিকেল।  আজকের এই আর্টিকেলে তোমরা পাবে মাধ্যমিক ABTA টেস্ট পেপারের ইতিহাস ২২০ নম্বর পেজের  ছোট প্রশ্ন গুলোর সমাধান। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের আর্টিকেলটি।

Table of Contents

মাধ্যমিক ইতিহাস ২০২৪

Madhyamik History Test paper page 220 SaQ & Mcq

বিভাগ– ‘

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:                                                                   ১x২০=২০

১.১ ‘পথের পাঁচালী’ ছবির পরিচালিক হলেন- (ক) সত্যজিৎ রায় (খ) মৃণাল সেন (গ) বুদ্ধদেব দাশগুপ্ত (ঘ) ঋত্বিক ঘটক।

উত্তরঃ () সত্যজিৎ রায়।

১.২ বিপিনচন্দ্র পালের আত্মজীবনী “সত্তর বৎসর” প্রথম প্রকাশিত হয়- (ক) দেশ পত্রিকায় (খ) সন্দেশ পত্রিকায় (গ) প্রবাসী পত্রিকায় (ঘ) বঙ্গদর্শন পত্রিকায়।

উত্তরঃ () প্রবাসী পত্রিকায়।

১.৩ বঙ্গভঙ্গের সিদ্ধান্তের প্রতিবাদে বাংলার নারীরা পালন করেন- (ক) অরন্ধন উৎসব (খ) বহ্নি উৎস (গ) রাখী বন্ধন উৎসব (ঘ) দোল উৎসব।

উত্তরঃ () অরন্ধন উৎসব।

১.৪ ভারতের প্রথম মহিলা চিকিৎসক- (ক) সরলা দেবী চৌধুরানি (খ) কাদম্বিনী গাঙ্গুলি (গ) চন্দ্রমুখী বসু (ঘ) বিধুমুখী বসু।

উত্তরঃ () কাদম্বিনী গাঙ্গুলি।

১.৫ ‘দলিত মিশন সোসাইটি’ প্রতিষ্ঠা করেন- (ক) বি আর আম্বেদকর (খ) শ্রী হরিচাঁদ ঠাকুর (গ) শ্রী নারায়ণ গুরু (ঘ) ভি আর শিন্ডে।

উত্তরঃ () বি আর আম্বেদকর।

১.৬ সাঁওতাল বিদ্রোহ (১৮৫৫-৫৬ খ্রিঃ)-এর সময় গভর্নর জেনারেল ছিলেন- (ক) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক (খ) লর্ড ডালহৌসি (গ) লর্ড ক্যানিং (ঘ) লর্ড হার্ডিঞ্জ।

উত্তরঃ () লর্ড ডালহৌসি।

১.৭ ‘খুঁৎকাঠি’ প্রথাটি প্রচলিত ছিল- (ক) মুণ্ডা সমাজে (খ) কোল সমাজে (গ) চুয়াড় সমাজে (ঘ) ভিল সমাজে।

উত্তরঃ () মুণ্ডা সমাজে।

১.৮ মহাবিদ্রোহ (১৮৫৭ খ্রিঃ)-এর সময় ‘হিন্দুস্থানের সম্রাট’ ঘোষণা করা হয়- (ক) নানা সাহেব (খ) দ্বিতীয় বাহাদুর শাহ (গ) দ্বিতীয় শাহ আলম (ঘ) তাঁতিয়া তোপি।

উত্তরঃ () দ্বিতীয় বাহাদুর শাহ।

১.৯ ‘নিজ খামারে ধান তোলো’ শ্লোগানটি তুলেছিল – (ক) তেভাগা আন্দোলনকারীরা (খ) ফরাজি আন্দোলনকারীরা (গ) ওয়াহাবি আন্দোলনকারীরা (ঘ) তেলেঙ্গানা আন্দোলনকারীরা।

উত্তরঃ () তেভাগা আন্দোলনকারীরা।

১.১০ ‘বঙ্গমাতা’ চিত্রটি অঙ্কন করেছিলেন- (ক) যামিনী রায় (খ) গগনেন্দ্রনাথ ঠাকুর (গ) রামকিংকর বেজ (ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর।

উত্তরঃ () অবনীন্দ্রনাথ ঠাকুর।

১.১১ বাংলা অক্ষরের টাইপ প্রথম তৈরি করেন- (ক) চার্লস উইলকিন্স (খ) উইলিয়াম কেরি (গ) পঞ্চানন কর্মকার (ঘ) গৌর দাশ।

উত্তরঃ () চার্লস উইলকিন্স।

১.১২ আধুনিক ‘ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক’ বলা হয়- (ক) আচার্য প্রফুল্লচন্দ্র রায় (খ) হরগোবিন্দ খোরানা (গ) জগদীশচন্দ্র বোস (ঘ) উষারঞ্জন ঘটক।

উত্তরঃ () আচার্য প্রফুল্লচন্দ্র রায়।

১.১৩ ‘হালি প্রথা’ প্রচলিত ছিল- (ক) খেদায় (খ) বারদৌলিতে (গ) চম্পারনে (ঘ) অযোধ্যায়।

উত্তরঃ (খ) বারদৌলিতে।

১.১৪ A.I.T.U.C-র প্রথম সভাপতি ছিলেন- (ক) লালা লাজপত রায় (খ) শিবনাথ বন্দ্যোপাধ্যায় (গ) বলাগঙ্গাধর তিলক (ঘ) এ কে ফজলুল হক।

উত্তরঃ () লালা লাজপত রায়।

১.১৫ ভারতসভার প্রথম সভাপতি ছিলেন- (ক) আনন্দমোহন বসু (খ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় (গ) শিশিরকুমার ঘোষ (ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

উত্তরঃ () সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

১.১৬ ‘ব্রাহ্মধর্মের অনুষ্ঠান পদ্ধতি’ নামে গ্রন্থ রচনা করেন- (ক) দেবেন্দ্রনাথ ঠাকুর (খ) কেশবচন্দ্র সেন (গ) নন্দকিশোর বসু (ঘ) রামচন্দ্র বিদ্যাবাগীশ।

উত্তরঃ () দেবেন্দ্রনাথ ঠাকুর।

১.১৭ ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল- (ক) ১৬ অক্টোবর ১৯০৫ খ্রিস্টাব্দে (খ) ৩ ডিসেম্বর ১৯০৯ খ্রিস্টাব্দে (গ) ৯ আগস্ট ১৯০৮ খ্রিস্টাব্দে (ঘ) ১১ আগস্ট ১৯০৮ খ্রিস্টাব্দে।

উত্তরঃ () ১১ আগস্ট ১৯০৮ খ্রিস্টাব্দে।

১.১৮ ‘নববিধান ব্রাহ্ম সমাজ’ প্রতিষ্ঠা করেন- (ক) দেবেন্দ্রনাথ ঠাকুর (খ) শিবনাথ শাস্ত্রী (গ) স্বামী বিবেকানন্দ (ঘ) কেশবচন্দ্র সেন।

উত্তরঃ () কেশবচন্দ্র সেন।

১.১৯ ‘ভারতের লৌহমানব’ বলা হয়- (ক) সুভাষচন্দ্র বসুকে (খ) মৌলানা আবুল কালাম আজাদকে (গ) ড. রাজেন্দ্রপ্রসাদকে (ঘ) সর্দার বল্লভভাই প্যাটেলকে।

উত্তরঃ () সর্দার বল্লভভাই প্যাটেলকে।

১.২০ স্বাধীনতা লাভের সময় ভারতের জম্মু-কাশ্মীরের মহারাজা ছিলেন- (ক) শেখ আবদুল্লা (খ) করণ সিং (গ) হরি সিং (ঘ) ওমর আবদুল্লা।

উত্তরঃ () হরি সিং

Read More: Madhyamik History Test paper page 190 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

বিভাগ-‘

Read More: Madhyamik History Test paper page 166 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও:                                                          x১৬=১৬
(প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও):                                               ×=
উপবিভাগ: . একটি বাক্যে উত্তর দাও :

(..) ‘বঙ্গীয় নাট্যশালার ইতিহাসকার লেখা?

উত্তরঃ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘বঙ্গীয় নাট্যশালার ইতিহাস’।

(..) সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত থাকে?

উত্তরঃ সরকারি নথিপত্র মহাফেজখানায় সংরক্ষিত থাকে।

(..) ‘তত্ত্ববোধিনী সভা‘- প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ ‘তত্ত্ববোধিনী সভা’-র প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঠাকুর।

(..) কোন বিদ্রোহের পরদক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সিগঠিত হয়?

উত্তরঃ কোল  বিদ্রোহের পর ‘দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি’ গঠিত হয়।

Read More: Madhyamik Geography Test paper page 148 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

উপবিভাগ: . ঠিক বা ভুল নির্ণয় করো:

(..) আলেকজান্ডার ডাফ ছিলেন একজন প্রাচ্যবাদী।

উত্তরঃ ভুল।

(..) প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় ১৮৬৫ খ্রিস্টাব্দে।

উত্তরঃ ঠিক।

(..) স্বামী সহজানন্দ সরস্বতী ছিলেন কৃষক আন্দোলনের একজন নেতা।

উত্তরঃ ঠিক।

(..) মানিকতলায় বোমা তৈরির কারখানা স্থাপন করেন হেমচন্দ্র কানুনগো।

উত্তরঃ ঠিক।

Read More: Madhyamik History Test paper page 93 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

উপবিভাগ: .স্তম্ভের সঙ্গেস্তম্ভ মেলাও : ×=
বামদিক ডানদিক
(২.৩.১) লোকহিতবাদী (১) প্রথমনাথ মিত্র  (২)
(২.৩.২) অনুশীলন সমিতি (২) গোপাল হরি দেশমুখ (১)
(২.৩.৩) দি ইন্ডিয়ান স্ট্রাগল (৩) শ্রী নারায়ণ গুরু (৪)
(২.৩.৪) ভাইকম সত্যাগ্রহ (৪) সুভাষচন্দ্র বোস (৩)

*** এই বিভাগের উত্তরগুলি পাশে নাম্বারিং এর মাধ্যমে দেখানো হল।

Read More: Madhyamik Geography Test paper page 121 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

উপবিভাগ : . প্রদত্ত ভারতবর্ষের রেখমানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো নাম লেখো:

(২.৪.১) নীল বিদ্রোহের কেন্দ্র নদীয়া। (২.৪.২) রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। (২.৪.৩) আইন অমান্য আন্দোলনের সূচনাস্থল-ডাণ্ডি (২.৪.৪) দেশীয় রাজ্য জুনাগড়।

*** এই বিভাগের উত্তরগুলির জন্য তোমাদের অনুরোধ করা হচ্ছে পাঠ্য বইয়ের ম্যাপ গুলি ভালো করে অনুশীলন করার জন্য।

Read More: Madhyamik Bengali Test paper page 124 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

উপবিভাগ: . নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:

(২.৫.১) বিবৃতি: লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেন সরলাদেবী চৌধুরানি। ব্যাখ্যা-১: বাংলার ঘরে ঘরে মহিলারা যাতে লক্ষ্মীপূজার আয়োজন করেন। ব্যাখ্যা-২: বাংলার দরিদ্র মানুষদের কিছু অর্থ সাহায্য করার জন্য। ব্যাখ্যা-৩: বাংলায় স্বদেশী পণ্যের ব্যবহার বৃদ্ধির জন্য।

উত্তরঃ ব্যাখ্যা: বাংলার দরিদ্র মানুষদের কিছু অর্থ সাহায্য করার জন্য।

(২.৫.২) বিবৃতি: ব্রিটিশ সেনাবাহিনীর ভারতীয় সিপাহীরা এনফিল্ড রাইফেলের ব্যবহারে আপত্তি করে। ব্যাখ্যা-১: এই রাইফেল ব্যবহারের সময় গুলি বের হত না। ব্যাখ্যা-২: সেই সময় গুজব রটেছিল যে রাইফেলের টোটার খোলসে গরু ও শুকরের চর্বি মেশানো আছে। ব্যাখ্যা-৩: ভারতীয় সিপাহীরা বর্শা ও তরোয়ালের সাহায্যে ভালো যুদ্ধ করত।

উত্তরঃ ব্যাখ্যা: সেই সময় গুজব রটেছিল যে রাইফেলের টোটার খোলসে গরু শুকরের চর্বি মেশানো আছে।

(২.৫.৩) বিবৃতি: গান্ধীজি ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি’ মেনে নেন নি। ব্যাখ্যা-১: এই নীতি মেনে নিলে ভারতে সাম্প্রয়িক দাঙ্গা শুরু হতে পারত। ব্যাখ্যা-২: এই নীতি মেনে নিলে গান্ধীজির ভাবমূর্তি নষ্ট হত। ব্যাখ্যা-৩: এই নীতি মেনে নিলে ভারতীয় সমাজ জাত-ধর্ম-বর্ণের ভিত্তিতে বিভক্ত হয়ে যেত।

উত্তরঃ ব্যাখ্যা: এই নীতি মেনে নিলে ভারতীয় সমাজ জাতধর্মবর্ণের ভিত্তিতে বিভক্ত হয়ে যেত।

(২.৫.৪) বিবৃতি: গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। ব্যাখ্যা- ১: চৌরিচোরার হত্যাকাণ্ড ছিল গান্ধীজির সত্যাগ্রহ আদর্শের পরিপন্থী। ব্যাখ্যা-২: ব্রিটিশ সরকার অসহযোগ আন্দোলন বন্ধ করতে চরম দমননীতি গ্রহণ করেছিল। ব্যাখ্যা-৩: অসহযোগ আন্দোলন পরিচালনার জন্যে যোগ্য নেতার অভাব দেখা দিয়েছিল।

উত্তরঃ ব্যাখ্যা: চৌরিচোরার হত্যাকাণ্ড ছিল গান্ধীজির সত্যাগ্রহ আদর্শের পরিপন্থী।

Read More: Madhyamik Bengali Test paper page 99 SaQ & Mcq Solved For Madhyamik 2024 WBBSE

Read More: Madhyamik History Test paper page 50 SaQ & Mcq Solved For madhyamik 2024 WBBSE

Madhyamik History Test paper page 220 SaQ & Mcq Solved
Madhyamik History Test paper page 220 SaQ & Mcq Solved

মাধ্যমিক টেস্ট পেপার সলভের ( Madhyamik History Test paper page 220 SaQ & Mcq ) এই নতুন প্রয়াসটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না যেন।  এছাড়াও মাধ্যমিক তথা উচ্চমাধ্যমিক এবং পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদের অন্যান্য শ্রেণীর নোটস এবং সহায়ক আর্টিকেল পেতে রেগুলার ভিজিট করো আমাদের এই ব্লগ সাইটটি। ,আর্টস স্কুল ডট ইন সর্বদা চেষ্টা করে তোমাদের পাঠো উপযোগী কনটেন্ট গুলো তোমাদের সামনে তুলে ধরতে।  তোমাদের একটি ছোট্ট কমেন্ট এবং সাপোর্ট আমাদের আরও উৎসাহিত করবে ভবিষ্যতে আরো পাঠ্য উপযোগী আর্টিকেলগুলি তুলে ধরতে।  সুতরাং চলো তাহলে আমাদের জীবনের পথে এগিয়ে যাওয়ার যাত্রায় আর একটু বেশি করে প্রস্তুত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!