Madhyamik History Test Paper page 99 Answer; সামনেই 2023 সালের মাধ্যমিক পরীক্ষা, ইতিমধ্যে পশ্চিমবঙ্গের (WBBSE) সমস্ত স্কুলের টেস্ট পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাই ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে আমাদের এই নিবেদন- Madhyamik History Test Paper page 99 Answerযা তোমাদের আগামী Madhyamik 2023 পরীক্ষার জন্য বিশেষ সহযোগী হবে.
Madhyamik 2023 – মাধ্যমিক ২০২৩
Madhyamik History Test Paper page 99 Answer
বিভাগ ‘ক’ – সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ। ২০x১=২০
১.১ নারী দিবস হিসেবে পালিত হয়- ক) 5 ই মার্চ খ) 5 ই জুলাই গ) 8ই মার্চ ঘ) 8 জুলাই।
উত্তরঃ গ) 8ই মার্চ।
১.২ আধুনিক ইতিহাস চর্চায় সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান – ক) স্মৃতিকথা খ) সরকারি নথিপত্র গ) সংবাদপত্র ঘ) ব্যক্তিগত পত্র।
উত্তরঃ খ) সরকারি নথিপত্র।
১.৩ বামাবোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন- ক) উমেশচন্দ্র দত্ত খ) শিশির কুমার ঘোষ গ) সন্তোষ কুমার দত্ত ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ।
উত্তরঃ ক) উমেশচন্দ্র দত্ত।
১.৪ ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেমানান নামটি হল- ক) রাজা রামমোহন রায় খ) কালীপ্রসন্ন সিংহ গ) ডেভিড হেয়ার ঘ) ডিঙ্কওয়াটার বিটন।
উত্তরঃ খ) কালীপ্রসন্ন সিংহ।
১.৫ কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বি এ পরীক্ষা অনুষ্ঠিত হয়- ক)১৮৫৭ খ্রিস্টাব্দে খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে গ)১৮৫৯ খ্রিস্টাব্দে ঘ)১৮৬০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ গ)১৮৫৯ খ্রিস্টাব্দে।
১.৬ কোল বিদ্রোহ (১৮৩১-১৮৩২ খ্রিস্টাব্দ) অনুষ্ঠিত হয়- ক) মেদিনীপুরে খ) বারাসাতে গ) ছোটোনাগপুরে ঘ) উত্তরবঙ্গে।
উত্তরঃ গ) ছোটনাগপু্রে।
১.৭ মোহাম্মদ মহসিন যে বিদ্রোহের নেতৃত্ব দেন- ক) পাবনা খ) ফরাজী গ) চুয়ার ঘ) ওয়াহাবি।
উত্তরঃ খ) ফরাজী।
১.৮ অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন- ক) কুনওয়ার সিং খ) হজরত মহল গ) বাবা রামচন্দ্র ঘ) তাতিয়া টোপি।
উত্তরঃ খ) হজরত মহল।
১.৯ ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি – প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত – ক) রাধাকান্ত দেব খ) উইলিয়াম অ্যাডাম গ) কর্নেল ওলকট ঘ) উইলিয়াম অয়েডারবার্ন।
উত্তরঃ গ) কর্নেল ওলকট।
১.১০ বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয়- ক) উদ্বোধন খ) প্রবাসী গ) দেশ ঘ) সোমপ্রকাশ পত্রিকায়।
উত্তরঃ ক) উদ্বোধন পত্রিকা।
১.১১ শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন – ক) রামরাম বসু খ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ) মদনমোহন তর্কালঙ্কার।
উত্তরঃ ঘ) মদনমোহন তর্কালঙ্কার।
১.১২ মারকিউরাস নাইটাইট আবিষ্কার করেন- ক) মেঘনাথ সাহা খ) প্রফুল্ল চন্দ্র রায় গ) জগদীশচন্দ্র বসু ঘ) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী।
উত্তরঃ খ) প্রফুল্ল চন্দ্র রায়
১.১৩ একা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন- ক) স্বামী বিবেকানন্দ খ) মাদারি পাশী গ) বল্লভ ভাই প্যাটেল ঘ) স্বামী সহজানন্দ।
উত্তরঃ খ) মাদারি পাশী।
১.১৪ তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়- ক) মেদিনীপুর জেলায় খ) বীরভূম জেলায় গ) নদীয়া জেলায় ঘ) বর্ধমান জেলায়।
উত্তরঃ ক) মেদিনীপুর জেলায়।
১.১৫ ভারতের কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষিত হয়- ক)১৯৩০ খ্রিস্টাব্দে খ)১৯৩৪ খ্রিস্টাব্দে গ)১৯২৯ খ্রিস্টাব্দে ঘ)১৯৪১ খ্রিস্টাব্দে।
উত্তরঃ খ)১৯৩৪ খ্রিস্টাব্দে।
১.১৬ আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত ছিলেন- ক) বীণা দাস খ) কমলাদেবী চট্টোপাধ্যায় গ) রোকেয়া সাখাওয়াত হোসেন ঘ) কল্পনা চট্টোপাধ্যায়।
উত্তরঃ ক) বীণা দাস।
১.১৭ কলকাতায় রশিদ আলী দিবস পালিত হয়- ক)১৯৪৬ খ্রিস্টাব্দে 11 ই ফেব্রুয়ারি খ) ১৯৪৬ খ্রিস্টাব্দের 12 ই ফেব্রুয়ারি গ) ১৯৪৬ খ্রিস্টাব্দের 13 ই ফেব্রুয়ারি ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দের 14 ই ফেব্রুয়ারি।
উত্তরঃ ১৯৪৬ খ্রিস্টাব্দের 12 ই ফেব্রুয়ারি।
১.১৮ দলিতদের প্রথম হরিজন আখ্যা দিয়েছিলেন- ক) জ্যোতিরাও ফুলে খ) ডঃ আম্বেদকর গ) শ্রী নারায়ণ গুরু ঘ) গান্ধীজী।
উত্তরঃ ঘ) গান্ধীজী।
১.১৯ ভারতের লৌহ মানব রূপে পরিচিত ছিলেন- ক) ভগৎ সিং খ) সুভাষচন্দ্র বসু গ) বল্লভ ভাই প্যাটেল ঘ) জহরলাল নেহেরু।
উত্তরঃ গ) বল্লভ ভাই প্যাটেল।
১.২০ একাত্তরের ডায়রী- কি ধরনের গ্রন্থ? – ক) জীবনস্মৃতি খ) স্মৃতিকথা গ) আত্মজীবনী ঘ) পৌরাণিক।
উত্তরঃ খ) স্মৃতিকথা।
বিভাগ ‘খ ‘- ২ যেকোনো 16 টি প্রশ্নের উত্তর দাও ( প্রতিটি উপবিভাগ থেকে অন্ততপক্ষে একটি প্রশ্নের উত্তর দিতে হবে)
উপবিভাগ ২.১ একটি বাক্যে উত্তর দাওঃ
২.১.১ একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখ।
উত্তরঃ কলহনের রাজতরঙ্গিনী হল একটি স্থানীয় ইতিহাস গ্রন্থ যেটা থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়।
২.১.২ দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়?
উত্তরঃ বিরশ্রীলিঙ্গম পান্তুলুকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়।
২.১.৩ সিধু কোন বিদ্রোহের নেতা ছিলেন?
উত্তরঃ সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু।
২.১.৪ কুনবি পাতিদার কাদের বলা হয়?
উত্তরঃ গুজরাটের সুরাট জেলার অন্তর্গত বারদৌলি সম্ভ্রান্ত ধনী কৃষকদের বলা হত কুনবি এবং গুজরাটের একটি ধনী কৃষক সম্প্রদায় ছিল পতিদার.
উপবিভাগ ২.২ ঠিক বা ভুল নির্ণয় করোঃ
২.২.১ অ্যানাল পত্রিকা গোষ্ঠীর উদ্ভব হয় ফ্রান্সে।সত্য।
২.২.২ রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর।সত্য।
২.২.৩ জমিদার সভার সভাপতি ছিলেন দ্বারকানাথ ঠাকুর।মিথ্যা।
২.২.৪ গান্ধীজির ডান্ডি অভিযান মূল স্বেচ্ছাসেবী দলে কোন নারীকে অন্তর্ভুক্ত করেননি।মিথ্যা।
*** ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে প্রশ্নগুলির পাশেই সত্য এবং মিথ্যা লিখে দেওয়া হল।
উপবিভাগ ২.৩ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাওঃ
ক স্তম্ভ | খ স্তম্ভ |
২.৩.১ রাম রতন মল্লিক | ২) মোতিলাল তেজওয়াত |
২.৩.২ রাজস্থান | ৩) ডঃ আম্বেদকর |
২.৩.৩ ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি | ৪) জ্যোতিরাও ফুলে |
২.৩.৪ সত্যশোধক সমাজ | ১ ) বাংলার নানাসাহেব |
***ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এর মধ্যেই ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের নম্বর মিলিয়ে দেওয়া হল।
উপবিভাগ ২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থান গুলি চিহ্নিত ও নামাঙ্কিত করোঃ
২.৪.১ মুন্ডা বিদ্রোহের এলাকা
২.৪.২ মিরাট।
২.৪.৩ শ্রীরামপুর
২.৪.৪ জুনাগর।
উপবিভাগ ২.৫ নিম্নলিখিত বিবৃতি গুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন করোঃ
২.৫.১ বিবৃতিঃ ইংরেজ কোম্পানি এদেশে উইলিয়াম কলেজ স্থাপন করেছিল।
ব্যাখ্যা-১ ভারতীয়দের শিক্ষিত করে তুলতে।
ব্যাখ্যা-২ ভারতে বসবাসকারী সমস্ত ইউরোপীয়দের শিক্ষিত করে তুলতে।
ব্যাখ্যা-৩ ভারতে আগত ইংরেজ সিভিলিয়ানদের দেশীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করানোর জন্য।
২.৫.২ বিবৃতিঃ হিন্দুমেলার একটি প্রধান বৈশিষ্ট্য ছিল শরীরচর্চা।
ব্যাখ্যা-১ হিন্দুমেলা ছিল মূলত একটি ব্যায়ামাগার।
ব্যাখ্যা-২ হিন্দুমেলা ছিল একটি গোপন বিপ্লবী সংস্থা।
ব্যাখ্যা-৩ হিন্দুমেলা শরীর চর্চার মাধ্যমে দেশবাসীর আত্মবিশ্বাস প্রতিষ্ঠা করতে চেয়েছিল।
২.৫.৩ বিবৃতিঃ এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখার জন্য হ্যালহেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন।
ব্যাখ্যা-১ বাংলা ভাষা না জানলে ইংরেজ কর্মচারীদের শাস্তি দেওয়া হতো।
ব্যাখ্যা-২ ইংরেজ কর্মচারীরা বাংলা ভাষা ও সাহিত্যে অনুরাগী ছিলেন।
ব্যাখ্যা-৩ এদেশে বাণিজ্য ও রাজত্ব চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল।
২.৫.৪ বিবৃতিঃ ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয়।
ব্যাখ্যা-১ এই দলে ব্রাহ্মণদের সংখ্যা ছিল বেশি।
ব্যাখ্যা-২ এই দল দুইবার প্রতিষ্ঠিত হয়।
ব্যাখ্যা-৩ ইংরেজরা ব্যঙ্গ করে এই দলকে দ্বিজ বলে ডাকত।
*** ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে সঠিক উত্তরগুলি কে মোটা অক্ষরে দেখিয়ে দেওয়া হল।
Read More: Madhyamik History Test Paper page 50 Answer- মাধ্যমিক টেস্ট পেপার ইতিহাস ৫০ পেজের প্রশ্নোত্তর।
আমাদের আজকের এই Madhyamik History Test Paper page 99 Answer গুলো PDF আকারে Download করতে হলে নীচে ডাউনলোড বাটনে ক্লিক করুন।

বিঃ দ্রঃ Madhyamik History Test Paper page 99 Answer আগামী Madhyamik 2023 এর কথা মাথায় রেখে এই টেস্ট পেপার সলভ অপশনটি আমরা নিয়ে এসেছি যেখানে প্রতিদিন আলাদা আলাদা বিষয় এর এক একটি পেজ সলভ করে আমরা এই পেজে আপলোড করব যা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ উপযোগী হবে তাই আজকের Madhyamik History Test Paper page 99 Answer গুলো ভালো করে দেখে তোমাদের খাতায় লিখে নাও এবং আমাদের এই আর্টস স্কুল ডট ইন ব্লগ ভিজিট করতে থাকো আরো নতুন নতুন প্রশ্ন উত্তর গুলি পাওয়ার জন্য।